|
|
|
|
|
|
|
কেরিয়ার গড়তে সিঙ্গাপুরে |
ঘরের কাছে বিদেশ হল সিঙ্গাপুর। ঝাঁ-চকচকে কেতাদুরস্ত একটি শহর অন্যান্য দেশ থেকে অনেক ছেলেমেয়েই পড়তে আসে। পশ্চিমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও সিঙ্গাপুরে রয়েছে এশিয়া তথা পৃথিবীর অন্যতম নামী বিজনেস স্কুল: নানইয়াং বিজনেস স্কুল (www.nbs.ntu.edu.sg)। ভারতীয়রা অনেকেই সিঙ্গাপুরে যায় এমবিএ পড়তে। তারা নানইয়াং বিজনেস স্কুল ভর্তি হতে পারে। এখানকার ভর্তির পরীক্ষাও বেশ কঠিন ও তীব্র প্রতিযোগিতামূলক। তবে কোর্সের শেষে চাকরির সুযোগও অনেক বেশি।
সিঙ্গাপুরে তাদের ক্যাম্পাস খুলেছে অস্ট্রেলিয়ার জেমস বুক ইউনিভার্সিটি। ক্যাম্পাসের সংখ্যা দু’টি। সব মিলিয়ে সেখানে তাদের ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার, যার ৫০ শতাংশই আন্তর্জাতিক। এদের মধ্যে ভারতীয়ের সংখ্যা ১৮ শতাংশ। জেমস কুকে ভারতীয়রা মূলত আই টি আর বিজনেস কোর্স করতে যায় স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরেই। অস্ট্রেলিয়ার ৩ বছরের ডিগ্রি কোর্স এখানে ২ বছরে করা সম্ভব। বিষয়-সংখ্যা একই, শুধু ছুটিগুলো বাদ দেওয়া হল। তাতে ১ বছরের সময় ও খরচ দুটোই বাঁচে। ২ বছরের মাস্টার্স ডিগ্রিও একই পদ্ধতিতে ফাস্ট ট্র্যাকে ১ বছরে সেরে ফেলা যায়। জেমস কুকের সিঙ্গাপুর ক্যাম্পাসে কোনও ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করানো হয় না। |
|
২ বছরের স্নাতক ডিগ্রি কোর্স পড়ার খরচ ৪৪ হাজার সিঙ্গাপুর ডলার। কোর্সের ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। ভারতে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় স্কলারশিপের পরীক্ষা হয়। গত বছর প্রথম তিন শহর থেকেই ১৪০ জন স্কলারশিপ পেয়েছেন। এমবিএ কোর্সের পর প্রাথমিক ভাবে বিভিন্ন সংস্থায় মিড লেভেল ম্যানেজার পদে নিযুক্ত হন শিক্ষার্থীরা। স্নাতক ডিগ্রি পাশ করে এক্সিকিউটিভ পদে কাজ শুরু করা যায়, জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সুলতানা খান। আরও জানতে দেখে নেওয়া যেতে পারে ওয়েবসাইট www.jcu.edu.sg।
সিঙ্গাপুরে ম্যানেজমেন্ট পড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান হল: ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব সিঙ্গাপুর (www.mdis.edu.sg)। মোট শিক্ষার্থী ১২ হাজার। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ৪ হাজার, ভারতীয় ৮০০ জন। এখানে শুধু মাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামই পড়ানো হয়, জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বেটি স্যামুয়েল। এমবিএ, মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল বিজনেস পড়ার সুবিধা রয়েছে। থাকা-খাওয়া সমেত পড়ার খরচ সাড়ে ৮ থেকে ১৪ লক্ষ টাকা। মাস্টার্স স্তরে ভর্তির জন্য স্নাতক স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ইংরেজি মাধ্যমে কলেজ স্তরে পড়াশোনার চিঠি দেখাতে পারলে আইইএলটিএস স্কোর মকুব হতে পারে। |
|
• নানইয়াং বিজনেস স্কুল ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
• জেমস কুক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার জন্যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
• ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব সিঙ্গাপুর-এ মাস্টার্স স্তরে ভর্তির জন্য স্নাতক স্তরে কম পক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। |
|
|
|
|
|
|