টুকরো খবর
বধূ নির্যাতনে স্বামী-ভাসুরের সশ্রম কারাদণ্ড
পণের জন্য বধূকে নির্যাতন করা এবং তার জেরে শ্বশুরবাড়িতেই কন্যাসন্তানকে নিয়ে ওই বধূর আত্মঘাতী হওয়ার ঘটনায় সোমবার স্বামী ও ভাসুরের সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বোলপুর আদালত। সরকারি আইনজীবী মহম্মদ সামসুজ্জোহা বলেন, “বিচারক ওই ঘটনায় স্বামী ও ভাসুরকে দোষী সাব্যস্ত করেছেন। তবে মৃত বধূর জা ওবং জায়ের দাদাকে বিচারক বেকসুর খালাস করেছেন।” সরকারি আইনজীবী জানিয়েছেন, ১৯৯৯ সালে খয়রাশোলের পানসিউড়ি গ্রামের নীলিমা ঘোষের সঙ্গে ইলামবাজারের জয়দেবের বাসিন্দা নিত্যগোপাল পালের বিয়ে হয়। বধূর বাড়ির অভিযোগ ছিল, বিয়ের তিন বছর পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নীলিমার উপর পণ নিয়ে নির্যাতন করতে শুরু করেন। ২০০২ সালে ওই বধূ আর অত্যাচার সহ্য করতে না পেরে কন্যা চৈতালী-সহ আত্মঘাতী হন। নীলিমাদেবীর দাদা তখন ইলামবাজার থানায় স্বামী-সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ তাদের গ্রেফতার করলে জামিনে তারা ছাড়া পেয়ে যান। সোমবার বিচারক অভিযুক্তদের মধ্যে দু’জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

তদন্তে ডিআইজি
— নিজস্ব চিত্র।
রামপুরহাটে প্রায় ৩৯ লক্ষ টাকা ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় এ বার তদন্তে এলেন ডিআইজি (বর্ধমান রেঞ্জ) বাসব তালুকদার। এ দিকে চারদিন কেটে গেলেও ওই ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। শনিবার রামপুরহাটে ইউনাউটেড ব্যাঙ্কের ওই শাখায় তদন্তে এসেছিলেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। তিনি জানিয়েছিলেন, রাজ্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ এবং ঝাড়খণ্ড পুলিশও ব্যাঙ্ক ডাকাতির কিনারায় তদন্তে নেমেছে। এ দিন বাসববাবু এ বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। এ সময় কোনও মন্তব্য করা ঠিক হবে না।” ব্যাঙ্ককর্মীদের পাশাপাশি ডাকাতির ঘটনায় মাওবাদী যোগসূত্রের বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

নাশকতায় জড়িত অভিযোগে ধৃত
মাওবাদী নাশকতায় জড়িত থাকার অভিযোগে বাঁকুড়ার সারেঙ্গা থেকে জনগণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের লালগড় সীমানা লাগোয়া সারেঙ্গা থানার বেলেপাল গ্রাম থেকে সোমবার সকালে জিতেন মিশ্র নামে ওই নেতাকে গ্রেফতার করে খাতড়া আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এসডিপিও (খাতড়া) নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “২০০৯ সালের ২৮ জুন সারেঙ্গার বেলেপালে ল্যাণ্ডমাইন পোঁতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনগণের কমিটির স্থানীয় নেতা জিতেন মিশ্রকে ধরা হয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও রয়েছে।” পুলিশের দাবি, ২০০৯ সালে সারেঙ্গা এলাকায় জনগণের কমিটির অবরোধ আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বেলেপাল গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের জিতেন মিশ্র। তারপর থেকে দীর্ঘদিন ফেরার ছিলেন এই নেতা। যদিও ধৃতের পরিবারের দাবি, পেশায় চাষি জিতেনবাবুকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগ পুরোপুরি সাজানো।

