পোষা কুকুরের মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে পশু হাসপাতালে ভাঙচুর চালাল জনতা। ঘটনাটি ঘটেছে যোরহাটের লিচুবাড়ি এলাকায়। পুলিশ জানায়, শাহেনশা আলি নামে এক ব্যক্তির পোষা নেড়ি পাঁচটি বাচ্চা দিয়েছিল। চারটি মারা যায়। সুনু নামে যেটি বেঁচে যায়, তারও কয়েকদিন ধরে তার পেট খারাপ চলছিল। শাহেনশার অভিযোগ, চার দিন ধরে পশু হাসপাতালে এসেও চিকিৎসকের দেখা মেলেনি। আজ চিকিৎসক মেলে। তিনি সুনুকে দেখে ওষুধ ও ইঞ্জেকশন কিনে আনতে বলেন। হাসপাতালে নার্সরা সুনুকে ইঞ্জেকশন দেওয়ার অল্প পরে পাঁচ মাসের শাবকটি মারা যায়। ক্ষোভে ফেটে পড়েন শাহেনশার পরিবার। শুরু হয় ভাঙচুর। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে, শাহেনশা ছাড়া ইদুল আলি, শামিম আলি, মানস শইকিয়াকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বাড়িতে বিষাক্ত কিছু খেয়ে সুনু অসুস্থ হয়ে পড়ে। তাকে পেট সাফ হওয়ার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তবে সুনুর শরীর অত্যন্ত দুর্বল থাকায়, সে মারা যায়। পশু হাসপাতালে রোগীর তরফে এমন ভাঙচুর নজিরবিহীন ঘটনা।
|
সাপের ছোবলে মৃত্যু হয়েছে কাঞ্চন দাস (২০) নামে এক তরুণীর। বুধবার হরিণঘাটার বিরোহী-১ পঞ্চায়েতের চড়কতলা গ্রামের ঘটনা। তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
কৌম নদীর জলে অদ্ভুত সব আওয়াজ পেয়ে ছুটে গিয়েছিলেন উপকূল রক্ষীরা। মোহনা থেকে প্রায় ২০০ মিটার দূরের ওই জায়গায় গিয়ে চমকে গেলেন তাঁরা। তিন ছানাকে নিয়ে আটকে পড়েছে ১৫০ কেজি ওজনের আট ফুট লম্বা একটি ডলফিন। চেষ্টা করছে স্রোতে ফেরার। উপকূল রক্ষী বাহিনীর এক কর্তা জানান, নদীর ওই অংশে জল খুবই কম ছিল। স্থানীয় মানুষ ও মৎস্যজীবীদের সাহায্যে সন্তান-সহ ডলফিনটিকে উদ্ধার করা হয়। পরে তাদের সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে।
|
চোরাই কাঠ উদ্ধার করল জলপাইগুড়ি বনবিভাগের চালসার অফিসারেরা। বৃহস্পতিবার চালসা রেঞ্জের অফিসার সুরত্ন শেরপার নেতৃত্বে মালবাজার থানার বড়দীঘির নিচ চালসা এলাকা থেকে প্রচুর সেগুন কাঠ উদ্ধার করা হয়। ৩টি বাড়ি উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। |