এ রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের এমন উদ্যোগ আগে দেখা যায়নি। পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে সিঙ্গাপুরে গিয়ে সম্মেলন করছে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদ। সদস্যদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা শিল্প-বাণিজ্য মহলের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা তো করবেনই, সঙ্গে নেবেন সিঙ্গাপুরের বণিকসভাকেও। আর পুরোটাই ঘটবে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে। এর আগে ব্যাঙ্কক এবং দুবাইয়ে জেভিয়ার্সের প্রাক্তনীদের সম্মেলন হয়েছে। এ বার তা হবে সিঙ্গাপুরে। শুক্রবার, ১১ মে থেকে রবিবার, ১৩ মে পর্যন্ত সম্মেলন চলবে। ১২ মে ওই শিল্প-বাণিজ্য সম্মেলন হবে, যার নাম দেওয়া হয়েছে ‘বিউটিফুল বেঙ্গল’। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওই কলেজের প্রায় তিনশো প্রাক্তন ছাত্রছাত্রী সম্মেলনে যোগ দেবেন বলে আশা কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজের।
এর আগের প্রাক্তনী সম্মেলনগুলিতে কখনওই পারস্পরিক যোগাযোগ বা প্রতিষ্ঠানের উন্নতি ছাড়িয়ে রাজ্যে শিল্পে বিনিয়োগটাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি। প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে প্রাক্তনীদের সম্মেলনে সামিল হবেন প্রসূন মুখোপাধ্যায়, জয়ন্ত রায়-সহ শিল্প-বাণিজ্য জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী সংসদের সাম্মানিক সচিব ফিরদৌসউল হাসান বলেন, “এর আগের দু’বার আমাদের সম্মেলন বিভিন্ন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। এ বার আমরা চেয়েছিলাম একটা নতুন কিছু করতে, যার একটা সামাজিক গুরুত্ব থাকবে। প্রাক্তনীদের থেকেই তখন এই ধরনের প্রস্তাব আসে।” হাসান জানান, মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের ভাবনার কথা লিখিত ভাবে জানানো হলে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে উৎসাহ দেন। তার পরেই পার্থবাবুর সঙ্গে যোগাযোগ করে পুরো পরিকল্পনা করা হয়। হাসান বলেন, “রাজ্যের শিল্পমন্ত্রীই ওখানে সূচনা পর্বের মূল বক্তা। তার পরে বিভিন্ন জনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আমাদের আশা, এতে কার্যকর কিছু প্রস্তাব পাওয়া যাবে। যাতে আখেরে রাজ্যের উপকার হতে পারে।” এ বছর আন্তর্জাতিক জাভেরিয়ান হিসেবে বাংলাদেশের শিল্পপতি সৈয়দ মনজুর ইলাহিকে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আগামী বছর এই সম্মেলন হবে লন্ডনে। সেখানে লক্ষ্মী মিত্তল এবং সঞ্জীব গোয়েন্কাকে এই সম্মান দেওয়া হবে। |