প্রণবকে সমর্থন করার ইঙ্গিতই দিলেন মমতা
প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হলে তৃণমূল তাঁকে সমর্থন করবে না, এমন নয়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন রাজধানীতে বলেন, “প্রণববাবুকে প্রার্থী করা হলে তাঁকে সমর্থন করব না, এ কথা তো কখনওই বলিনি।”
রাষ্ট্রপতি পদপ্রার্থী কাকে করা হবে, তা নিয়ে সনিয়া হাতের তাস লুকিয়ে রেখেছেন ঠিকই। কিন্তু সম্ভাব্য প্রার্থী হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারির নাম নিয়ে জল্পনা এখনও অব্যাহত রয়েছে। এনসিপি-র শরদ পওয়ার এবং ডিএমকে-র করুণানিধি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, প্রণববাবুকে প্রার্থী করা হলে তাঁরা সমর্থন করবেন। স্বাভাবিক ভাবে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র গঠন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে মমতা প্রথমে এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি। কিন্তু পরে তিনি বলেন, “আমি বা তৃণমূল কংগ্রেস প্রণববাবুর বিরুদ্ধে নই। প্রণববাবুকে প্রার্থী করা হলে তাঁকে সমর্থন করব না, এ কথা তো কখনওই বলিনি। কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে কংগ্রেস তো কোনও রকম আলোচনাই শুরু করেনি। ওরা আগে সম্ভাব্য প্রার্থীর নাম জানাক!”
তৃণমূল কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তার চেয়ে পশ্চিমবঙ্গের জন্য ‘মোরাটোরিয়াম’ আদায় করার ব্যাপারেই মমতা এখন বেশি চিন্তিত। ২২ তারিখ সংসদের বাজেট অধিবেশন শেষ হচ্ছে। তার পর কেন্দ্র এ ব্যাপারে রাজ্যের জন্য কী প্যাকেজ ঘোষণা করে বা আদৌ করে কি না, তারই অপেক্ষায় রয়েছেন তৃণমূলনেত্রী।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রণববাবুকে প্রার্থী করা হলে তাঁকে সমর্থন জানানোর কথা শরদ পওয়ারও বলেছেন। আজ চেন্নাইয়ে ডিএমকে প্রধান করুণানিধি বলেন, “প্রণববাবু যদি ইউপিএ জোটের রাষ্ট্রপতি প্রার্থী হন তা হলে তাঁকে সমর্থন জানাতে কোনও ইতস্তত করবে না ডিএমকে।” প্রণববাবুর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন কালাইনার। বলেন, “সেই ’৬৯ সাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে। সে বার রাজ্যের স্বায়ত্তশাসন নিয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম।” সুতরাং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বল
এখন কংগ্রেসের কোর্টে।
তবে দশ জনপথের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, এ ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে রাজি নন কংগ্রেস সভানেত্রী। সম্ভবত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। তার পরই আলোচনা শুরু করতে চান সনিয়া। তার আগে কংগ্রেস সভানেত্রী কৌশলগত ভাবে একটা কাজই করতে চাইছেন শরিক ও সমর্থক দলগুলির মধ্যে এ ব্যাপারে ঐক্যের ছবি তুলে ধরা। ইউপিএ শিবিরে এই তৎপরতার আবহে বিজেপি তথা এনডিএ-র ছবিটা বরং অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। কংগ্রেস কাকে প্রার্থী করবে, তার অপেক্ষায় থাকতে হচ্ছে বিজেপিকে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.