|
|
|
|
মেহতাবদের হারিয়ে টিকে থাকতে চায় কাজমা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গলের কাছে এএফসি কাপের ম্যাচের আর কোনও গুরুত্ব নেই। বিদেশি ক্লাবের সঙ্গে খেলার অভিজ্ঞতা বাড়ানো ছাড়া। কিন্তু সোমবার ভোর রাতে কলকাতায় পৌঁছনো কুয়েতের কাজমা এস সিকে বুধবার জিততেই হবে মেহতাবদের বিরুদ্ধে।
ভোরে শহরে এসেও চেক কোচ মিলান মাকালা সোমবার বিকালেই টিম নিয়ে যুবভারতীতে অনুশীলন সেরে ফেলেন। ইস্টবেঙ্গল আবার আই লিগের শেষ ম্যাচে এয়ার ইন্ডিয়াকে হারিয়ে শহরে ফিরেছে রবিবার রাতে। তাই সোমবার অনুশীলনে ছুটি দিয়েছিলেন ট্রেভর মর্গ্যান।
বুধবারের ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের যদিওকিছু পাওয়ার নেই, তবু পুরো শক্তি নিয়েই নামতে চান মর্গ্যান। চাপমুক্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কাজমা চায় পুরো তিন পয়েন্ট তুলতে। গ্রুপে কুয়েতের ক্লাবটি দু’নম্বরে থাকলেও তিনে থাকা ইয়েমেনের আল ওরুবার সঙ্গে তাদের পয়েন্ট (৮) সমান। আল ওরুবাকে হারিয়ে থাকায় হেড-টু-হেডে এগিয়ে কাজমা।
বুধবারই গ্রুপ শীর্ষে থাকা ইরাকের আরবিলের সঙ্গে আল ওরুবার ম্যাচ। কিন্তু যুবভারতীর ম্যাচ হয়ে যাবে সে দিন বিকালেই। আর আরবিলের অন্য ম্যাচটি হবে ভারতীয় সময় সন্ধ্যায়। যেটা ভাল চোখে দেখছেন না কাজমা-র চেক কোচ। মাকালা বলছিলেন, “গ্রুপের শেষ ম্যাচ দু’টো এক সময়ে হওয়া উচিত ছিল। আমি এএফসিকে চিঠি দিয়েছিলাম। কিন্তু লাভ হয়নি। ইস্টবেঙ্গলকে হারানো ছাড়া আমাদের কাছে আর কোনও রাস্তা খোলা নেই।”
মেহতাবদের হারাতে তিন বিদেশি নিয়ে হাজির কাজমা। এ দিকে পেন ওরজির কার্ড সমস্যা থাকায় ট্রেভর মর্গ্যানকেও থাকতে হবে তিন বিদেশির ভরসায়। তবে লাল-হলুদ শিবিরের জন্য সুখবর বড় কোনও চোট সমস্যা নেই। এ দিকে, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার চন্দন দাস সোমবার সই করলেন প্রথম ডিভিসনের ক্লাব মহমেডান এসিতে। |
|
|
|
|
|