রামপুরহাট ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকায় কলমি গাছের ঝোঁপ থেকে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা মহম্মদ আজিম নামে এক ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করলেন। স্থানীয় বাসিন্দা নবকুমার দাঁ, ইমরান আনসারি-রা বলেন, “এ দিন ভোরে ওই ব্যক্তিকে আমরা কলমি গাছের জঙ্গলে পড়ে থাকতে দেখি। তাঁর মুখে রক্তের দাগ ছিল।” বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তিকে মারধর করেই কেউ এ ভাবে ফেলে রেখে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আজিম বেশ কিছুদিন থেকেই অসুস্থ। তাঁর স্ত্রী মেয়েকে নিয়ে অন্যত্র থাকেন। আজিমবাবুর দাদা মহম্মদ শামিম বছর আটেক আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন। তিনি রামপুরহাটের বাড়িতে বৌদি ও তিন ভাইয়ের সঙ্গে থাকতেন। মাস ছয়েক ধরে অসুস্থ থাকলে স্থানীয় পাড়া প্রতিবেশী রামপুরহাট হাসপাতালে ভর্তির করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। আজিমবাবুর ভাগ্নে মহম্মদ ফয়েজ-এর অভিযোগ, “সম্পত্তির লোভে বড়মামা-মামি ছোটমামাকে মারধর করে ফেলে রেখে পালিয়ে গিয়েছে।” তিনি জানিয়েছেন, ছোটমামির সঙ্গে যোগাযোগ করে পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ করার পরে তাঁরা আইনের সাহায্য নেবেন।
|
রামপুরহাট শহর সংলগ্ন সানঘাটা শ্মশান এলাকায় বৃহস্পতিবার থেকে সংস্কারের কাজ শুরু হল। সানঘাটা শ্মশান রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক ঝন্টু সেন ও কাশি ঠাকুর বলেন, “উপযুক্ত পরিকাঠামোর অভাবে শ্মশানযাত্রীদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছিল। এমনকী রাস্তার ধারেই মৃতদেহ নামিয়ে মুখাগ্নি করতে হত। তাই দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সানঘাটা শ্মশানের সংস্কারের দাবি করে আসছিলেন।” ওই কমিটি সম্প্রতি জানতে পারে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তাঁর এলাকা উন্নয়ন খাতে সানঘাটার মুখাগ্নি তলার জন্য ৮০ হাজার টাকা রামপুরহাট পুরসভাকে দিয়েছেন। ঝন্টুবাবুরা আরও জানান, ওই টাকার ভরসায় কমিটি সংস্কারের জন্য শ্মশানের জমি পরিমাপের কাজ শুরু করে। এলাকার বিশিষ্টজনদের নিয়ে কমিটিও গঠন করা হয়। এ দিন সেই সংস্কারের কাজের উদ্বোধন করলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সানঘাটা শ্মশানের সংস্কার করে সেখানে ভবিষ্যতে বৈদ্যুতিক চুল্লি, শ্মশানযাত্রীদের প্রতীক্ষালয়, শ্মশান চত্বর প্রাচীর দিয়ে ঘেরা, পর্যাপ্ত আলো ও পানীয় জলের ব্যবস্থা-সহ নানা প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হবে।
|
রামপুরহাট জিতেন্দ্রলাল মহকুমা গ্রন্থাগারের দ্বিতল ভবনে পাঠকদের জন্য বৃহস্পতিবার একটি পাঠকক্ষ নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক, তৃণমূলের আশিস বন্দ্যোপাধ্যায়। আশিসবাবু বলেন, “সাংসদ শতাব্দী রায় তাঁর সাংসদ তহবিলের ৩ লক্ষ টাকা জিতেন্দ্রলাল মহকুমা গ্রন্থাগারের জন্য বরাদ্দ করেছেন। সেই টাকা দিয়ে একটি পাঠকক্ষ নির্মাণ করা হবে।”
|
১০০ দিনের কাজে শ্রমিকদের মজুরি ১৫ দিনের মধ্যে দেওয়ার দাবি জানাল সমাজবাদী পার্টি। নলহাটি ২ ব্লকের বিডিও-র কাছে দলের নলহাটি ২ ব্লক নেতৃত্ব ব্লকের ৬টি পঞ্চায়েতের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ওই স্মারকলিপি জমা দেন। দলের নলহাটি ২ ব্লক সম্পাদক বদরুল হক বলেন, “স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাঙ্ক ঋণ দেওয়ার ক্ষেত্রে আরও সরলীকরণ পদ্ধতি করা হোক। ১০০ দিনের কাজ প্রকল্পে সঠিক ভাবে সোস্যাল অডিট করার দাবিও জানানো হয়।” সংশ্লিষ্ট বিডিও গঙ্গাধর দাস বলেন, “দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব।”
|
জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ময়না লেট (৬০)। বাড়ি মাড়গ্রাম থানার সন্ধ্যাজোল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় গ্রামের একটি পুকুরে নামতে গিয়ে ময়নাদেবী গভীর জলে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |