|
|
|
|
‘টিমের প্রয়োজনে যে কোনও জায়গায় নামতে পারি’ |
সব্যসাচী সরকার • পুণে |
সাত সকালে ফ্লাইট ধরে উড়ে আসা। পৌঁছতে না পৌঁছতে টিমবাস ধরে বেরিয়ে পড়ে পৌনে সটান স্টেডিয়ামে। পশ্চিমঘাট পর্বতমালার কোলে সহারা সুব্রত রায় স্টেডিয়ামে দুপুরের চড়চড়ে রোদে টানা তিন ঘণ্টা প্র্যাক্টিসের মধ্যে এক বার নেটে ব্যাটিং, তার পর ফের নকিং। এরই ফাঁকে ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের ব্যাটিং অর্ডার থেকে পুণে টিমের সাম্প্রতিক পরিস্থিতি, সব কিছু নিয়েই কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন: কাল টিমের সঙ্গে এলেন না যে?
সৌরভ: ওই এক দিন ব্রেক আর কী।
প্র: চারটে ম্যাচ বাকি। দাদা-ভক্তরা এখনও ইডেন ম্যাচে হারটা নিতে পারছে না। তার চেয়েও বেশি করে নিতে পারছে না আপনার সাত নম্বরে নামাটা!
সৌরভ (ব্যাট হাতে শ্যাডো করতে করতে): তাই? আমার পরে নামাটা কিন্তু টিমের জন্য ‘অলমোস্ট ওয়ার্কড’। আমরা প্রায় জিতেই যাচ্ছিলাম।
প্র: রজত ভাটিয়ার বলে চালানোটা ঠিকঠাক লাগলে...
সৌরভ: বাদ দিন। যা হওয়ার হয়েছে। আমরা ভাল খেলতে পারিনি, তাই জিতিনি।
প্র: জীবনে আপনি এক বারই সাত নম্বরে ব্যাট করেছেন। ছিয়ানব্বইয়ে ভারতের হয়ে কলম্বোয় সিঙ্গার কাপ ওয়ান ডে-তে। সচিন ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া ম্যাচ। ঠিক বলছি?
সৌরভ: (মাথা নেড়ে): ঠিক। আমি আর সুনীল জোশি একটা পার্টনারশিপ করেছিলাম। প্রেমদাসায়। তা ছাড়া কোনও দিন আমি সাত নম্বরে নাহ্, মনে করতে পারছি না।
প্র: মঙ্গলবার সামনে রাহুলের রাজস্থান রয়্যালস। রাহুল তো ওপেন করছেন। আপনি কি কাল ওপেন বা তিন নম্বরে ফিরবেন?
সৌরভ: টিম মিটিং হয়নি, এখনই বলতে পারছি না। কে কোথায় নামবে না নামবে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। হ্যাঁ, টিমের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। ওপেন করতে পারি, তিনে যেতে পারি।
প্র: ধরেই নিচ্ছি, মাইকেল ক্লার্ক কাল আপনার এক জন ওপেনার? সঙ্গে জেসি রাইডার না আপনি?
সৌরভ: দেখি, এখনও কিছু ঠিক করিনি। কাল মাঠে গিয়ে ঠিক করব।
প্র: সম্ভাবনা কম হলেও আপনার টিমের কিন্তু এখনও একটা সুযোগ আছে। যদি চারটে ম্যাচই জেতা যায়... অতীতে মুম্বই এটা করেছে, চেন্নাইও।
সৌরভ: হয়তো আশা আছে। কিন্তু আগে তো ভাল খেলতে হবে, জিততে হবে। এখন অত অঙ্ক নিয়ে ভাবছি না। একটা-একটা ম্যাচ ধরে বাকি চারটে ম্যাচ খেলব। তার পর যা হয় হবে।
প্র: বারবার ক্লোজ ম্যাচ হেরেছেন। মুম্বই ম্যাচে ১২০ তাড়া করে জিততে পারেননি, আবার কেকেআর ম্যাচে ৮টা ওয়াইড করল আপনার টিম। টিমে হেরেছে কিন্তু সাত রানে?
সৌরভ: ম্যাচে ওয়াইড তো হবেই। আট সংখ্যাটা হয়তো একটু বেশি। কিন্তু এক দিন সেটা হতেই পারে। আমাদের ব্যাটিংটা ভাল হয়নি। শুরুর দিকে এত উইকেট পড়ে গেলে আর কী করা যাবে?
প্র: আগের ম্যাচে নেহরা সচিনকে আউট করলেন। তবু ইডেনে খেলেননি। ফিট তো?
সৌরভ: না না, টিমের সবাই ফিট। অন্তত কালকের জন্য। |
|
|
|
|
|