এক ঝলকে...
পৃথিবী
অসলো ইয়াঙ্গন ইসালামাবাদ করাচি কুয়ালা লামপুর
• আমি এমনিতে খুব ভাল মানুষ, খুব স্নেহময়, যেমন মানুষকে সবাই ভালবাসে। ২০০৬ অবধি ওই রকমই ছিলাম। তার পর নিজেকে ট্রেনিং দিলাম, সব মায়ামমতা, আবেগ মন থেকে মুছে ফেললাম। নয়তো শত্রুদের মারব কী করে? অসলো-র আদালতে জানিয়েছে অ্যান্ডার্স বেহ্রিং ব্রেভিক। গত বছর ২২ জুলাই ব্রেভিক একটি সরকারি ভবনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে ও একটি ইয়ুথ ক্যাম্পে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করে। তার দাবি: নরওয়ে হবে কেবল শ্বেতাঙ্গ নরওয়েজীয়দের দেশ। এ জন্য সে গোটা নরওয়ে সরকারকেই হত্যা করতে চেয়েছিল।
• পাক প্রেসিডেন্ট জারদারি জানিয়ে দিয়েছেন সিয়াচেন গ্লেসিয়ার থেকে একতরফা সৈন্য প্রত্যাহারের কথা পাকিস্তান মোটেও ভাববে না। ভারতও যদি নিজের সেনা সরায়, তবেই একমাত্র তা সম্ভব। পৃথিবীর কঠিনতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন, বলেছেন জারদারি। কিন্তু কী আর করা। ভারতের উপরই নির্ভর করছে পাকিস্তানের কর্মপন্থা।

• পাকিস্তানি সংবাদপত্র ‘ডন’-এর সাংবাদিক মুর্তজা রজভি-কে হত্যা করা হয়েছে। করাচিতে তাঁর ফ্ল্যাটের মধ্যে মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রসঙ্গত গত বছর সে দেশে সাত জন সাংবাদিক এবং গত পাঁচ বছরে মোট ২৯ জন সাংবাদিক এ নিয়ে নিহত হলেন।

• রাশিয়া ও মালয়েশিয়ার মধ্যে ৩৫ মিলিয়ন ডলারের মিসাইল চুক্তি হল। মালয়েশিয়ান এয়ার ফোর্স তাড়াতাড়িই রাশিয়ার কাছ থেকে মিসাইলের প্রথম কিস্তি পেতে চলেছে।