বন্ধু খুনে কারাদণ্ড
বন্ধুকে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড হল কাজল শেখ নামে আর এক বন্ধুর। সোমবার সিউড়ি আদালতের অতিরিক্ত দায়রা জজ মণিশঙ্কর দ্বিবেদী শেখ কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ১৭ জানুয়ারি বোলপুর মিশন কম্পাউন্ড এলাকায় রাতে ৫ বন্ধু মিলে মদ খাচ্ছিল। হঠাৎ নিজেদের মধ্যে বচসা হয়। তখন বুবুল রজকের হাঁটুর উপরে মদের ভাঙা বোতল দিয়ে আঘাত করে কাজল। রাতেই বোলপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় বুবুলের। পর দিন বুবুলের মা রেখাদেবী বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন। সরকারি কৌঁসুলী রঞ্জিত গঙ্গোপাধ্যায় জানান, আরও তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিশ্বভারতীতে ছুটির দিন বদল
কর্মসংস্কৃতি ‘ফেরাতে’ বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজের সিদ্ধান্ত নিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী অগস্ট মাস থেকে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বভারতীর সমস্ত দফতর, ভবন খোলা রাখতে হবে। মাঝে ১টা ৩০ থেকে ২টো পর্যন্ত আধঘণ্টার বিরতি। এর সঙ্গে-সঙ্গেই বিশ্বভারতীতে এতদিন ধরে চলে আসা ছুটির দিনেরও খানিকটা বদল হল। মঙ্গলবার অর্ধ দিবস ও বুধবার পূর্ণ দিবসের বদলে বুধবার ও রবিবারকে ছুটির দিন হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যদিও পাঠভবন ও শিক্ষাসত্রের সময় সারণি অপরিবর্তিত থাকছে।

বিক্ষোভ
ছবি: অনির্বাণ সেন।
৭২ ঘণ্টার মধ্যে পুড়ে যাওয়া ট্রান্সফর্মার পরিবর্তন, বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার এবং অস্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য জমা নেওয়া অতিরিক্ত টাকা ফেরত-সহ একগুচ্ছ দাবিতে বিদ্যুৎ দফতরের ময়ূরেশ্বর গ্রুপ ইলেকট্রিক সাপ্লাইয়ে সোমবার বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সংগঠনের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও দেওয়া হয়। স্টেশন ম্যানেজার গঙ্গাধর মালি দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার আশ্বাস দেন।

দুর্ঘটনায় মৃত দুই
দু’টি পৃথক দুর্ঘটনায় সোমবার মৃত্যু হল এক সাত বছরের বালক-সহ দু’জনের। রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে নলহাটিগামী একটি মুরগি বোঝাই গাড়ি মাড়গ্রাম থানার ভোল্লা ক্যানাল পেরিয়ে দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িটির টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ ঠিক করছিলেন কর্মচারী নূর নবি (২৭)। ওই সময় একই দিক থেকে আসা একটি গাড়ি নূর নবিকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুরারইয়ে বর্ধনপাড়া এলাকার ওই যুবকের। এ দিনই সকালে রামপুরহাটের তারাপীঠ রোড বাস স্টপেজে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে রামপুরহাট থানার কামাখ্যা গ্রামের বাসিন্দা সাত বছরের বালক কালীসাধন লেটের।

মন্দিরে চুরি
— নিজস্ব চিত্র।
সাঁইথিয়ার দু’টি মন্দির থেকে রবিবার রাতে চুরি হয়ে গেল প্রণামী বাক্স ও সোনা-চাঁদির অলঙ্কার। সকালে ভক্তরা এসে ওই মন্দির দু’টিতে চুরির ঘটনাটি আবিষ্কার করে। পরে খোঁজাখুঁজি করে লাগোয়া একটি স্কুলের পরিত্যক্ত ঘর থেকে তালা ভাঙা অবস্থায় প্রণামীর বাক্স উদ্ধার হয়। সেই সঙ্গে একটি সরু সোনার হারও উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খুনের মামলা নিয়ে সিদ্ধান্ত হবে ১৪ই
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার খুনের মামলা কোন আদালতে চলবে, আগামী ১৪ মে তার সিদ্ধান্ত হবে বীরভূমের জেলা ও দায়রা আদালতে। সোমবার বোলপুরের এসিজেএম আদালতে মামলাটি ওঠে। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল জানান, এসিজেএম পীযূষ ঘোষ মামলাটি বিচারের জন্য সিউড়ির জেলা ও দায়রা আদালতে পাঠিয়েছেন। মামলাটি সিউড়ি না বোলপুর আদালতে চলবে, ১৪ মে সেই সিদ্ধান্ত হবে। সম্প্রতি বোলপুর আদালতে জমা করা চার্জশিটে পুলিশ দাবি করেছে, চুরিতে বাধা দেওয়াতেই গত ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাগানপাড়ার বাড়িতে রেণুদেবী (৭৮) খুন হন।

স্মারকলিপি
বকেয়া ভাতা প্রদান, প্রতি মাসে বেতন, দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিতে সোমবার রামপুরহাট ১ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন ব্লকের ৯টি পঞ্চায়েতের ১৪৬ জন আশা প্রকল্পের কর্মীরা। কর্মীদের অভিযোগ, দাবিগুলি প্রশাসনকে বার বার জানিয়েও সুরাহা হচ্ছে না। বিএমওএইচ সুশান্তকুমার মণ্ডল বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.