টুকরো খবর |
ক্রেন ভেঙে বিপত্তি, অবরুদ্ধ জিটি রোড |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
মেট্রোর কাজ চলাকালীন এ ভাবেই ভেঙে পড়ল ক্রেন। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র |
মেট্রোয় সিগন্যালের সমস্যা না মিটতেই এ বার বিভ্রাট হাওড়ায় প্রস্তাবিত মেট্রোর নির্মাণকাজে। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ হাওড়া ময়দান সংলগ্ন জিটি রোডে ক্রেন ভেঙে পড়ে আটকে যায় গোটা রাস্তা। কেউ হতাহত হননি বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর। প্রায় ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। মেট্রো সূত্রে খবর, ৮০ টন ক্ষমতাসম্পন্ন প্রায় ১২ তলা উঁচু ক্রেনটিতে করে লোহার খাঁচা সরানোর সময়ে নরম মাটিতে চাকা বসে খাঁচাসুদ্ধ ক্রেন ভেঙে পড়ে। তিন ঘণ্টার চেষ্টায় গ্যাসকাটার দিয়ে কেটে সেগুলি সরানো হয়। স্থানীয় বাসিন্দা সোমেশ দত্তের অভিযোগ, “রাস্তার পাশে এমন কাজ চললেও মেট্রো কর্তৃপক্ষ যথেষ্ট সাবধানতা অবলম্বন করছেন না।” হাওড়ায় মেট্রোর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুজন কাঞ্জিলাল বলেন, “যেখান দিয়ে ক্রেন চলাচল করা দরকার, সেখান দিয়ে না চলায় এমন হয়েছে। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের ব্যবস্থাপনার ত্রুটিতে এই ঘটনা বলে মনে হচ্ছে। তবে এখন থেকে আমরা আরও সতর্ক হব।”
|
জেটির চেন ছিঁড়ে বিপত্তি |
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া |
|
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
বানের জলের তোড়ে হাওড়ার বাউড়িয়া ফোর্ড গ্লস্টার লঞ্চঘাটের জেটির চেন গত ৮ এপ্রিল জলের তোড়ে ভেঙে যায়। সেই জেটি মেরামতের কাজ আজও হয়নি। ফলে, বাউড়িয়া এবং বজবজের মধ্যে ফেরি পারাপারে যাত্রীরা সমস্যায় পড়ছেন। হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির তৈরি এই জেটি মেরামত না হওয়ার ফলে পুরনো জেলা পরিষদের তৈরি কংক্রিটের রেলিংবিহীন জেটিতে লঞ্চ বাঁধতে হচ্ছে। ভাটার সময়ে সমস্যা বাড়ছে। দু’টি নৌকা জোড়া লাগিয়ে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। তা ছাড়া রাস্তায় পলিমাটি থাকায় ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। হুগলি নদী জলপথ সমিতির জেটি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত শ্যামল নাথ বলেন, “বানের জলের তোড়ে ভেঙে যাওয়া ভাসমান জেটিটির নীচের চেনটি লাগানো হয়ে গেলে জেটি ব্যবহার করা যাবে। ব্যবস্থা চলছে। আগামী সপ্তাহে কাজ আরম্ভ হবে।”
|
মুণ্ডু উদ্ধার শ্যামপুরে |
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
বৃহস্পতিবার সকালে শ্যামপুরের কোলিয়া মোড়ের কাছে এক যুবকের ধড়হীন মুণ্ডু উদ্ধার হল। গত মঙ্গলবার সকালে এই এলাকাতেই একটি ধানখেত থেকে উদ্ধার হয় এক যুবকের মুণ্ডুহীন ধড়। পুলিশের অনুমান, এ দিন উদ্ধার হওয়া মুণ্ডু ওই যুবকেরই। যেখান থেকে দেহটি পাওয়া গিয়েছিল, তার ২০০ মিটার দূরে একটি পুকুরে মুণ্ডুটি এ দিন ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। তাঁদের অভিযোগ, পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে না। এখনও যুবকের পরিচয়ও জানা যায়নি। এই নিয়ে বিক্ষোভও হয়। পুলিশ অবশ্য জানিয়েছে, তদন্ত চলছে।
|
দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ চণ্ডীতলার কলাছড়া এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম বীরেন্দ্রনাথ চক্রবর্তী (৭০)। ওই বৃদ্ধ রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ে অহল্যাবাঈ রোডের উপর একটি অত্যন্ত দ্রুতগতিতে চলা ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বৃহস্পতিবার সকালে আরামবাগের গৌরহাটি গ্রামে অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মনমোহন বন্দ্যোপাধ্যায় (৩৬)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদের জেরে তিনি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্য দিকে, বর্ধমানের মাধবডিহি থানার বাজেকুমারপুর গ্রামে কীটনাশকে মৃত্যু হয়েছে এক মহিলার। বুধবার রাতে গুরুতর অবস্থায় সরিফা বেগম (২৮) নামে ওই মহিলাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোক। ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
|
লরির ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। নাম রামপদ দে (৪০)। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার রায়বাঘিনি গ্রামে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাওয়ার সময় সাইকেলে ধাক্কা মারে লরিটি।
|
বোমাবাজির অভিযোগ |
আরামবাগের হরিণখোলা গ্রামের পূর্ব কৃষ্ণপুরে বুধবার রাতে কংগ্রেস ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে গোলমাল বাধে। বোমাবাজিও হয়। খবর পেয়ে রাতেই গ্রামে পুলিশ যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালিয়েছে বলে দুই দলের নেতাদের অভিযোগ। পুলিশ অবশ্য তা অস্বীকার করেছে। এই ঘটনায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। দুই দলের নেতৃত্বের দাবি, এটা পাড়াগত বিবাদ। |
|