ব্যাঙ্কে ডাকাতি, প্রহারে হত ১ |
বারুইপুর থানার ছ’আনি এলাকায় ব্যাঙ্ক লুঠ করে পালানোর পথে ধরা পড়ে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুই ডাকাতকে। পুলিশি সূত্রের খবর, সোমবার দুপুরে দু’টি মোটরবাইকে চড়ে এসে ছ’জন দুষ্কৃতী ওই এলাকার একটি সমবায় ব্যাঙ্কে হানা দেয়। ব্যাঙ্ককর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা লুঠ করে তারা। পালানোর সময় একটি মোটরবাইকের তিন ডাকাতকে ধরে ফেলেন বাসিন্দারাই। শুরু হয় গণপ্রহার। গুরুতর আহত তিন ডাকাতকে পরে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য দু’জনকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, ধৃতদের জেরা করে অন্যদের ধরার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
|
ভাঙড়ে পথ দুর্ঘটনায় মৃত ২ |
দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ভাঙড়ের নলমুড়ির কাছে বাসন্তী হাইওয়েতে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম সাধু দাস (৪২) ও বুলবুলি মণ্ডল (২২)। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামনপুকুর গ্রামে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একটি মিনি ম্যাটাডর বামনপুকুর থেকে যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। নলমুড়ির কাছে ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। আহত হন ৮ জন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
চিরুনি শিল্পে বিখ্যাত উত্তর ২৪ পরগনার বনগাঁয় গত ৫ মে থেকে সমস্ত চিরুনি কারখানা বন্ধ। শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। অবিলম্বে বেতন দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো শ্রমিক। সোমবার বেলা ১১টা থেকে স্থানীয় হরিদাসপুর মোড়ে যশোহর রোড অবরোধ করেন শ্রমিকেরা। বনগাঁ সেলুলয়েড ওয়ার্কার্স ইুনিয়নের সম্পাদক রঞ্জন সেন বলেন, “কী কারণে কারখানা বন্ধ তা আমাদের জানানো হয়নি। আমাদের দাবি শ্রমিকদের এই সময়ের বেতন দিতে হবে। বিষয়টি মহকুমাশাসক ও বিধায়ককে জানানো হয়েছে।” |