বনকর্মীদের সঙ্গে সংঘর্ষে কাঠচোরের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাট থানার খুঁটিমারির গভীর জঙ্গলে। দু’পক্ষের লড়াইয়ে তিন জন জখম হয়। জখম কাঠচোরকে গ্রেফতার করেছেন বনকর্মীরা। মৃতের নাম অনিল খেড়িয়া (১৮)। নিহত ও জখমেরা সকলেই জঙ্গল লাগোয়া হলদিবাড়ি বাগানের বাসিন্দা। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “দুষ্কৃতীরা গাছ কেটে পালানোর সময় বনকর্মীরা বাঁধা দেন। সেই সময়ে কাঠচোরেরা তির ধনুক নিয়ে আক্রমণ করে। শূন্যে গুলি চালিয়ে লাভ না হওয়ায় আত্মরক্ষা করতে বনকর্মীদের গুলি ছুড়তে হয়।” জলপাইগুড়ির ডিএফও কল্যাণ দাস বলেন, “দুই বন কর্মী তির ও পাথরে জখম হয়েছেন। জখম কাঠচোরকে জেরা করা হচ্ছে।”
|
প্রাচীন একটি তেঁতুল গাছে বারবার আগুন লাগায় উত্তেজনা ছড়াল কাঁথি দেশপ্রাণ ব্লকের উত্তর সরদা গ্রামে। শনিবার বিকেলে স্থানীয় অনিল পণ্ডার বাড়ির বাগানে পুরনো বিশালাকার একটি তেঁতুল গাছের কোটরে আচমকা আগুন লাগে। ঘণ্টা খানেক পরে ঘটনাস্থলে দমকল গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। রবিবার সকালে ফের গাছটিতে আগুন লাগলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে জেলা পরিষদ ও পঞ্চায়েত কর্তারা ঘটনাস্থলে যান। জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, ‘‘দীর্ঘ দিনের প্রাচীন তেঁতুল গাছটির কোটরে মিথাইন গ্যাস উৎপন্ন হয়ে কোনও কারণে আগুন লাগে।”
|
বনকর্মীদের তৎপরতায় শিলিগুড়ির অদূরে দশ মাইল এলাকা থেকে উদ্ধার গুলিবিদ্ধ হরিণটি সুস্থ হচ্ছে। গুলি বার করার পরে হরিণটির ক্ষতস্থান সেলাই করে দেন চিকিৎসকেরা। কয়েকদিনের মধ্যেই সেটিকে ছেড়ে দেওয়া হবে। দুষ্কৃতীদের খোঁজে মহানন্দা অভয়ারণ্যে তল্লাশি চলছে। |