টুকরো খবর
মহিলা সমিতির নেত্রীর ছেলে প্রহৃত, নালিশ
মহিলা সমিতির এক নেত্রীর ছেলেকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের বেনাচিতির নতুনপল্লিতে। সিপিএমের অভিযোগ, পুরভোটের আগে সন্ত্রাস তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ স্থানীয় মহিলা সমিতির নেত্রী গায়ত্রী রায়ের ছেলে প্রশান্তকে মারধর করে কয়েক জন যুবক। জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই হাসপাতালে তাঁকে দেখতে যান প্রাক্তন সিপিএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। তাঁর দাবি, “প্রশান্ত রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ওর মা মহিলা সমিতির কর্মী। পুরভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে তৃণমূল এমন ঘটনা ঘটিয়েছে।” হাসপাতালের শয্যায় শুয়ে প্রশান্তবাবু বলেন, “মোবাইলে ফোন করে আমাকে স্থানীয় তৃণমূল কার্যালয়ে ডাকা হয়। হঠাৎই কয়েক জন আমার উপরে চড়াও হয় ও মারধর করে।” এ দিকে প্রশান্তবাবুর অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা বিপ্লব বিশ্বাস। তাঁর দাবি, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।” তাঁর পাল্টা অভিযোগ, “সামনেই পুরভোট। তার আগে সিপিএম মিথ্যা অভিযোগ তুলে দলকে কলুষিত করার চক্রান্ত করছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মারধরের পিছনে রাজনৈতিক কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত ৩ ভুয়ো পরীক্ষার্থী
সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (এআইইইই) দিতে এসে ধরা পড়ল তিন ভুয়ো পরীক্ষার্থী। রবিবার দুর্গাপুরের দু’টি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের ধরা হয়। পরীক্ষার দুর্গাপুরের কো-অর্ডিনেটর পাপিয়া মুখোপাধ্যায় জানান, বোর্ডের কাগজপত্রে থাকা ছবির সঙ্গে ওই তিন জনের অ্যাডমিট কার্ডের ছবি না মেলায় তাদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি পেয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ধৃত অশ্বিন কুমার ও মনীশকুমার সিংহ পটনার বাসিন্দা। অজিতকুমার সিংহের বাড়ি বিহারের সমস্তিপুরে। তাদের জেরা করা হচ্ছে।

ট্রাকের সংঘর্ষে মৃত ২
দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই ট্রাক চালকের। শনিবার দুপুরে গলসির পারাজ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম গৌতম রায় (৪৬) ও শেখ সুকুর (৫২)। গৌতমবাবুর বাড়ি বুদবুদে। তিনি ট্রাক নিয়ে বাড়ি ফিরছিলেন। সুকুরের বাড়ি মুর্শিদাবাদের গঙ্গারামপুরে। তিনি ধান নিয়ে পারজে একটি চালকলে যাচ্ছিলেন।

মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু আজ
দুর্গাপুর পুরসভার ৪৩টি আসনের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হচ্ছে আজ, সোমবার থেকে। রবিবার এ কথা জানালেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। তিনি জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। চলবে ৭ মে পর্যন্ত। ১ ও ৬মে ছুটির দিন হওয়ায় ওই দু’দিন মনোনয়ন জমা নেওয়া বন্ধ থাকবে। জেলাশাসক তথা জেলা পুরনির্বাচন দফতরের রিটার্নিং অফিসার আরও জানান, আজ, ৩০ এপ্রিল থেকেই দুর্গাপুর পুরনিগম এলাকায় বলবৎ হচ্ছে নির্বাচনীবিধি। সব রাজনৈতিক দলকেই তা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

জয়ী হরিপুর
অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হরিপুর সিসিএ। মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় আসানসোল স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা আসানসোল সিএ-কে ৯ উইকেটে হারায়। অন্য দিকে, শনিবার একই মাঠে আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট প্রতিযোগিতায় রূপনারায়ণপুর ফাউন্ডেশনকে ৬১ রানে ফাইনালে হারায় হরিপুর সিসিএ। ম্যাচ দু’টি পরিচালনা করেন সিধু দাস ও রূপেন্দু বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.