চেন্নাইয়ের উত্থান শুরু হল
সংবাদসংস্থা • চেন্নাই |
মহেন্দ্র সিংহ ধোনির দল ঘরের মাঠ চিপকে পরপর দু’টো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল। টস জিতে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস ২০ ওভারে ১৪৬-৪ তোলার পরে চেন্নাই শেষ বলে টার্গেটে পৌঁছয়। তারা করে ১৪৭-৩। ৭ ম্যাচে চেন্নাইয়ের ৮ পয়েন্ট। চেন্নাইকে প্রায় একা টানলেন দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি বিশেষজ্ঞ দু’প্লেসি (৫২ বলে ৭৩)। তাঁর সঙ্গে রায়না সঙ্গত দেন (২৪ বলে ২৬)। তবে রাজস্থানের কুপার (২-২৩), ব্র্যাড হগ (১-১৮)-রা বেশ ভাল বল করলেন। ব্যাটিংয়ে অবশ্য রাহানে (১৫) ব্যর্থ। দ্রাবিড় ২৬। ওয়েইস শাহ (৪৩ বলে ৫২) ও মেনারিয়ার (৩৬) জুড়িতে ৯২ রান ওঠে।
|
সচিন ফিরছেন, মালিঙ্গা দেশে
সংবাদসংস্থা • মুম্বই |
রবিবার আইপিএলে ফিরছেন সচিন তেন্ডুলকর। উদ্বোধনী ম্যাচে আঙুলে চোট পাওয়ার পরে গত দু’দিন নেটে ব্যাটিং প্র্যাক্টিস করে সচিন এখন ফিট। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং বড় ধাক্কা খেল। শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে পিঠের ব্যথায় দেশে ফিরে যেতে হওয়ায়। মুম্বইয়ের আগের ম্যাচেও বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু এখন কিংস ইলেভেন ম্যাচের আগে জানা যাচ্ছে, মালিঙ্গার চোট বেশ ভালই। আগামী দু’সপ্তাহ তিনি আইপিএলের বাইরে। |