চলতি বছরে পিএফে সুদ বেড়ে ৮.৬ শতাংশ |
চলতি ২০১২-’১৩ আর্থিক বছরের জন্য কর্মী প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর জমা টাকার উপর সুদ কিছুটা বাড়িয়ে ৮.৬ শতাংশ করা হচ্ছে। রাজ্যসভায় বৃহস্পতিবার এই ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মল্লিকার্জুন খাড়্গে। প্রভিডেন্ট ফান্ডের প্রায় পাঁচ কোটি সদস্য তাঁদের জমা টাকার উপর ওই হারে সুদ পাবেন। গত ২০১১-’১২ আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে কত সুদ দেওয়া হবে তা নিয়ে বেশ কিছু দিন ধরে সংস্থার অছি পরিষদের কর্মচারী প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে টানাপোড়েন চলেছিল। শেষ পর্যন্ত তা কমিয়ে করা হয় ৮.২৫ শতাংশ। যদিও ২০১০-’১১ সালে পিএফে সুদ দেওয়া হয়েছিল ৯.৫ শতাংশ হারে। প্রভিডেন্ট ফান্ডের সিংহভাগ টাকাই জমা থাকে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ জমা প্রকল্পে। ওই প্রকল্পে সুদ কমে যাওয়ায় আয় হ্রাসের ফলে পিএফের জমা টাকায় সুদ কমাতে কেন্দ্র বাধ্য হয় বলে জানান খাড়্গে। তিনি বলেন, পিএফে সুদের সর্বোচ্চ বা সর্বনিম্ন হার বলে কিছু নেই। তা ছাড়া প্রভিডেন্ট ফান্ড তহবিল যেহেতু কর্মীদের জন্যই, তাই এর থেকে সরকার কোনও লভ্যাংশ রাখতে চায় না। সদস্য তথা কর্মীদের কল্যাণে তহবিলের প্রতিটি পাই-পয়সা খরচ হয়। তাই মন্ত্রী জানান, সুদ কম হলেও নিরাপদ জায়গায় লগ্নি করা হয় ওই তহবিল।
|
কলকাতা-ব্যাঙ্কক রুটে নয়া উড়ান জেটের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে ব্যাঙ্ককে ১০ মে থেকে আরও একটি উড়ান চালু করছে জেট এয়ার। এখন এই রুটে তাদের একটি উড়ান চলে। সেটি কলকাতা ছাড়ে রাতে। দ্বিতীয় উড়ানটি ছাড়বে সকালে। সংস্থার দাবি, এই রুটে টিকিটের চাহিদা বাড়তে থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |