টুকরো খবর
বিদ্যুৎ বিভ্রাট বেলডাঙায়
বুধবার বিকেলের ঝড়-বৃষ্টির পরে বেলডাঙা ও তার আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সমস্যায় পড়েছে ব্লক হাসপাতাল থেকে শুরু করে থানা এবং গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলি। বেলডাঙা-১ এর ব্লক আধিকারিক সচ্চিদানন্দ বন্দোপাধ্যায় বলেন, “বুধবার ঝড়ের পর থেকেই বিদ্যুৎ নেই। ব্লকের কাজে নানা সমস্যা হচ্ছে। থানা, হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন মানুষ।” বেলডাঙা-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত রায় বলেন, “বুধবার সন্ধ্যার পর থেকে ইনভার্টারের সাহায্যে রোগীদের সমস্তরকম পরিষেবা দেওয়া হয়েছে। কিন্তু ভোর থেকে তাও চলছে না। জেনারেটর ভাড়া করে ফ্রিজ চালিয়ে শিশুদের টীকাগুলি সংরক্ষণ করা হচ্ছে।” বেলডাঙা বিদ্যুৎ সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার লালনকৃষ্ণ রায় বলেন, “বুধবারের ঝড়ে নদিয়ার পলাশি ও মুর্শিদাবাদের গোপীনাথপুর অঞ্চলে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ পরিবহণকারী তার ও খুঁটি ছিড়ে যাওয়ায় এই বিপত্তি হয়েছে। তবে আশা করি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করে দিতে পারব।” সদর মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “বিদ্যুৎ সরবরাহে সমস্যা কাটাতে সবরকম ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।”

মাদ্রাসা দখলের প্রতিবাদে মিছিল
নদিয়ায় তৃণমূলের মাদ্রাসা ‘দখলে’র প্রতিবাদে কলকাতায় পথে নামলেন সিদ্দিকুল্লা চৌধুরী। কালীগঞ্জের তৃণমূল বিধায়কের নেতৃত্বে যে ভাবে ওই মাদ্রাসার পরিচালন কমিটির হাত থেকে ‘কর্তৃত্ব’ কেড়ে নেওয়া হয়েছে, তাতে তাঁর ‘সায়’ আছে কি না, প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছে। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল হয় ওই মাদ্রাসার বোর্ডের তরফে। তার পরে একটি প্রতিনিধিদল মহাকরণে যায় মুখ্যমন্ত্রীর দফতরে। সিদ্দিকুল্লা বলেন, “আমরা অশান্তি চাই না। আইনশৃঙ্খলার অবনতি হোক, তা-ও চাই না। যে ভাবে রাজনৈতিক কর্তৃত্ব খাটিয়ে মাদ্রাসা দখল করা হয়েছে, তার বিহিত করা এবং পুনরাবৃত্তি বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি।”

খুনে ৭ জনের যাবজ্জীবন
এক কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় একই পরিবারের সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুলককুমার তিওয়ারি সাজা ঘোষণা করেন। ১৯৯৯ সালের ২৫ এপ্রিল সুতির বালিয়াঘাটি গ্রামের বাড়ির সামনেই খুন হন মইনুর শেখ ওরফে পটু ফকির। মৃতের ছেলে জামিরুল শেখের অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরুল শেখ, তার ভাই টাট্টু শেখ আকতার শেখ, ফজু শেখ ও তাদের তিন ভাইপো হোবি শেখ, মাসু শেখ ও তাজেল শেখকে গ্রেফতার করে। ধৃতেরা সকলেই সিপিএমের কর্মী। পরে তারা সকলেই জামিনে ছাড়া পান। সরকারি আইনজীবী সৈয়দ আব্দুস সাদেক বলেন, “নিহত ব্যক্তি কংগ্রেসের গ্রামের এক প্রভাবশালী নেতা। ওই সাত সিপিএম কর্মী তাঁকে কুপিয়ে খুন করে।”

