নিজেদের মধ্যে অশান্তির জেরে ভাড়া বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। শনিবার সকালে বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের তহবাজার এলাকার ঘটনা। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাটি বাজারের মধ্যে। এ দিন আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ হতে পারত বলে পুলিশ এবং দমকলের অনুমান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দম্পতির নাম প্রদীপ দত্ত এবং নীতা দত্ত। প্রদীপবাবু পেশায় চিকিৎসক। ওই তিনতলা বাড়িতে তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন। দমকলের বালুরঘাট কেন্দ্রের আধিকারিক সুবল মণ্ডল বলেন, “স্বামী-স্ত্রী ঝগড়া করে ঘরে আগুন লাগিয়ে দেয় বলে জানা গিয়েছে। শোওয়ার ঘরের খাট এবং অন্য সমস্ত আসবাব পুড়ে গিয়েছে। সময় মতো খবর না পেলে বড় ঘটনা ঘটতে পারত।” বাড়ির মালিক থানায় দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।” জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কাউন্সিলার তাপস সাহার অভিযোগ, “দম্পতির মধ্যে প্রায়শই গোলমাল হয়। তবে এই ভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না। বাজারে আগুন লাগলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত। পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলব।” যদিও অভিযুক্ত চিকিৎসক প্রদীপবাবু আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আগুন লাগানো হয়নি। সিগারেটের আগুন থেকে ঘটনাটি ঘটে।” |