টুকরো খবর
সরকারি কর্মীর মৃতদেহ উদ্ধার
হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে এক সরকারি কর্মীর ঝুলন্ত দেহ। শনিবার দুপুরে ইংরেজবাজার থানার রাজমহল রোডের ঘটনা। মৃতের নাম স্বপন কুমার দাস (৫২)। তিনি বামনগোলা ব্লকের মোদিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পুরানপাড়ায়। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।” গত ১৭ জানুয়ারি থেকে স্বপনবাবু হোটেলটির তিনতলার একটি ঘর ভাড়া নিয়ে ছিলেন। হোটেল মালিক প্রদীপ বসাক জানান, ওই ব্যাক্তি প্রতিদিন সকালে উঠতেন। চা খেয়ে আবার নিজের ঘরে চলে যেতেন। পরে খাবার খেয়ে সকাল ৯টার মধ্যে অফিসে যেতেন। এ দিন সকাল থেকে তাঁকে না দেখে সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা দেহটি উদ্ধার করে। তিনি জানান, মাঝেমধ্যে স্বপনবাবুর ছেলে তাঁর সঙ্গে দেখা করতে হোটেলে আসত। মৃতের ভাগ্নে সঞ্জীব দাস বলেন, “মামা মালদহ শহরের হোটেল থেকে অফিসে যাতায়াত করতেন। তবে এমন কেন করলেন বুঝতে পারছি না।” প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির সচিত্র পরিচয়পত্র ছাড়া হোটেলে ঘর ভাড়া দেওয়া হয়েছিল কেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ দিন মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল নম্বর উদ্ধার করে পুলিশ। যোগাযোগ করলে জানা যায় সেটি স্বপনবাবুর এক আত্মীয়ের। পরে তিনি এসে দেহ সনাক্ত করেন।

পুড়ে ছাই ৩ দোকান
অগ্নিকাণ্ডের পরে। জলপাইগুড়ির দিনবাজারে সন্দীপ পালের তোলা ছবি।
জঞ্জাল থেকে ছড়ানো আগুনে পুড়ে ছাই হল তিনটি দোকান। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের দিনবাজারের মাছ বাজার এলাকার ঘটনা। দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পরে মাছ বাজারের পাশে ডাই করে রাখা থার্মোকলের জঞ্জাল সাফাই নিয়ে পুরসভা ও ব্যবসায়ীদের মধ্যে চাপানউতোর বেড়েছে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “থার্মোকলের জঞ্জাল থেকে শুক্রবার আগুন ছড়িয়েছে। বিপদ এড়াতে থার্মোকলের বাক্সে শহরে মাছ আনতে দেব না।” পুরকর্তার এই বক্তব্যে উদ্বিগ্ন এলাকার ব্যবসায়ীরা। দিনবাজার মাছ ব্যাবসায়ী সমিতির মুখপাত্র জয়শঙ্কর শা বলেন, “থার্মোকলের বাক্স ছাড়া বাইরের ব্যবসায়ীরা মাছ পাঠাতে রাজি হচ্ছে না। পুরসভা এটা না বুঝলে মাছের আমদানি কমবে।” দিনবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাদেব নাগ বলেন, “পুরসভা জঞ্জাল সাফাইয়ের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে পরিষেবা কর নেয়। তাই থার্মোকল সাফাইয়ের দায় তাঁদের।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাছ ব্যবসায়ীদের ফেলে দেওয়া থার্মোকল থেকে তিনটি দোকানে আগুন লাগে।

দুর্ঘটনায় মৃত্যু, ডালখোলায় অবরুদ্ধ সড়ক
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক জনের। শনিবার রাত ৯টা নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলা শহরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। সেই সঙ্গে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। এলাকার মানুষের দাবি, ট্রাক চলাচলের জন্য নির্মীয়মাণ বাইপাসের কাজ দ্রুত শেষ করতে হবে। পরে পুলিশ এবং ডালখোলা পুরসভার চেয়ারম্যান সুভাষ গোস্বামী ঘটনাস্থলে গিয়ে বাইপাসের কাজ শেষ করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরেশ পাসোয়ান (৩২)। বাড়ি ডালখোলা শহরের ৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় একটি বেকারিতে দিনমজুরের কাজ করতেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন রাস্তা পার হওয়ার সময় শিলিগুড়িগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এরপরেই উত্তজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জমি জটিলতায় আটকে থাকা ডালখোলায় বাইপাস নির্মাণের কাজ অবিলম্বে শেষ করার দাবিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, শহরের উপর দিয়ে ট্রাক যাতায়াত করায় দুর্ঘটনা লেগেই থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডালখোলা পুরসভার চেয়ারম্যান সুভাষ গোস্বামী। তিনি বলেন, “জমি জটিলতা কাটিয়ে যাতে দ্রুত বাইপাসের কাজ শেষ করা যায় তা নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই কাজ শেষ হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।” এরপরেই উঠে যায় অবরোধ।

অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার, নালিশ
অধ্যক্ষ এবং এক শিক্ষকের সঙ্গে অভব্য আচরণে অভিযুক্ত তুফানগঞ্জ কলেজের ছাত্র সংসদের সহ-সম্পাদক, এক টিএমসিপি নেতাকে শো কজ করল পরিচালন সমিতি। শনিবার বিকেলে তুফানগঞ্জ কলেজের পরিচালন সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, প্রসেনজিৎ চন্দ নামে ওই ছাত্র শুক্রবার বিএ পরীক্ষা চলাকালীন আরও কয়েকজন ছাত্রকে নিয়ে কলেজে ঢুকে ছাত্র সংসদের দফতর খুলে বসেন। অধ্যক্ষ সংসদ অফিস বন্ধ করার পরামর্শ দিলে বাদানুবাদ হয়। অধ্যক্ষ-সহ আরও এক শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। কলেজ পরিচালন সমিতির সভাপতি জীতেন্দ্রনাথ সাহা বলেন, “কোনও ছাত্রের বিরুদ্ধে এমন অভিযোগ কাম্য নয়। সংসদের এজিএস ওই ছাত্রকে শোকজ করা হয়েছে। ওর কাছ থেকে উত্তর পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” প্রসেনজিৎ বলেন, “শোকজের কোনও চিঠি পাইনি। গোটা ঘটনা দলীয় নেতৃত্বকে জানিয়েছি। অভিযোগ সঠিক নয়।”

অধ্যক্ষ ঘেরাও
উত্তরবঙ্গ ডেন্টাল কলেজকে ‘হাসপাতাল’ হিসাবে ঘোষণা করা হলেও পরিকাঠামো গড়ার কাজ শুরু না-হওয়ায় প্রতিবাদে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল এসএফআই পরিচালিত ছাত্র সংসদ। শনিবার বেলা ১১ টা থেকে অধ্যক্ষের দফতরে তাঁকে ঘেরাও করেন তাঁরা। অভিযোগ, গত ৪ জানুয়ারি সরকারের তরফে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজকে হাসপাতাল হিসাবেও ঘোষণা করা হয়। অথচ কয়েক মাস কেটে গেলেও ‘সাইন বোর্ড’ পর্যন্ত বদলানো হয়নি। হোর্ডিং-সহ ওই সমস্ত কাজ করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে অধ্যক্ষ জানান। হাসপাতালের পরিকাঠামো গড়ার বিষয়টি নিয়ে শীঘ্রই কলেজ কাউন্সিলের বৈঠকে আলোচনার আশ্বাস দিলে বেলা দেড়টা নাগাদ ঘেরাও তোলা হয়। অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় বলেন, “ছাত্ররা দাবি জানিয়েছেন। হোর্ডিং লাগাতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মতো অন্যান্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি
চোপড়া ব্লকে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। শনিবার দুপুরে দলের জেলা সভাপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন। পাশাপাশি, হজ যাত্রীদের পাসপোর্ট নিয়ে হয়রানি কমানোর দাবিও জানানো হয়েছে। গত ৬ এপ্রিল ঝড়, শিলাবৃষ্টির জেরে ওই ব্লকের ৮টি পঞ্চায়েত এলাকায় প্রায় ৫০ কোটির উপর সম্পত্তির ক্ষতি হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। মারা গিয়েছেন দু’জন। মোহিতবাবুর অভিযোগ, “বিরাট মাপের প্রাকৃতিক দুর্যোগ হলেও জেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে পারেনি। সেই দাবি জানানো হয়েছে।” যদিও জেলাশাসক পাশাং নরবু ভুটিয়া বলেন, “দুর্গতদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিলি হয়েছে। পাশাপাশি, দুর্গতদের সরকারি ক্ষতিপূরণের জন্য রাজ্যের কাছে আবেদন জানানো হয়েছে। হজ যাত্রীদের বিষয়টি দেখা হচ্ছে।”

দুর্ঘটনায় মৃত্যু
একটি ছোট গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নাম ডিম্পল খাওয়াস (২৫)। তাঁর বাড়ি কার্শিয়াংয়ের সিতংয়ে। তিনি ছোট গাড়িটির খালাসি। শনিবার সকালে সেবক পুলিশ ফাঁড়ির আন্ধেরি ঝোড়ার ওই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক সহ ৩ জন। তাঁদের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এ দিন গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় উল্টোদিক আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ছোট জখম হয়েছেন। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।

দু’টি দেহ উদ্ধার
বালুরঘাট থানার খিদিরপুর এবং কৃষ্ণনগর এলাকা থেকে শুক্রবার রাতে দু’টি ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শহরের অদূরে খিদিরপুরে বাড়ির পিছনের গাছে বুদ্ধিশ্বর হালদার (৪৫) নামে এক রিকশা চালকের দেহ ঝুলতে দেখা যায়। পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। পাশাপাশি, কৃষ্ণনগর গ্রামে এক আত্মীয়ের বাড়ির পাশে গাছ থেকে রাকেশ মাডির্র্ (২৮) নামে রাজুয়া এলাকার এক যুবকের দেহ মেলে। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.