টুকরো খবর
পশু হাসপাতালে ভাঙচুর
পোষা কুকুরের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে পশু হাসপাতালে ভাঙচুর চালাল জনতা। ঘটনাটি ঘটেছে যোরহাটের লিচুবাড়ি এলাকায়। পুলিশ জানায়, শাহেনশা আলি নামে এক ব্যক্তির পোষা নেড়ি পাঁচটি বাচ্চা দিয়েছিল। চারটি মারা যায়। সুনু নামে যেটি বেঁচে যায়, তারও কয়েকদিন ধরে তার পেট খারাপ চলছিল। শাহেনশার অভিযোগ, চার দিন ধরে পশু হাসপাতালে এসেও চিকিৎসকের দেখা মেলেনি। আজ চিকিৎসক মেলে। তিনি সুনুকে দেখে ওষুধ ও ইঞ্জেকশন কিনে আনতে বলেন। হাসপাতালে নার্সরা সুনুকে ইঞ্জেকশন দেওয়ার অল্প পরে পাঁচ মাসের শাবকটি মারা যায়। ক্ষোভে ফেটে পড়েন শাহেনশার পরিবার। শুরু হয় ভাঙচুর। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে, শাহেনশা ছাড়া ইদুল আলি, শামিম আলি, মানস শইকিয়াকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বাড়িতে বিষাক্ত কিছু খেয়ে সুনু অসুস্থ হয়ে পড়ে। তাকে পেট সাফ হওয়ার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তবে সুনুর শরীর অত্যন্ত দুর্বল থাকায়, সে মারা যায়। পশু হাসপাতালে রোগীর তরফে এমন ভাঙচুর নজিরবিহীন ঘটনা।

আহত নাইট হেরণের চিকিৎসা চলছে কৃষ্ণনগর বন
দফতরে। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।


সাপের ছোবলে মৃত্যু রানাঘাটে
সাপের ছোবলে মৃত্যু হয়েছে কাঞ্চন দাস (২০) নামে এক তরুণীর। বুধবার হরিণঘাটার বিরোহী-১ পঞ্চায়েতের চড়কতলা গ্রামের ঘটনা। তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

ছানা-সহ ডলফিন উদ্ধার
কৌম নদীর জলে অদ্ভুত সব আওয়াজ পেয়ে ছুটে গিয়েছিলেন উপকূল রক্ষীরা। মোহনা থেকে প্রায় ২০০ মিটার দূরের ওই জায়গায় গিয়ে চমকে গেলেন তাঁরা। তিন ছানাকে নিয়ে আটকে পড়েছে ১৫০ কেজি ওজনের আট ফুট লম্বা একটি ডলফিন। চেষ্টা করছে স্রোতে ফেরার। উপকূল রক্ষী বাহিনীর এক কর্তা জানান, নদীর ওই অংশে জল খুবই কম ছিল। স্থানীয় মানুষ ও মৎস্যজীবীদের সাহায্যে সন্তান-সহ ডলফিনটিকে উদ্ধার করা হয়। পরে তাদের সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে।

তীব্র গরম থেকে বাঁচতে ভরসা খড়ের ছাউনি। পুরুলিয়ার
মিনি চিড়িয়াখানায় সুজিত মাহাতোর তোলা ছবি।

হাত-ব্যাগে সাপ
এক মহিলার হাত-ব্যাগ থেকে হঠাৎই বেরোল সাপ। নেহাত ছোট নয়, লম্বায় আস্ত দু’ফুট। কোচি থেকে এক দম্পতি নীলগিরি এসেছেন। মুদুমালাইয়ের একটি হোটেলে এসে ওঠেন তাঁরা। হোটেলের লবিতে মহিলা তাঁর ব্যাগ খুললে বেরিয়ে আসে সাপটি। পরে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে ধরেন। তবে তাঁরা জানিয়েছেন, বিষাক্ত নয় সাপটি।

কাঠ উদ্ধার
চোরাই কাঠ উদ্ধার করল জলপাইগুড়ি বনবিভাগের চালসার অফিসারেরা। বৃহস্পতিবার চালসা রেঞ্জের অফিসার সুরত্ন শেরপার নেতৃত্বে মালবাজার থানার বড়দীঘির নিচ চালসা এলাকা থেকে প্রচুর সেগুন কাঠ উদ্ধার করা হয়। ৩টি বাড়ি উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.