কালবৈশাখীর কোপ। করিমপুরে ছবিটি
তুলেছেন কল্লোল প্রামাণিক।

ক্ষতিপূরণের দাবি, বিক্ষোভ
ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সাগরদিঘি ব্লক অফিসে দেখায় কংগ্রেস। বিক্ষোভ শেষে তারা একটি স্মরকলিপিও জমা দেয়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “বুধবারের শিলাবৃষ্টিতে ধান, পাট ও তিলের ব্যাপক ক্ষতি হয়েছে সাগরদিঘিতে। বহু ঘর বাড়ি ভেঙে গিয়েছে। সরকারি ভাবে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বহু চাষি এখনও ধান বিক্রি করতে পারেননি। তাঁদেরও সমস্যা রয়েছে।” বিডিও সিদ্ধার্থ গুঁই জানান, বুধবারের ঝড়ে প্রায় ১৫০টি বাড়ি পুরো ভেঙে গিয়েছে। পাঁচশোরও বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ধান-সহ অন্যান্য ফসলের ক্ষতির সমীক্ষা চালানো হচ্ছে। চাষিদের কাছ থেকে ধান কিনতে এক সপ্তাহের মধ্যে সাগরদিঘির মেঘাশিয়ারা, কাবিলপুর, বটতলা ও চন্দনবাটিতে তিনটি ধান কেনার শিবির করা হবে।

মারধরের অভিযোগ
এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল এক সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ডোমকলের মোক্তারপুর-বিলাসপুর কৃষি উন্নয়ন সমিতির ঘটনা। আবু বাক্কার মণ্ডল নামে ৭০ বছরের ওই বৃদ্ধ ডোমকলের জুগিন্দা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, “এ দিন বার্ধক্য ভাতার টাকা তুলতে গেলে ম্যানেজার বলে টাকা নেই। প্রতিবাদ করাতেই আমাকে মারধর করা হয়।” তবে ম্যানেজার নাজির হোসেন বলেন, “অ্যাকাউন্টে টাকা থাকলেও অ্যাকাউন্ট নম্বরে কিছু গোলমাল ছিল। তাই আমি ওনাকে বিডিও-র কাছ থেকে একটা সংশাপত্র আনতে বলি। কিন্তু উনি কিছু না শুনেই চিৎকার করে আমার কলার চেপে ধরেন। তখন আমি ও কয়েকজন গ্রাহক মিলে ওনার হাত সরিয়ে দিই। মারধর করা হয়নি।” পুলিশ জানিয়েছে, এ দিন বিকেলে ওই বৃদ্ধ অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে।

পেনসন বন্ধ,স্মরকলিপি
জেলার ৩৯৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের পেনসন আটকে রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের প্রায় চার লক্ষ ৭৮ হাজার পড়ুয়াকে চারটি করে পাঠ্যপুস্তক বিনামূল্যে পৌঁছে দেওয়ার কথা থাকলেও শিক্ষাবর্ষের চার মাস পেরিয়ে যাওয়ার পরেও বই মেলেনি। এমনই অভিযোগ করেছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক দিলীপ সরকার। বৃহস্পতিবার এই সমস্যা সমাধানের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপিও দেয় ওই সংগঠন। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভেন্দু বিকাশ দত্ত জানান, সমিতির অভিযোগগুলি রাজ্য শিক্ষা দফতরের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।

রাস্তা বেহাল
মেরামত না হওয়ায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে রয়েছে বেলডাঙার আমতলা রাজ্য সড়কের উপর দক্ষিণপাড়া মোড় থেকে হরেকনগর, আণ্ডিরন, ন’পুকুর, হুসেনপুর গ্রামগুলোতে যাওয়ার রাস্তা। অথচ এই এলাকায় রয়েছে দু’টি হাইস্কুল, বেশ কয়েকটি প্রাথমিক স্কুল, শিশু শিক্ষাকেন্দ্র ও কয়েক হাজার মানুষের বসতি। বর্ষাকালে জলও জমে ওই রাস্তায়। ফলে পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলকেই চলাচল করতে সমস্যায় পড়তে হয়। এমন কী নির্মাণ কাজ শুরু হওয়ার পরেও যানজট সমস্যার কোনও সমাধান হয়নি। উপরন্তু রাস্তা ছোট হয়ে যাতায়াতের সমস্যা আরও বেড়ে গিয়েছে। বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের সুখেন হালদার বলেন, “এই সমস্যা দীর্ঘদিনের। রাস্তার দুদিকে ড্রেন করে সমস্যা মেটাতে হবে।”

