আগামী তিন বছরের মধ্যে এ রাজ্যের সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি মোরাম রাস্তা পাকা করা হবে। শনিবার কলকাতায় এই কথা জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ।
২০০২ সালে বাম সরকারের আমলে ২৩ হাজারেরও বেশি জনপদকে পাকা সড়কের সঙ্গে যুক্ত করা জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবে রাস্তার দৈর্ঘ্য ছিল ১২ হাজার ৩১৬ কিলোমিটার। কিন্তু সেটি কারিগরি কারণে বাতিল করতে হয় বলে এ দিন জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “ওই প্রকল্প জমা পড়ার পর দিল্লির কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে রাজ্য সরকার সমীক্ষা করে জানিয়েছিল, ২৩ হাজার জনপদের মধ্যে অধিকাংশই মোরাম ও নুড়ি পাথরের রাস্তা দিয়ে যুক্ত রয়েছে। বাম সরকার সেই সব রাস্তাই নতুন করে তৈরি করার প্রস্তাব দেওয়ায় তা নামঞ্জুর হয়ে যায়।” পরে এই নিয়ে দীর্ঘ টানাপোড়েন চললেও কাজের কাজ হয়নি। |
সাংবাদিক বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ।-নিজস্ব চিত্র |
সম্প্রতি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায় মোরাম রাস্তাগুলিকে ‘উন্নত’ করার প্রস্তাব পাঠান কেন্দ্রকে। তার সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। সেইমতো চলতি আর্থিক বছরে রাজ্যে ১০ হাজার কিলোমিটার পাকা সড়ক তৈরির অনুমতি দেওয়া হল বলে জানিয়েছেন জয়রাম। গ্রামোন্নয়ন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, বাম আমলের প্রস্তাবিত ১২৩১৬ কিলোমিটার মোরাম রাস্তার মধ্যে প্রথম পর্বে ৫৭৩৩ কিলোমিটার রাস্তাকে পিচ ঢেলে পাকা (ব্ল্যাক টপ) করা হবে। এর পোষাকি নাম ‘থ্রু রোড’। বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) জমা দিতে হবে ২৪ অক্টোবরের মধ্যে। খরচ ধরা হয়েছে ২০০০ কোটি টাকা। ২০১৫-র মধ্যে প্রথম পর্বের কাজ শেষ করা হবে।
দ্বিতীয় পর্বে ৬৫৮৩ কিলোমিটার মোরাম বিছানো ‘লিঙ্ক’ বা ‘সংযোগকারী’ রাস্তা পাকা করার প্রস্তাবও মঞ্জুর করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর জন্য খরচ হবে ২৫০০ কোটি টাকা। জয়রাম জানান, এই প্রকল্পের অন্যতম শর্ত হল কাজ শুরুর আগে রাজ্যের পঞ্চায়েত দফতরকে সংশ্লিষ্ট জেলাপরিষদগুলির থেকে লিখিত অনুমতি নিতে হবে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রতবাবু জানান, বামফ্রন্টের হাতে অনেকগুলি জেলাপরিষদ থাকলেও লিখিত অনুমতি পেতে অসুবিধা হবে না।
মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৪ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির পরিকল্পনাও মঞ্জুর করেছে গ্রামোন্নয়ন মন্ত্রক। জঙ্গলমহলে ২৫০ জনসংখ্যা সম্বলিত এলাকা এবং বাকি জেলাগুলিতে ৫০০ জনসংখ্যার এলাকাগুলির সঙ্গে সড়ক যোগাযোগ তৈরি করা হবে বলে জানান জয়রাম। |