• ১৯৮৮ সালের পর এই প্রথম বিদেশ যাবেন মায়ানমারের বিরোধী নেত্রী অং সাং সু চি। আসন্ন ইউরোপ সফর বিষয়ে তিনি বেশ খুশি। ১৯৯১ সালে নোবেল পুরস্কার পেলেও তা নেওয়া হয়নি। তাই নরওয়ে দিয়েই যাত্রা শুরু। দুই দশক ধরে গৃহবন্দি সু চি বিদেশ যেতে নারাজ ছিলেন, এক বার বাইরে গেলে হয়তো আর দেশে ফিরতে পারবেন না আশঙ্কায়। মায়ানমারে কি তবে সত্যিই পাল্টাল?
ওয়াশিংটন ডি সি
যুদ্ধটা তা হলে দাঁড়াচ্ছে মিট রমনি বনাম বারাক ওবামা! সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়ে মিট রমনি ২০১২-র আমেরিকার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলেন। স্যানটোরাম-এর সঙ্গে লড়াই শেষ করে এ বার ওবামার বিরুদ্ধে তাঁর ওয়ার্ম-আপ আরম্ভ। প্রথম আরম্ভটাই জোরদার। প্রেসিডেন্টের প্রতি তাঁর বার্তা ‘স্টার্ট প্যাকিং’। হ্যাঁ, আরও চার বছর হোয়াইট হাউসে থেকে যাওয়ার ইচ্ছে নিশ্চয়ই আছে ওবামার, কিন্তু তাঁর কপালে তেমনটা লেখা নেই: রমনির তির্যক মন্তব্য। তবে ব্যক্তিগত সম্পর্ক তাঁদের দুজনের মধ্যে বেশ ভাল। রমনির বই হাতে ওবামার ছবিতেও সে কথা স্পষ্ট। তবে একটা কথা নিশ্চয়ই রমনি বুঝছেন: ওবামার ভোট-প্রস্তুতির সঙ্গে পাল্লা দিতে হলে তাঁর দলকে এখন মাথার ঘাম পায়ে ফেলা ছাড়া গতি নেই।
দামাস্কাস
বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের সঙ্গে সিরিয়ার একটি চুক্তি হয়েছে। শান্তি ফেরানোর কাজে প্রেসিডেন্ট বাশারের সরকার নিজের দায়িত্ব পালন করছে কি না, তার ওপর নজরদারির ব্যাপারে এই চুক্তি। কিন্তু এখনও খুঁটিনাটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিস্তর মতানৈক্য। ইতিমধ্যে ফ্রান্সের সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট সোশ্যালিস্ট দলের নেতা ফ্রাঁসোয়া হল্যান্ড (ছবি) জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত হলে তারা সেই অভিযানে যোগ দিতে প্রস্তুত। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি-মুন অবশ্য বলেছেন, নিরাপত্তা পরিষদ অনুমোদন করলেই অবিলম্বে সিরিয়ায় অন্তত তিনশো জন শান্তিরক্ষী পাঠানো জরুরি।
ত্রিপোলি
গত নভেম্বর মাসে ধরা পড়েছিলেন লিবিয়ার প্রাক্তন একনায়ক মুয়াম্মর গদ্দাফির পুত্র সইফ অল-আসলাম গদ্দাফি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আই সি সি) তাঁর বিরুদ্ধে অভিযোগ: ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এত দিন ধরে টানাপোড়েন চলছিল, তাঁর বিচার কোথায় হবে? আই সি সি চাইছিল, সইফের (ছবি) বিচার হোক লিবিয়ার বাইরে। যুক্তি ছিল, এমন বড় মাপের অপরাধীর বিচারের ব্যবস্থা লিবিয়ায় নেই, বরং সেখানে প্রতিহিংসা চরিতার্থ করতে সইফের প্রাণহানিও হতে পারে। লিবিয়ার বিদ্রোহী সরকার সেই কথা মানতে নারাজ ছিল। শেষ পর্যন্ত একটা রফা হয়েছে। সইফের বিচার হবে লিবিয়াতেই, কিন্তু আই সি সি-র তত্ত্বাবধানে।
ওয়েলিংটন
দিনে আট থেকে দশ লিটার কোকা কোলা খেতেন নিউজিল্যান্ডের নাতাশা হ্যারিস। ঘুম থেকে উঠে প্রথম কাজ কোকে চুমুক দেওয়া, ঘুমোনোর আগে শেষ কাজও তাই। ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জানা গেল, তাঁর মৃত্যুর একটা বড় কারণ প্রতি দিন এই পরিমাণ কোক পান। কোকা কোলা অবশ্য বলছে, যে কোনও বাড়াবাড়িই মারাত্মক দিনে এতটা জল খেলেও মৃত্যু হতে পারে।
শেষ পাত
স্টকহল্ম-এর মিউজিয়ম অব মডার্ন আর্ট-এ এক অনুষ্ঠানে কেক কেটে বিপদে পড়েছেন সুইডেনের সংস্কৃতি মন্ত্রী লেনা এডেলসন লিলিয়েরথ। কেকটি এক কৃষ্ণাঙ্গিনীর দেহের আদলে তৈরি। এটির নির্মাতা, কৃষ্ণাঙ্গ শিল্পীর বক্তব্য, কৃষ্ণাঙ্গ মেয়েদের ওপর নিপীড়নের প্রতিবাদেই তিনি এই কেকটি বানান। মন্ত্রী অবশ্য বলেছেন, তিনি শিল্পের স্বাধীনতা এবং উত্তেজনা সৃষ্টির অধিকার বিষয়ে বক্তৃতা দিতে আমন্ত্রিত হয়েছিলেন, সেখানে তাঁকে কেকটি কাটতে বলা হয়। তিনি মেনে নিয়েছেন যে, ঘটনাটা একটু ‘বিদ্ঘুটে’ বটে। কিন্তু তাঁর বিরুদ্ধে জাতিবিদ্বেষী আচরণের অভিযোগ উঠেছে। উঠেছে পদত্যাগের দাবিও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.