রাজ্য সড়কেই বাজার, ক্ষোভ
সব্জিওয়ালাদের দাপটে ভোর থেকেই ভিড় জমে যায় রাস্তায়। যাতায়াত মুশকিল হয়ে পড়ে ইসলামপুরে রাজ্য সড়কে। স্থানীয় বাসিন্দা ও যানবাহন মালিকদের অভিযোগ, এলাকার সব্জি চাষিরা ভোর থেকেই তাঁদের পসরা নিয়ে রাস্তা দখল করে ফড়েদের কাছে বিক্রির জন্য জমা হন। সমস্যা হয় যাতায়াতে। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের আবেদ আলি বলেন, “ওই সমস্যা দীর্ঘদিনের। এর আগে সমস্যার সমাধানে একটা ফাঁকা জায়গায় ব্যবসায়ীদের বসানো হয়েছিল। কিন্তু কয়েকদিন পরেই তাঁরা ফের চলে আসেন রাস্তায়। বাজার সংলগ্ন এলাকায় পঞ্চায়েতের জায়গা না থাকায় আমরাও নিরুপায়।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সাকারা বিবি (২৩) নামে এক মহিলার। বুধবার দুপুরে সাগরদিঘির মথুরাপুর গ্রামের বাড়িতে মারা যান তিনি। তাঁর বাপের বাড়ি স্থানীয় কাবিলপুর পাকাল পাড়ায়। বছর পাঁচেক আগে সাকারার সঙ্গে মথুরাপুরের বাসিন্দা সওদাগর আলি ওরফে জিয়াউর রহমানের বিয়ে হয়। বুধবার কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে সাকারা। সাগরদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির তরফে পুলিশকে ফোন করে আত্মহত্যায় প্ররোচনায় অভিযোগ করা হলে পুলিশ দেহটি আটক করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

লছিমন উল্টে মৃত্যু
লছিমন উল্টে মৃত্যু হয়েছে নবাব শেখ (৫) নামে এক বালকের। বুধবার এক আত্মীয়ের বাড়ি থেকে মায়ের সঙ্গে লছিমনে চড়ে বাড়ি ফিরছিল নবাব। তার বাড়ি পাঁচগাছিয়ায়। রঘুনাথপুরের কাছে গ্রামীণ সড়কে লছিমনটি উল্টে যায়। গুরুতর আহত হয়েছেন নবাবের মাও। নবাবকে জঙ্গিপুর মহকুমা হাসপতালে ভর্তি করানো হলে বুধবার দুপুরে মারা যায় সে।

অল্প বৃষ্টিতেই বেহাল রাস্তা। জল নামেনি
বৃহস্পতিবরও। করিমপুরে তোলা নিজস্ব চিত্র।

দুর্ঘটনায় মৃত্যু
মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আকাশ মণ্ডল (১৩) নামে এক বালকের। বাড়ি গাংনাপুরে। বৃহস্পতিবার দুপুরে শান্তিপুরের ফুলিয়াতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রদীপ মণ্ডল ও গোবিন্দ ঘোষ নামে আরও দু’জন। তাঁরা রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি।

অ্যাসিড খেয়ে মৃত্যু
অ্যাসিড খেয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম ফতেমা বিবি (২৫)। বাড়ি রঘুনাথগঞ্জের বড়জুমলা কলোনিতে। বুধবার সকালে তিনি বাড়িতে রাখা অ্যাসিড খেয়ে নেন। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এ দিন বিকেলে সেখানেই তিনি মারা যান। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

ছাদ ভেঙে মৃত্যু
টালির ছাদ ভেঙে পড়ে এক বালিকার। মৃতের নাম ঋতুফা খাতুন (৯)। বুধবার সন্ধ্যেয় ঝড়ে বাড়ির দেওয়াল ভেঙে তার মৃত্যু হয়। তার বাড়ি নওদার এলামনগরে। নওদার বিডিও মানসকুমার মণ্ডল বলেন, “ঘটনার খবর পেয়ে প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছি। টালির ছাদ ভেঙে মেয়েটির মৃত্যু হয়েছে।”

হেরোইন-সহ ধৃত
৫০০ গ্রাম হেরোইন-সহ এক ব্যক্তিকে বৃহস্পতিবার বহরমপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইব্রাহিম শেখ। বাড়ি লালগোলার শিশারমজানপুরে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “স্পেশাল অপারেশন স্কোয়াড ও বহরমপুর থানার পুলিশ যৌথ ভাবে ওই হেরোইন উদ্ধার করেছে। ধৃত হেরোইন কারবারি।”

ভ্যান উল্টে মৃত্যু
ভ্যান উল্টে মৃত্যু হয়েছে মোহন শেখ (১৫) নামে এক কিশোরের। বাড়ি সুতির ভেলিয়ানে। বুধবার ফিডার ক্যানালের রাস্তা ধরে একটি ভ্যান রিকশায় চড়ে বাড়ি ফিরছিল মোহন।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে লালবাগে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ধামুয়া গ্রামের সুভাষ মুরারি (২৪) ও নাসিরুল শেখ (৩০) মারা যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.