বার্নপুরে ছাত্রের মৃত্যু, অভিযুক্ত অধ্যক্ষকে ধরার দাবিতে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্রের অপমৃত্যুতে স্কুলের অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে দিনভর পথ অবরোধ হল বার্নপুরে। শহরের ত্রিবেণী মোড়ে সামিয়ানা বেঁধে শুক্রবার সকাল থেকেই অবরোধ শুরু করেন মৃত ছাত্রের সহপাঠী, তাদের অভিভাবক-সহ এলাকার বাসিন্দারা। সংলগ্ন একটি স্কুল বন্ধ রাখার দাবিতে সেখানে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। বিকেল ৩টে নাগাদ পুলিশ অবরোধ তোলে। পুলিশ জানায়, অভিযুক্ত অধ্যক্ষের এখনও খোঁজ মেলেনি। |
|
বৃহস্পতিবার সন্ধ্যায় বার্নপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র নিখিল অগ্রবালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। স্কুলের অধ্যক্ষ সুশীল সিংহের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে নিখিল আত্মঘাতী হয়েছে বলে হিরাপুর থানায় অভিযোগ দায়ের করেন তার বাড়ির লোকজন। অভিযোগে জানানো হয়, ওই দিন স্কুলে এক সহপাঠীর সঙ্গে হাতাহাতি হয়েছিল নিখিলের। সে জন্য অধ্যক্ষ তাকে বকাবকি করেন। অভিভাবককে ডেকে ‘টিসি’ দেওয়ার হুমকি দেওয়া হয়। সে জন্যই নিখিল আত্মঘাতী হয় বলে অভিযোগ। অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে রাতেই হিরাপুর থানায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা অধ্যক্ষের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ। |
|
শুক্রবার সকাল ৬টা থেকেই নিখিলের সহপাঠীরা ভিড় জমায় বার্নপুরের ত্রিবেণী মোড়ে। রাস্তায় সামিয়ানা বেঁধে অবরোধ শুরু হয়। বিক্ষোভে যোগ দেন অভিভাবক ও এলাকার বাসিন্দারাও। আসানসোল ও বার্নপুরের যোগাযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবরোধ করায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন। শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যাত্রীবাহী বাস দাঁড় করাতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। স্কুলের খুদে পড়ুয়া, শিশু, মহিলা, বয়স্ক মানুষজনকেও প্রখর রোদের মধ্যে হেঁটে শহরে পৌঁছতে হয়। অবরোধ শুরুর কিছু ক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় হিরাপুর থানার পুলিশ। পুলিশের অবরোধ তোলার অনুরোধে অবশ্য অবরোধকারীরা কান দেননি। |
|
কান্নায় ভেঙে পড়েছেন নিখিলের জ্যাঠা। নিজস্ব চিত্র। |
সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে যান আসানসোলের এসিপি (পশ্চিম) অঞ্জলি সিংহ। তিনি প্রায় দেড় ঘণ্টা বোঝানোর পরেও অবরোধ ওঠেনি। বিক্ষোভকারীদের দাবি, অধ্যক্ষকে গ্রেফতারের ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পুলিশকে। ছাত্র ও অভিভাবকদের অভিযোগ, অধ্যক্ষ সুশীল সিংহ তাঁদের সঙ্গে রূঢ় আচরণ করেন। তাঁর কথা না শুনলেই ছাত্রদের ‘টিসি’ দেওয়ার হুমকি দেন। |
|
অধ্যক্ষের বাড়িতে পুলিশ। ছবি তুলেছেন শৈলেন সরকার। |
এ দিন বিক্ষোভ চলাকালীনই কয়েক জন বার্নপুরের সুভাষপল্লি স্কুলে পৌঁছে যায়। তারা শিক্ষকদের স্কুল বন্ধ করতে বলে। তাদের দাবি, ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সহমর্মিতা জানিয়ে ও অধ্যক্ষকে গ্রেফতারের দাবিকে সমর্থন করে স্কুল বন্ধ করা হোক। কিন্তু শিক্ষকেরা তাতে রাজি হননি। তাঁরা জানিয়ে দেন, দূরদূরান্ত থেকে ছাত্রেরা এসেছে। তাই ছুটি দেওয়া সম্ভব নয়। এর পরেই বিক্ষোভকারীরা শিক্ষকদের ধাক্কাধাক্কি করে ও স্কুলের আসবাবপত্র ভাঙে বলে অভিযোগ। |
|
বার্নপুরে ছাত্রের অপমৃত্যুতে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে অবরোধ। |
স্কুলের তরফে হিরাপুর থানায় এ ব্যাপারে অভিযোগ জানানো হয়। পুলিশ জানায়, এই ঘটনায় ছ’জনকে আটক করা হয়েছে। তারা স্কুলের ছাত্র কি না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বিকাল ৩টে নাগাদ অবরোধ উঠে যায়। আসানসোলের এসিপি (পশ্চিম) অঞ্জলি সিংহ বলেন, “স্কুলের অধ্যক্ষকে গ্রেফতারের আশ্বাস দিয়ে অবরোধ তোলা হয়েছে।” অভিযুক্ত অধ্যক্ষকে অবশ্য তাঁর বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ জানায়, তাঁর খোঁজ শুরু হয়েছে। |
নিজস্ব চিত্র। |
|