টুকরো খবর |
জলাভূমি ভরাটের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
|
এই জলাশয় নিয়ে বিতর্ক, ‘মারধর’। নিজস্ব চিত্র। |
একটি জলাভূমি ভরাট করার প্রতিবাদ করতে গিয়ে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ এলাকার কিছু বাসিন্দার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় সোমবার প্রদীপ পণ্ডিত নামে বিষ্ণুপুরের দলমাদল পাড়ার বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বিষ্ণুপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় একটি জলাশয় ভরাটের কাজ চলছিল। ঘটনাটি প্রদীপবাবুর নজরে আসায় রবিবার তিনি তার প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করায় সোমবার সকালে ঠাকুরপাড়ার কিছু বাসিন্দা লাঠি, লোহার রড নিয়ে প্রদীপবাবুকে আক্রমণ করে। তাঁকে বাঁচাতে গেলে দলমাদল পাড়ার কয়েকজনের বাড়িও ভাঙচুর করা হয়। প্রদীপবাবুদের অভিযোগ, “স্থানীয় এক প্রোমোটার ওই জলাশয় কিনেছেন। তাঁর উস্কানিতেই পুরো বিষয়টি ঘটেছে। বিষ্ণুপুর থানা, মহকুমাশাসক, ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিষয়টি জানিয়েছি।” মহকুমাশাসক অদীপ রায় বলেন, “জলাভুমি বোজানো বেআইনি। বিষয়টি আমি মহকুমা ভূমি ও ভুমি সংস্কার আধিকারিককে দেখতে বলছি।” চেষ্টা করেও ফোনে ওই আধিকারিককে পাওয়া যায়নি। পাওয়া যায়নি পুকুর মালিককেও। এ দিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
জেলা জজের এজলাস বয়কট
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা ৫ মে থেকে জেলা জজের এজলাস বয়কট শুরু করেছেন। অ্যাসোসিয়েশনের অভিযোগ, গত ২ মে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের ডাকা বন্ধের দিন কর্মবিরতি পালন করেছিলেন তাদের সদস্যরা। জেলা জজ ওই কর্মবিরতিকে ঘিরে ‘বিরূপ’ মন্তব্য করেন বলে বারের অভিযোগ। ৪ মে বার অ্যাসোসিয়েশনের বৈঠকে সর্বসম্মত ভাবে জেলা জজের এজলাস বয়কটের সিদ্ধান্ত হয়। জেলা আদালতের সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী বলেন, “আইনজীবীরা জেলা বিচারকের এজলাস বয়কট করার ফলে সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। অবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।” আইনমন্ত্রী এ দিন বলেন, “জেলা জজের এজলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বার কাউন্সিলের নজরে আনছি। চেষ্টা করছি, যাতে দ্রুত এর মীমাংসা করা যায়।”
|
ট্রেনে কাটা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • ঝালদা |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বধুর। রেলপুলিশ জানায়, মৃতার নাম পূজা কুমারী (২৬)। বাড়ি ঝালদা থানার তুলিনে। রবিবার রাঁচি ডিভিশনের তুলিন স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ছ’বছর আগে পূজাদেবীর বিয়ে হয়েছিল পেশায় ব্যবসায়ী তুলিনের বাসিন্দা সুজিতকুমার সাহুর। স্বামীর দীর্ঘ অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন পূজা। তার জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা। অন্য দিকে, রবিবার রাতে পুরুলিয়া শহরে পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কের পাশে বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
|
ধৃত দোকানদার
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
বেআইনি ভাবে মদ মজুত করার অভিযোগে ইঁদপুরের বাংলামোড় থেকে এক মিষ্টির দোকানদারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম কালাচাঁদ পরামানিক। ইঁদপুরের মেজুয়া গ্রামে তাঁর বাড়ি। রবিবার রাতে পুলিশ ওই দোকানে হানা দিয়ে প্রায় ২৩ লিটার দেশি ও বিদেশি মদ উদ্ধার করে। সোমবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, বাংলামোড়ে বেআইনি মদ বিক্রি হচ্ছে বলে খবর পেয়ে সেখানে হানা দিয়ে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েক লিটার দেশি ও বিদেশি মদ উদ্ধার হয়েছে।
|
ভগবানপুরে শেষ বিবেক মেলা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
‘বিবেক মেলা’ উপলক্ষে ভগবানপুর ১ ব্লক প্রশাসনিক ভবন প্রাঙ্গণে রবীন্দ্রনাথ, নজরুল, মোহনদাস করমচাঁদ গাঁধী, বিবেকানন্দ ও দ্বিজেন্দ্রলাল রায়ের মূর্তি উন্মোচন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিশির অধিকারী। শনি-রবি দু’দিন ধরে বিবেক মেলা চলছে। শনিবার কাজলাগড়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিশিরবাবু। ১০০ দিনের প্রকল্পে ভাল কাজের জন্য বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত ও মহম্মদপুর-১ গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়। রবিবার কাজলাগড় হাইস্কুল মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় কাজলাগড় হাইস্কুল ২-১ গোলে মনোহরপুর হাইস্কুলকে হারিয়ে দেয়।
