জলে নোংরা থাকায় শেখ আমির আলিকে পরিষ্কার করার দায়িত্ব দেন। সোমবার সকালে কিছুক্ষণ পাম্প চলার পরে কুয়োর ভিতরে নামেন আমির। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে জলে ডুবে যান আমির। তখন ওই পাড়ার বাসিন্দা মঞ্জুর খান আমিরকে বাঁচাতে নেমে পড়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরকে উদ্ধার করতে গিয়ে মঞ্জুরের ছেলে লাল খান-সহ আরও দুই যুবক কুয়োয় নেমে প্রথমে অসুস্থ হয়ে পড়েন। কোনও ভাবে উঠে কয়েক মিনিট পরে তাঁরা মুখে কাপড় বেঁধে আমির ও মঞ্জুরকে উদ্ধার করেন। দুবরাজপুরের বিএমওএইচ কুণাল মুখোপাধ্যায় বলেন, “কার্বন মনোঅক্সাইডের জন্য শ্বাসকষ্ট এবং জলে ডুবে থাকায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।” পুরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, “পুরসভার পক্ষ থেকে মৃত পরিবার পিছু কুড়ি হাজার টাকা অর্থ সাহায্য এবং অসুস্থদের চিকিৎসার ভার বহন করা হবে।” |