সল্টলেকের জন্য দু’টি প্রকল্প ঘোষণা করলেন তৃণমূলের দুই মন্ত্রী। শনিবার সল্টলেকের ৮ নম্বর ওয়ার্ড অফিস উদ্বোধন করতে এসে রেলমন্ত্রী মুকুল রায় বলেন, “রাজ্য সরকার জায়গা দিলে সেক্টর ফাইভে একটি রেলের রিজার্ভেশন কাউন্টার চালু করা হবে।” ওই অনুষ্ঠানেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, রেল চাইলে রিজার্ভেশন কাউন্টারের জন্য জায়গা দেওয়া হবে। এ ছাড়াও গরমে সল্টলেকবাসীর জন্য ভূপৃষ্ঠের জলের পরিমাণ বাড়ানো হবে। তিনি আরও বলেন, “নিউ টাউনে চারটি নতুন জল-প্রকল্পের কাজ শেষ হলে সল্টলেকের জল-সমস্যা মিটবে। তার আগে জলের পরিমাণ আরও ৫ লক্ষ গ্যালন বাড়ানো হবে।” শনিবার এ ই (পার্ট-২) ব্লকে ওই ওয়ার্ড অফিসটি চালু হয়। স্থানীয় কাউন্সিলর স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, “এ ই বাজারের উপরের একটি ঘরে অস্থায়ী ওয়ার্ড অফিস চলত। সেখানে জায়গা হত না। তাই এই নতুন অফিস।”
|
পদ্মপুকুর ইন্সস্টিটিউশনের পরিচালন কমিটি সিপিএমের থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রবিবার বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক ও অভিভাবকদের নিয়ে গঠিত কমিটির ভোট ছিল। সিপিএম প্রার্থীদের ৪০-১৮ ভোটে হারান বলে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান। সুব্রতবাবুর নির্বাচনী কেন্দ্র বালিগঞ্জের অর্ন্তভুক্ত এই বিদ্যালয়। তিনি বলেন, “২৫ বছর বাদে সিপিএম বিরোধীরা পরিচালন কমিটি দখল করতে পেরেছে।”
|
একটি অংশ ভেঙে ঝুলে পড়ল একটি দোতলা বাড়ির বারান্দা। রবিবার, চেতলার পীতাম্বর ঘটক লেনে। কেউ আহত না হলেও ওই বাড়ির বাসিন্দাদের নিরাপত্তার কারণে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ, পুরসভা ও দমকলকর্মীরা। পুরসভা সূত্রে খবর, খুব পুরনো ওই বাড়িটিতে অনেক ফাটল আছে। বিপজ্জনক অংশগুলি ভাঙা শুরু হয়েছে। |