হাতে নেওয়ার এক বছর পর পাটনি কম্পিউটারের নাম পরিবর্তন করল মার্কিন তথ্যপ্রযুক্তি বহুজাতিক আইগেট। এখন থেকে আইগেট নামেই পরিচিত হবে পাটনি। এত দিন তার নাম ছিল আইগেট-পাটনি। সোমবার এ প্রসঙ্গে আইগেটের দাবি, বিদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সিইও ফণীশ মূর্তি জানান, পাটনি পারিবারিক নাম। তাই অন্যান্য দেশে সংস্থাকে ওই নামে দেখার সমস্যা আছে। সে কারণেই নাম বদল করা হল। ২০১১ সালের জানুয়ারিতে দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা পাটনি কম্পিউটার হাতে নিতে চুক্তি করে আইগেট এবং প্রাইভেট ইক্যুইটি সংস্থা অ্যাপাক্স। ১২০ কোটি ডলারে পাটনির ৮৩.৬% মালিকানা হাতে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় ২০১১-র মে মাসে।
|
ঋণে সুদের হার কমানোর কথা জানাল চারটি ব্যাঙ্ক। বেস রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। তিনটিরই নয়া হার ১০.৫০%। ফেডারেল ব্যাঙ্কের বেস রেট কমছে ২০ বেসিস পয়েন্ট। নতুন হার ১০.৪৫%। এরই সঙ্গে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গৃহঋণে সুদ কমিয়েছে ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদ ১০.৫০%। ৩০ থেকে ৭৫ লক্ষে ১০.৭৫%। ১ বছরের আমানতেও সুদ কমিয়ে ৯.২৫% করেছে ফেডারেল ব্যাঙ্ক। ৩ বছর ও তার বেশি মেয়াদে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমে ৯%। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কও জমায় সুদ কমাল।
|
উত্তর দিনাজপুরে সরকারি উদ্যোগে রেশমগুটি বিপনণ কেন্দ্র খোলার ব্যাপারে উদ্যোগী হয়েছে সরকার। সোমবার রায়গঞ্জে এ কথা জানান রাজ্যের রেশম শিল্প দফতরের অতিরিক্ত অধিকর্তা বিজয়কুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, “জেলার কয়েক হাজার চাষি রেশম চাষের সঙ্গে যুক্ত। অথচ রেশমগুটি বিপনণ কেন্দ্র নেই। এতে অনেকে কম দামে রেশমগুটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অনেকে মালদহে গিয়ে রেশমগুটি বিক্রি করছেন। খুব শীঘ্রই জেলায় বিপনণ কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, উৎপাদন বাড়াতে চলতি মাস থেকেই জেলার ৯ টি ব্লকের চাষিদের উন্নত রেশমপোকার ডিম দেওয়া হবে।
|
লন্ডনে আত্মপ্রকাশ করল স্যামসাং-এর নয়া স্মার্টফোন গ্যালাক্সি এস- থ্রি। অ্যানড্রয়েডের উন্নত সংস্করণ ‘আইসক্রিম স্যান্ডউইচ’ প্রযুক্তি চালিত ৪.৮ ইঞ্চির ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। জুন থেকে মিলবে বিশ্ব জুড়ে।
|
দশ বছর বন্ধ থাকার পর ফের বাজারে এসেছে ফোক্সভাগেন গল্ফ গাড়িটির কনভার্টিবল সংস্করণ। ইচ্ছেমতো যার ছাদ খোলা ও বন্ধ করা যায়। সম্প্রতি এক গাড়ি প্রদর্শনীতে তারই মডেল।
|
• নরেশ কুমার রত্তন ফোর্স মোটরসের ট্রাক্টর ব্যবসার সিওও এবং বিপণন বিভাগের প্রেসিডেন্ট হলেন।
• জেন ওং দক্ষিণ এশিয়ায় সিটি গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হয়েছেন। |