স্কুল-কলেজে তোমাদের অনেক ধরনের বিষয় নিয়ে পড়তে হয়। পাঠ্য বইয়ের কোনও বিষয় যদি মনে রাখার মতো করে পড়তে চাও, তা হলে সেটা বার বার পড়তে হবে। রেক্স এবং মার্গারেট নাইট তাঁদের ‘অ্য মডার্ন ইন্ট্রোডাকশন টু সাইকলজি’ নামক বইয়ে মনে রাখার জন্য কোনও বিষয়কে একাধিক বার পড়ার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। এখানে তাঁরা বলেছেন, পড়াশোনাটা হল একটি ‘সক্রিয়’ প্রক্রিয়া। অধিকাংশ ছাত্রছাত্রীই সেটা বুঝতে পারে না। তারা ঘন্টার পর ঘন্টা পাঠ্যবই বা নোট খুলে সামনে ধরে সময়টা কাটিয়ে দেয় বটে কিন্তু সেই অর্থে পড়াটা আত্মস্থ করে না। যেটা পড়লে সেটা নিয়ম করে ভেবে দেখা, এবং বার বার ঝালিয়ে নেওয়ার মধ্য দিয়েই কোনও পড়া ঠিক মতো শেষ হয়। বহু পরীক্ষানিরীক্ষা মাধ্যমে এটা বার বার প্রমাণিত হয়েছে যে, পড়ার নামে অনেক ক্ষণ নিষ্ক্রিয় ভাবে বই খুলে বসে থাকার পর ছেলেমেয়েরা মনেই করতে পারে না, অত ক্ষণ ধরে তারা ঠিক
কী পড়ল।
ঠিক মতো মনে রাখতে হলে, সক্রিয় ভাবে পড়ার কোনও বিকল্প নেই। উচ্চতর পড়াশোনার জন্যেও কিন্তু এই পন্থা প্রযোজ্য। প্রথমে মন দিয়ে বিষয়টা পড়তে হবে, তার পর মূল পয়েন্টগুলো হয় জোরে জোরে মুখে বলতে হবে অথবা লিখে অভ্যেস করতে হবে। এই ভাবে এক ঘণ্টা পড়তে পারলে, তা তিন ঘণ্টার ‘নিষ্ক্রিয়’ পড়ার থেকে অনেক বেশি
কাজ দেবে।
যখন তুমি কোনও নতুন শব্দ শিখছ তখন প্রথমেই সেটা ভাল করে পড়ো। তার পর একটা ভোকাবুলারি নোটবই তৈরি করে তাতে শব্দটা লিখে, তার অর্থের সঙ্গে সংযুক্ত আর যা যা শব্দ মনে পড়ে, সেগুলো লিখে ফেলো। এর পরের কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: শব্দটাকে ভাল করে মাথায় গেঁথে রাখার জন্য কয়েকটা বাক্য তৈরি করে ফেল ওই শব্দটা দিয়ে। এটা করতে পারলেই শব্দটা তোমার মাথায় ঢুকে যাবে। |
পড়ার সময় যে যে কাজগুলো করতে পারো:
১) পড়ার সময় অজানা বা কম-জানা শব্দ বা শব্দবন্ধ হাইলাইট (পেন, পেনসিল, মার্কার) করো।
২) দশটা শব্দ বেছে নাও যেগুলো তোমার জেনে রাখার ইচ্ছে, কিংবা জেনে রাখা দরকার। নোটবইয়ে লিখে ফেলো।
৩) শব্দগুলো অভিধানে খুঁজে বার করো। দেখো তো, অন্য কোনও এমন সূত্র খুঁজে পাও কি না যার সাহায্যে তুমি ওই শব্দগুলো মনে রাখার চেষ্টা করতে পারো। ধরো ‘wish’ ভার্বটা শিখতে চাইছ। মনে করতে পারো, ‘wishbone’ (পাখির ঘাড় বা বুকের মাঝখানে ভি আকারের হাড়) কিংবা ‘wishful thinking’-এ মতো শব্দবন্ধ, যেটা তোমার আগেই জানা। তা হলে ‘wish’ কথাটা মনে রাখতে, বা ঠিকঠাক বাক্যে ব্যবহার করতে তোমার অনেক সুবিধে হবে।
অভিধান থেকে একই উৎসের বিভিন্ন শব্দ বার করে নাও। তুমি যে শব্দটি পেয়েছে সেটির সঙ্গে অন্য শব্দগুলিকে মিলিয়ে দেখে নাও, কোথায় তফাত, কতটা তফাত। যেমন ‘employer’ শব্দটা শিখতে গিয়ে দেখে এবং শিখে ফেলো ওর খুবই কাছাকাছি, কিন্তু আলাদা আর একটি শব্দ - ‘employee’। এরই সঙ্গে শিখে ফেলতে পারো employable, unemployed, self-employed-এর মতো শব্দগুলিও।
