|
|
|
|
সচিনকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা
সরকার ও সিএবি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সব কিছু ঠিকঠাক চললে, চলতি সপ্তাহের শেষে সচিন তেন্ডুলকরকে সংবর্ধনা দিতে চলেছে রাজ্য সরকার ও সিএবি। আর তা দেওয়া হবে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের শততম সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তির জন্য।
আগামী বৃহস্পতিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে শহরে ঢুকে পড়ছেন সচিন। শনিবার ইডেনে নামবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সরকার এবং সিএবিদু’পক্ষেই চেষ্টা চলছে মাঝের সময়ে সচিনকে সংবর্ধনা দেওয়ার। চূড়ান্ত রূপরেখা এখনও তৈরি নয়। সচিন সময় দিতে পারবেন কি না, দিলেও আইপিএল কমিটি টুর্নামেন্টের মাঝে এমন সংবর্ধনা অনুষ্ঠানে রাজি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আজ, মঙ্গলবার সচিনকে সরকারি ই-মেল মারফত পুরো পরিকল্পনার কথা জানানো হবে। তাঁর সম্মতি মিললে তৈরি হবে অনুষ্ঠানের নীলনকশা। জানা গেল, দু’রকম উপায় বরাদ্দ থাকছে। এক, শুক্রবার শহরের কোনও নামী হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। দুই, শনিবার ম্যাচের আগে সময় বের করে ইডেনেই লিটল মাস্টারকে সম্মানিত করা।
এ দিন সন্ধেয় সিএবি কর্তাদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। অনুষ্ঠানে থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনও স্মারক দেওয়া হতে পারে। সিএবি আবার ভাবছে, একশো গিনি-র কথা। গত নভেম্বরে সচিন যখন ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে এসেছিলেন, তখনই এই গিনি-র ব্যবস্থা করেছিল সিএবি। মাস্টার ব্লাস্টারের সেঞ্চুরির সংখ্যা তখন ছিল ৯৯। ইডেনে শততম সেঞ্চুরি সচিনের হয়নি। সিএবি-রও গিনি দেওয়া হয়নি। এ বার সংবর্ধনা অনুষ্ঠান হলে, সেটা দেওয়া হতে পারে। অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বাংলার প্রাক্তন ক্রিকেটাররা। পাশাপাশি ১২ মে-র ম্যাচ আয়োজন কোথায় দাঁড়িয়ে, সেটাও এ দিন দেখে নেওয়া হল সরকারের পক্ষ থেকে। |
|
|
|
|
|