|
স্ত্রীকে খুনের চেষ্টা, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। এগরা থানা এলাকার শ্রীপুর গ্রামের ধৃত সঞ্জয় বারিককে রবিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে রামনগর থানার দেপাল গ্রামের গৌরী দাসের সঙ্গে শ্রীপুর গ্রামের সঞ্জয়ের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সঞ্জয় দেপালের একটি মিষ্টির দোকানে কাজ করে। অগ্নিদগ্ধ গৌরী বারিকের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অজুহাতে তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত সঞ্জয়। কয়েকমাস আগে সঞ্জয় একটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। যার জেরে সাংসারিক অশান্তি আরও বাড়ে। শুক্রবার সকালে এই বিষয়ে গৌরীদেবী প্রতিবাদ করায় সঞ্জয় তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা গৌরীকে উদ্ধার করে পানিপারুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের চিকিৎসক ও পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগও করেন গৌরীদেবী।
|
বধূ ‘নির্যাতন’, জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
দ্বিতীয়বার বিয়ে ও বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বাঁকুড়া সদর থানা এলাকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিত বন্দ্যোপাধ্যায়। তিনি তালড্যাংরা থানার মনিপুর গ্রামের বাসিন্দা। রবিবার রাতে বাঁকুড়া সদর থানায় অমিতবাবুর স্ত্রী রাকা বন্দ্যোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই রাতেই বাঁকুড়া শহর থেকে অমিতবাবুকে গ্রেফতার করে পুলিশ। সোমাবার তাঁকে বাঁকুড়া আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। রাকাদেবীর অভিযোগ, “২০০৫ সালে পণ নিয়ে আমাকে বিয়ে করে অমিত। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার উপরে অত্যাচার চালাতে থাকে। গত এক বছর ধরে বাপের বাড়ি বাঁকুড়ার লোকপুরে রয়েছি। এক দিন আমার স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করেছে বলে লোকমুখে শুনেছি।”
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
লরির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় মত্যু হল বাইক আরোহীর। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-পুরুলিয়া রাজ্য সড়কে, ছাতনা থানার কমলপুর অঞ্চলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পার্থ রায় (৩২)। তিনি ছাতনা থানার আলঠ্যা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পার্থবাবু বাইক চালিয়ে পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। কমলপুর এলাকায় একই দিকে যাওয়া একটি লরি বাইকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লরিটি আটক করেছে। চালক পলাতক।
|
নির্যাতনের নালিশ, জেল হাজতে স্বামী
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
দ্বিতীয়বার বিয়ে ও বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বাঁকুড়া সদর থানা এলাকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিত বন্দ্যোপাধ্যায়। তিনি তালড্যাংরা থানার মনিপুর গ্রামের বাসিন্দা। রবিবার রাতে বাঁকুড়া সদর থানায় অমিতবাবুর স্ত্রী রাকা বন্দ্যোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই রাতেই বাঁকুড়া শহর থেকে অমিতবাবুকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে সাত দিন জেল হাজতে রাখার নির্দেশ দেয় বাঁকুড়া আদালত।
|
দিল্লির দু’জনকে এনে খুনের ছক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া শহরের স্বর্ণ ব্যবসায়ী রামশঙ্কর কোঠারি ও তাঁর স্ত্রী সুশীলাকে খুনের ঘটনায় শনিবার পুলিশ ধরে স্থানীয় ব্যবসায়ী বিজয় অগ্রবালকে। ওই ঘটনায় রবিবার দিল্লি থেকে ধরা হল দুই ব্যবসায়ী বিনীত ও ধীরজ অগ্রবালকে। পুলিশের দাবি, বিজয় কবুল করেছে যে, তারা তিন জন মিলে ওই দম্পতিকে খুন করে।
|
গাড়ি চুরি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বাড়ির পাশ থেকে গাড়ি চুরির অভিযোগ হয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের মেট্যালা গ্রামে। গত শুক্রবার রাতের ঘটনা। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। |
|