শব্দের উচ্চারণ ঠিক ভাবে মনে রাখবার জন্য নোটবইয়ে ফোনেটিক স্ক্রিপ্ট-এ (ধ্বনিবাচক হরফে) শব্দটাকে লিখে রাখো। ফোনেটিক স্ক্রিপ্ট কী, জানো না? অভিধানের সাহায্য নাও, জেনে যাবে।
পরের দিন নিজের পরীক্ষা নাও। দেখো, কতটা মনে আছে? যদি মনে না থাকে তা হলে আর এক বার ঝালিয়ে নাও।
এই ভাবে পড়া এবং শেখার চেষ্টা করলে সবচেয়ে বড় লাভ যেটা হয় সেটা হল বিষয়টি তোমার নিষ্ক্রিয় স্মৃতি থেকে সরে এসে শব্দটা সক্রিয় স্মৃতিতে জায়গা নেয়। তবে এই সক্রিয় স্মৃতিকে সক্রিয় রাখার দায়িত্বটা কিন্তু তোমাকেই নিতে হবে। এর পর তুমি যখন হোমওয়ার্ক বা অন্য কোনও কারণে কিছু লিখতে বসবে, তখন এই নতুন শেখা শব্দগুলোকে কোনওভাবে কাজে লাগানোর চেষ্টা করো। শব্দগুলো কাজে লাগাবে এই ভেবেই সেইমতো বাক্য তৈরি করো। এটা বার বার করতে করতে শব্দটা তোমার মাথার মধ্যে স্থায়ী জায়গা পেয়ে যাবে। একটা ডায়রি বা নোটবুক রাখো, যেখানে তোমার শেখা শব্দগুলো কাজে লাগানোর মতো নানা রকম খুচরো বাক্য লিখে লিখে অভ্যেস করতে পারো। দেখবে, আরও নতুন শব্দ শেখার জন্য নিজেই হাঁকপাক করছ।
কয়েকটা ক্রিয়াবাচক শব্দ দিয়ে ব্যাপারটা শুরু করা যাক: look, come, go, set, put, get, bring, take, do এবং make. কী ধরনের বাক্য তৈরি হতে পারে এই শব্দগুলো দিয়ে? কত রকম ভাবে ব্যবহার করা যেতে পারে এদের?
LOOK
(Upto, into, for, back on, up, after, forward to, on, out)
He has always looked up to his elder brother. (respect)
The police are looking into the case. (investigate)
Could you help me look for my keys, please? ( try to find)
I look back on my schooldays with great joy. ( recall)
Look her town up in the atlas. (find information in a book)
She is very good at looking after her sister. (take care of)
I’m looking forward to starting work. (expect with pleasure)
Look on this day as a reward for your hard work. (consider)
If you don’t look out you will lose your job. (take care)
COME
(off, out, up, across, to, into)
Did the meeting you were planning ever come off. (take place)
When do the exam results come out? (be published)
The mark on the dress won’t come out. (be removed)
An important point came up at the meeting. (was raised)
I came across this old vase in an antique shop. (found by chance)
Let us come to an agreement/ a conclusion/ a decision (arrive at)
তেমনই, Come into কথাটা ব্যবহার হয় bloom/ contact/ operation/ sight/ view/ fashion/ use এই সব শব্দের সঙ্গে। GO
Let me have a go! (turn or try)
He’ll be on the go all day. (busy/ on the move)
It goes without saying that we’ll support you. (clear without being said)
Am sure she’ll go far .(be successful) |