|
|
|
খেয়াল রাখুন
|
|
যাঁরা ১০+২ দিলেন ও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজে বিবিএ (অনার্স), বিসিএ (অনার্স), হসপিটাল ম্যানেজমেন্ট (অনার্স), হসপিটালিটি ম্যানেজমেন্ট (অনার্স), বায়োটেকনোলজি (অনার্স), মাইক্রোবায়োলজি (অনার্স) ইত্যাদি পড়তে চান, তাঁদের জন্য স্বল্পমেয়াদি প্রস্তুতি পাঠ্যক্রম এনেছে ক্যারি অন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বার রাজ্যের ১১০টি কলেজে উপরোক্ত কোর্সগুলিতে ভর্তির ক্ষেত্রে ৫০% আসন কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি)-এর মাধ্যমে পূরণ করবে। সিইটি নেয় বিশ্ববিদ্যালয় নিজেই। সেটিরই প্রশিক্ষণ দেবে ক্যারি অন। ১৬ মে প্রশিক্ষণ শুরু। ভর্তির শেষ দিন ৮ মে। আসন ৪০টি। ‘আগে এলে আগে ভর্তি’-র সুযোগ আছে, দাবি কর্তৃপক্ষের। ফোন নম্বর: ৯৮৩০৩ ৫০৩০৩।
|
আমদানি-রফতানি সংক্রান্ত বিষয়ে ছ’সপ্তাহের দু’টি পাঠ্যক্রম আনল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
(ইডিআই)।
১) এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সোম, বুধ ও শুক্রবার ক্লাস ৩টে থেকে ৬টা।
২) ট্রেনিং ইন এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্লোরিকালচার, হর্টিকালচার অ্যান্ড অ্যালায়েড বিজনেস। ক্লাস সোম, বুধ ও শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে। |
|
আগামী ৭ মে থেকে ইডিআইয়ের সল্ট লেক চত্বরে শুরু হবে ক্লাস। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা থাকবেন ফ্যাকাল্টি ও বিশেষজ্ঞ হিসেবে। কোর্স দু’টিতে এখন ভর্তি চলছে। ফোন নম্বর: ০৩৩ ২৩৩৫-৭২৫৮/২৩৩৫-৭৬৮১। দেখে নিন www.edikolkata.org ওয়েবসাইট।
|
বাটানগরে গড়ে উঠল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) অনুমোদিত একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ। নাম, বাটানগর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স। যাঁরা এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, তাঁরা কলেজটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন www.biemsindia.org ওয়েবসাইট। ফোন নম্বর: ২৪২৩ ৬৬৬৬/৬৭১৩।
|
ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পাবলিক রিলেশন্স-এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করার সুযোগ আনল ক্যানডিড স্কুল অফ কমিউনিকেশন। এ জন্য তারা হাত মিলিয়েছে কর্নাটকের ইউজিসি অনুমোদিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলবার্গা ইউনিভার্সিটির সঙ্গে। ক্লাস হবে কলকাতাতেই। ক্যানডিডের দাবি, এই প্রথম পূর্ব ভারতে এই ধরনের বিষয়ে ব্যাচেলর ও মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ আনা হল। কোর্স শেষে জনসংযোগ সংস্থা ক্যানডিড কমিউনিকেশন্সে ইন্টার্নশিপ করার সুযোগ আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ছাড়া আছে ডিপ্লোমা পাঠ্যক্রমও।
ক্যানডিডের আনা কোর্সগুলি হল
১) বি এ ইন পাবলিক রিলেশন্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তিন বছরের পূর্ণ সময়ের কোর্স। ইন্টার্নশিপ ছ’মাসের। ১০+২ উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যাবে।
২) এম এ ইন পাবলিক রিলেশন্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। দু’বছরের পূর্ণ সময়ের কোর্স। চার মাসের ইন্টার্নশিপ। স্নাতক বা তার বেশি যোগ্যতা থাকলে ভর্তি হওয়া যাবে।
৩) ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এক বছরের পাঠ্যক্রম। ইন্টার্নশিপের মেয়াদ ২ মাস। ন্যূনতম ১০+২ উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যাবে। ফোন নম্বর
+৯১ ৩৩ ৪০০৪-০৬৮৩। দেখুন www.candidschool.com ওয়েবসাইটটি।
|
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর |
|
|
|
প্রশ্ন: আমি বর্ধমানের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। ইংরাজিতে স্নাতক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এ পড়ার ইচ্ছে আছে। এখানে কী কী পাঠ্যক্রম পড়ানো হয়, ভর্তির জন্য কী করতে হয় যদি বিস্তারিত ভাবে জানান, তা হলে খুবই উপকৃত হব।
তমালকান্তি দাস, বর্ধমান
উত্তর: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন বা আইআইএমসি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাস কমিউনিকেশন শিক্ষা এবং গবেষণা কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের আর্থিক সহায়তায় স্বশাসিত এই প্রতিষ্ঠানটির ছ’টি শাখা রয়েছে দিল্লি, ওড়িশার ঢেঙ্কানল, মহারাষ্ট্রের অমরাবতী, জম্মু, আইজল এবং কেরালার কোট্টায়মে। দিল্লির শাখায় পড়ানো হয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রেডিও অ্যান্ড টেলিভিশন জার্নালিজম এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন্স। আর অন্যান্য পাঁচটি শাখায় পড়ানো হয় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম পাঠ্যক্রমটি। |
|
প্রত্যেকটি পাঠ্যক্রমে ভর্তির জন্য আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। সাধারণত মে মাস নাগাদ পরীক্ষা হয় (এ বারে যেমন হচ্ছে আগামী ২১ মে)। যে কোনও শাখায় স্নাতক হলেই প্রবেশিকাটিতে বসা যায়। তবে বয়স হতে হবে ২৫ বছরের নীচে (তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ছাড় আছে)।
প্রবেশিকা পরীক্ষায় প্রথমে হয় ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা। সফল হলে ডাকা হয় ১৫ নম্বরের ইন্টারভিউয়ে। এর পর মোট ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হয় চূড়ান্ত মেধাতালিকা। প্রসঙ্গত, লিখিত পরীক্ষার কেন্দ্র কলকাতাতেও হয়। আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন www.iimc.gov.in ওয়েবসাইটটি।
|
প্রশ্ন: আমি লাইব্রেরি সায়েন্স পড়তে চাই। ১০+২ পেরিয়ে কি লাইব্রেরি সায়েন্সের পাঠ্যক্রম কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে?
চঞ্চল দাস, হুগলি |
|
উত্তর: অবশ্যই আছে। ১০+২ পেরনোর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স ইন লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স পড়ার সুযোগ আছে। তাতে আসন সংখ্যা ৪০টি। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়।
|
উত্তর পেতে
পেশার দুনিয়ার যাবতীয় খোঁজখবর, হাল-হদিস, পাঠ্যক্রমের খুঁটিনাটি জানতে এবং বিশেষজ্ঞের
কাছ থেকে আপনার যে কোনও প্রশ্নের উত্তর পেতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়-
আপনার প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর,
কাজের বাজার, ব্যবসা বিভাগ,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা- ৭০০০০১।
নিম্নোক্ত ই-মেল-এও আপনার প্রশ্ন পাঠাতে পারেন:
kajerbazar@abp.in |
|
|