মোটরবাইক আরোহী এক যুবককে দিনেদুপুরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপালো দুই দুষ্কৃতী। শনিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়, বেনারস রোড়ে। পুলিশ জানায়, জখম যুবকের নাম শম্ভুনাথ ঘোষ (২৬)। তাঁর বাড়ি বামনগাছি করপাড়া ই রোডে। তিনি ছাঁট লোহার কারবার করেন। দুপুরের খাবার খেতে তিনি যখন কারখানা থেকে বাড়ি ফিরছিলেন তখন মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে, মাথায় ও দুই হাতে এলোপাথাড়ি কোপ মেরে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার লোকজনই ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর বেনারস রোডে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দোকানপাট, কারখানা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। হাওড়া জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ই রোডে একটি ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছিল। শিবির পরিচালনা করার জন্য ক্লাবের ছেলেরা শম্ভুনাথের কাছে কয়েক দিন আগে পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছিল। শম্ভুনাথ টাকা দিতে চাননি। এ নিয়ে ক্লাবের ছেলেদের সঙ্গে তাঁর গোলমাল বাধে। রক্তদান শিবিরের প্রচারের জন্য এলাকায় পোস্টার লাগানো হয়েছিল। শুক্রবার রাতে শম্ভুনাথ কয়েকটি পোস্টার ছিঁড়ে দেন বলে ক্লাবের ছেলেদের অভিযোগ। ওই রাতেই করপাড়া এলাকায় দু’টি গোষ্ঠীর মধ্যে এ নিয়ে গোলমাল বাধে। চাঁদা না দেওয়া ও তা নিয়ে গোলমালের জেরেই শম্ভুনাথ আক্রান্ত হয়েছেন বলে পুলিশের সন্দেহ। পুলিশ জানিয়েছে, এ দিনের ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবকের নাম পাওয়া গিয়েছে। তারা শম্ভুনাথের পাড়ারই বাসিন্দা। হাওড়া সিটি পুলিশের এডিসি (উত্তর) রশিদ মুনির খান বলেন, “আহত যুবককে জিজ্ঞাসাবাদ করে দু’জনের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।” |