|
|
|
|
পরিকাঠামোর অভাবে ব্যবসা ‘বন্ধ’ কালনায় |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
নিয়ন্ত্রিত বাজার সমিতির কাছে ব্যবসার প্রয়োজনে ঘর কিনেও পরিকাঠামোর অভাবে ব্যবসা শুরু করা যাচ্ছে না বলে মহকুমাশাসক সুমিতা বাগচির কাছে বৃহস্পতিবার স্মারকলিপি দিলেন কালনা শহরের ব্যবসায়ীদের একাংশ। এছাড়াও কালনা বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডুর কাছে চিঠি পাঠানো হয়েছে। তাঁরা জানান, বাজার সমিতি যে ঘরগুলি তাদের তৈরি করে দিয়েছিল সেগুলির সামনেই রয়েছে একটি নয়ানজুলি খাল। ঘরের সামনে বেআইনি ভাবে ব্যবসা করছেন কিছু হকার। তাই ঘর থাকলেও উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে ব্যবসা শুরু করতে পারছেন না ব্যবসায়ীদের একাংশ। ফলে গত দুই বছর ধরে আর্থিক ক্ষতি হচ্ছে তাঁদের। সুমিতাদেবী বলেন, “বিষয়টি নিয়ে সমিতির সম্পাদকের সঙ্গে কথা বলা হবে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।” |
|
নিজস্ব চিত্র। |
মহকুমাশাসককে লিখিত অভিযোগে তাঁরা জানান, দু’বছর আগে কালনার নিয়ন্ত্রিত বাজার সমিতি নিজেদের কম্পাউন্ডে বেশ কিছু ঘর তৈরি করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যবসা করার জন্য তা বিক্রি করে এলাকার ব্যবসায়ীদের কাছে। অনেকে সেই ঘরগুলিতে ব্যবসাও শুরু করে দেন। কিন্তু ৩৬ নম্বর ঘরের পর থেকেই বেশ কিছু ঘরের সামনে বেআইনি ভাবে হকাররা বসায় ব্যবসা শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। ব্যবসায়ী মৃণাল সরকার, শ্রীপতি সরকার, দেবাশিস ভৌমিকদের দাবি, ঘরগুলি কেনার জন্য অনেককেই বাজার থেকে ধার করে অর্থ জোগাড় করতে হয়েছে। এ দিকে ব্যবসা শুরু করতে না পারায় সুদের বোঝাও বেড়ে চলেছে। |
|
|
|
|
|