টুকরো খবর
পুলিশের সঙ্গে ঝামেলায় প্রসাদ
ডেকান চার্জার্সের বিরুদ্ধে তাঁর দল দুর্দান্ত জয় পেলেও ঝামেলায় পড়ে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ। প্রসাদ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিরাপত্তা ভঙ্গের অভিযোগ এনেছেন বেঙ্গালুরুর এক পুলিশ কর্তা। ঘটনার সূত্রপাত ম্যাচের পর। যখন প্রসাদের স্ত্রী জয়ন্তী ও তাঁর দুই বন্ধু ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট জায়গায় ঢুকতে যান। প্রথমে তাঁদের বাধা দেন এক পুলিশ কর্মী। সেখান থেকে তাঁদের চলে যেতেও বলা হয়। কিন্তু জয়ন্তী সে কথা গ্রাহ্য না করে স্বামীকে ফোনে ডেকে নেন। প্রসাদ সেখানে এসে পুলিশের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এবং পুলিশকে উপেক্ষা করেই তাঁর স্ত্রী এবং বন্ধুদের প্লেয়ার্স এনক্লোজারে নিয়ে যান। পুলিশের ডেপুটি কমিশনার রবিকান্ত গৌড়া বলেছেন, “প্রসাদ সম্পূর্ণ ভাবে নিয়ম ভঙ্গ করে এই কাজ করেছে। আমি প্রসাদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠকদের বলব। পুলিশ কমিশনারকেও পুরো ঘটনার কথা জানাচ্ছি।” তবে প্রসাদ ঝামেলায় পড়লেও তাঁর দল বেঙ্গালুরু কিন্তু এখনও শেষ চারে যাওয়ার লড়াইয়ে আছে।

মর্গ্যানের হাতে এখন ১২ বিদেশি
র‌্যান্টি মার্টিন্স ও টোলগে ওজবে। দু’জনকে ধরে রাখার জন্য মরিয়া ছিল আই লিগের চ্যাম্পিয়ন ও রানার্সরা। র্যান্টি ডেম্পো কর্তাদের সোমবার রাতে বলে দিলেন, তিনি থাকছেন না। টোলগে কিন্তু এখনও ঝুলিয়েই রেখে দিয়েছেন। মোহনবাগান থেকে অর্থ নিয়ে তিনি বসে আছেন। ভারতের এক নম্বর কিপার সুব্রত পাল আবার প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন। ইস্টবেঙ্গল কোচ মর্গ্যান এ দিন ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি টোলগেকে রাজি করাবেন। এতদিন তিনি এ নিয়ে মাথা ঘামাতে রাজি ছিলেন না। টোলগের বিকল্প অবশ্য কর্তারা খুঁজতে চলেছেন। মর্গ্যানকে ১২টি বিদেশি ফুটবলারের বায়োডাটা দিয়েছেন কর্তারা। তবে বুঝিয়ে দিয়েছেন, রানার্স হলেও আই লিগের পারফরম্যান্সে খুশি নন। তাঁরা কোচকে বলেন, “ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতেই খেলে।” এ দিকে পানাজিতে চ্যাম্পিয়ন ডেম্পোর সংবর্ধনা সভায় র্যান্টিকে ধরে রাখতে বলেছিলেন আর্মান্দো কোলাসো। সভায় হাজির ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী। তিনিও ডেম্পোর এক দল ধরে রাখতে বলেন। ডেম্পোর প্রধান শ্রীনিবাস ডেম্পো মঙ্গলবার র্যান্টির সঙ্গে বসতে চাইছিলেন। কিন্তু র্যান্টি রাতে তাঁকে বলে দেন, তিনি প্রয়াগেই যাচ্ছেন।

এআইএফএফ অ্যাকাডেমির কোচ পাপাস
এ আই এফ এফের প্রথম অ্যাকাডেমির প্রধান কোচ হলেন ৩২ বছরের অস্ট্রেলীয় আর্থার পাপাস। যিনি ভারতে আসার আগে ‘এ’ লিগের নিউক্যাসল জেটসের সহকারী কোচ ও যুব দলের কোচ ছিলেন। নবি মুম্বইয়ের এই অ্যাকাডেমির দায়িত্ব নিয়ে পাপাস বলেছেন, “ঘুমিয়ে থাকা দৈত্যকে জাগানোই চ্যালেঞ্জ আমার কাছে। আমি রব বানের দর্শনেই কাজ করব। আগে ছেলেদের টেকনিক্যাল দিকগুলো গঠন করার দিকেই নজর থাকবে।” ইতিমধ্যে তিনি খোঁজ খবর নিয়েছেন ভারতীয় ফুটবল সম্পর্কে। টোলগে-কোভাচিচের মতো অস্ট্রেলীয় ফুটবলার থাকায় আই লিগ নিয়ে নিয়মিত খোঁজ নিতেন পাপাস।

খেলতে খেলতে মৃত্যু হকিতে
প্রতিভাবান অস্ট্রেলীয় মহিলা হকি খেলোয়াড় লিজি ওয়াটকিন্স খেলতে খেলতে মারা গেলেন পার্থ হকি স্টেডিয়ামে। মর্মান্তিক ঘটনাটি ঘটে তাঁর মাথায় বল লেগে। নর্থ কোস্ট রেয়ডার্সের এই খেলোয়াড়ের স্টিক থেকে ছিটকে বল মাথায় লেগেছিল। তখনই জ্ঞান হারান তিনি। পরে জ্ঞান ফিরলেও হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মারা যান লিজি। অস্ট্রেলীয় হকি মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইতালি লিগ জুভেন্তাসের
ন’বছর পর ইতালি লিগ চ্যাম্পিয়ন হল জুভেন্তাস, এক ম্যাচ বাকি থাকতেই। রবিবার মিলান ডার্বিতে ইন্টার মিলান ৪-২ হারায় এসি মিলানকে। দিয়েগো মিলিতো জোড়া পেনাল্টি-সহ হ্যাটট্রিক করেন। এ দিনই ক্যালিয়ারিকে ২-০ হারানোয় এসি মিলানের থেকে চার পয়েন্টে এগিয়ে গেল জুভেন্তাস। তাই শেষ ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন জুভেন্তাস। জুভেন্তাসের এখন পরবর্তী লক্ষ্য অপরাজিত থেকে চ্যাম্পিয়ন। মাঝে বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে তারা দ্বিতীয় ডিভিশনে নেমে গিয়েছিল। এখন আবার তারা উঠে এল একেবারে সর্বোচ্চ ধাপে।

অনূর্ধ্ব ১৯ বাস্কেটবল
অনূর্ধ্ব ১৯ রাজ্য বাস্কেটবলে রানার্স হয়েছে বর্ধমানের মেয়েরা। কালকাতার বড়বাজার যুবক সভা মাঠে তারা ফাইনালে ৩২-৪৩ পয়েন্টে হারে রাখী সঙ্ঘের কাছে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেও বর্ধমান অন্তত ১০ পয়েন্টে এগিয়েছিল। সেমিফাইনালে বর্ধমান হাওড়াকে ৫১-৪৯ পয়েন্টে হারায়। তবে বর্ধমানের ছেলেরা কোয়ার্টার ফাইনালে ৬০-৭৫ পয়েন্টে রাখী সঙ্ঘের কাছে হেরে বিদায় নিয়েছিল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.