ছিটকে গেলেন সাইনা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ইওনেক্স ইন্ডিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। টুর্নামেন্টের তৃতীয় বাছাই এবং বিশ্বের পাঁচ নম্বর সাইনাকে মাত্র ৩৮ মিনিটে ২১-১৯, ২১-১০ হারিয়ে অঘটন ঘটিয়ে দিলেন বিশ্বের ১২ নম্বর, কোরিয়ার ইউন জু বে। সাইনা হারলেও মেয়েদের ডাবলসে জ্বালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি ইন্দোনেশিয়ার ভিতা মার্সিয়া-নাদিয়া মেলাচি জুটিকে ১৬-২১,২১-১৫, ২১-১৭ হারিয়ে কোয়াটার ফাইনালে গেল। ভারতের পি কাশ্যপও পুরুষদের সিঙ্গলসে তাইল্যান্ডের বোনসাক পোনসানাকে ১৬-২১, ২১-১৫, ৫-২১ হারিয়ে কোর্য়াটার ফাইনালে।
|
ভাইচুংয়ের পথে দীপেন্দু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভাইচুং ভুটিয়ার মতো এ বার ক্লাব কর্তার ভূমিকায় আর এক বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দু’বছরের জন্য কলকাতার ইউনাইটেড স্টুডেন্টসকে নিল তাঁর ক্লাব বসিরহাট নিউ বাণী সঙ্ঘ। এক সময় চতুর্থ ডিভিশনের এই ক্লাবে দেশের এক নম্বর গোলকিপার সুব্রত পালও খেলেছেন। বৃহস্পতিবার দীপেন্দু বললেন, “সম্ভবত ২০ মে থেকে চতুর্থ ডিভিশনের খেলা শুরু হবে। আমরা ঠিক করেছে, তার আগে ৬-৭টা অনুশীলন ম্যাচ খেলব। ভবানীপুর, মহমেডান কিংবা এরিয়ানের সঙ্গে।” ক্লাবের নতুন নাম রাখা হয়েছে এন বি এস ইউনাইটেড স্টুডেন্টস। কোচ প্রাক্তন রেলওয়ে এফ সি ফুটবলার সুজয় মণ্ডল।
|
সরতে চান গুয়ার্দিওলা
সংবাদসংস্থা • বার্সেলোনা |
তিন বছরে ১৩ ট্রফি দেওয়ার পরে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ। বিশ্বের সফলতম কোচ পেপ গুয়ার্দিওলা তাই বার্সেলোনা থেকে সরে যেতে চান। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বলবেন, তিনি কোচিং করাবেন না বার্সায়। এ বার বিশ্ব ক্লাব কাপ জেতা কোচ বার্সা প্রেসিডেন্টকে এ কথা জানিয়ে দিয়েছেন। |