গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিক্যাল প্র্যাকটিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন হল শনিবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত এই সম্মেলনে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (পশ্চিমবঙ্গ) জেলা সম্পাদক সুব্রত সরকার প্রমুখ। আলোচনায় গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। বেশ কিছু দাবিতে রাজ্য সরকারের কাছে দরবার করা হবে বলেও জানিয়েছেন নেতৃত্ব। সংগঠনের বক্তব্য, সরকার প্রস্তাবিত তথাকথিত বিকল্প মেডিক্যাল শিক্ষা কোর্স চালু করার পরিবর্তে সমস্ত গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া, সরকারি উদ্যোগে একটি তালিকা তৈরি করে গ্রামীণ চিকিৎসকদের পরিচয়পত্র প্রদান-সহ বেশ কিছু দাবিও জানানো হয়েছে।
|
বিধায়ক তহবিলের টাকায় কুপার্স ক্যাম্প নোটিফায়েডের ৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবকে অ্যাম্বুল্যান্স দান করলেন তৃণমূলের আবিররঞ্জন বিশ্বাস। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, সমীর পোদ্দার, তাপস ঘোষ, কাউন্সিলর দিলীপ দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
|
মাড়গ্রাম থানার কড়কড়িয়া হাইস্কুলে শনিবার বিকেল থেকে রবিবার পর্যন্ত দু’দিনের চক্ষুপরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। আয়োজক ছিল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রচুর মানুষের চিকিৎসা করা হয়। |