ফের জোড়া কঙ্কাল উদ্ধার হল ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ফের জোড়া কঙ্কাল পাওয়া গেল ঝাড়গ্রামের বাঁধগোড়া এলাকায়। রবিবার দুপুরে ডুমুরিয়া গ্রাম লাগোয়া মেটাল জঙ্গলে মাটি খুঁড়ে একটি গর্তে কঙ্কাল দু’টি পায় পুলিশ। সে দু’টি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার গোয়ালডাঙা গ্রামের নিখোঁজ দুই সাপুড়ের বলে দাবি করেছেন তাঁদের পরিজনেরা। ২০১০-এর ১৩ সেপ্টেম্বর মনসা পুজো উপলক্ষে বছর বিয়াল্লিশের হরিপদ দলুই ও তাঁর প্রতিবেশী বছর পঁয়তাল্লিশের তরুণ সিংহ বাঁধগোড়া এলাকায় ‘মাগন’-এ (ভিক্ষা করতে) বেরোন। তার পর থেকেই তাঁরা নিখোঁজ। পরিজনদের দাবি, স্থানীয় সূত্রে সেই সময় তাঁরা জানতে পেরেছিলেন, ‘পুলিশের চর’ সন্দেহে হরিপদবাবু ও তরুণবাবুকে মাওবাদীরা ‘অপহরণ’ করেছে। |
|
বাঁধগোড়ায় উদ্ধার হওয়া কঙ্কাল। ছবি: দেবরাজ ঘোষ |
কিন্তু আতঙ্কে গত দেড় বছর তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেননি।
শনিবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন দুই নিখোঁজের বাড়ির লোকজন। পুলিশের কাছে হরিপদবাবুর স্ত্রী অঞ্জলিদেবী ও তরুণবাবুর স্ত্রী গীতাদেবী জানান, বাঁধগোড়ার মেটাল গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে তাঁদের স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল মাওবাদীরা। ওই বাড়ির মালিককেও তারা ধরে নিয়ে গিয়েছিল। তবে পরে মারধর করে ছেড়ে দিয়েছিল। সেই ব্যক্তির কাছ থেকেই তাঁরা জানতে পেরেছেন, ডুমুরিয়া গ্রাম লাগোয়া মেটাল জঙ্গলে তাঁদের স্বামীদের দেহ পোঁতা থাকতে পারে। সেই সূত্রেই এ দিন ওই এলাকায় তল্লাশিতে যায় পুলিশ। পোশাকের টুকরো ও আংটি-তাবিজ দেখে কঙ্কাল দু’টি শনাক্ত করেন অঞ্জলিদেবী ও গীতাদেবী। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হতে ডিএনএ-পরীক্ষা করানো হবে। ১৯ এপ্রিল বাঁধগোড়ারই নুনিয়াকুন্দ্রির জঙ্গলে মাটি খুঁড়ে দু’টি কঙ্কাল পাওয়া গিয়েছিল। সে দু’টি বছর খানেক ধরে নিখোঁজ স্থানীয় দুই দুধ বিক্রেতার বলে শনাক্ত করেন আত্মীয়েরা। |
|