টোলগে ওজবে শনিবার রাতে ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনায় বসলেন না। ফুটবল সচিবের কাছ থেকে আরও সময় চাইলেন। এসএমএস করে টোলগে জানালেন, সোমবার আই লিগের ম্যাচের পর আলোচনায় বসবেন। লাল-হলুদ স্ট্রাইকারের এই আচরণে ক্লাব কর্তারা সামান্য চিন্তিত হলেও তারা এখনও আশাবাদী। শনিবার সকালে অনুশীলনের পর অবশ্য মর্গ্যান জানিয়ে দিলেন, টোলগেকে দলে রাখার ব্যাপারে তিনি ‘হস্তক্ষেপ’ করবেন না। “টোলগে নিজের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নিজেই নেবে,” বলে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ।
ইউ বি-র সঙ্গে পরের মরসুমের চুক্তি নিয়ে একদফা আলোচনার পর টোলগে তাদের জানিয়ে ছিলেন ফুটবল সচিবের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইরাক থেকে ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য শুক্রবার সকালে কলকাতায় ফেরেন। টোলগের সঙ্গে চুক্তি করার জন্য সময় নষ্ট না করে সন্তোষবাবু চেয়েছিলেন নববর্ষের দিন বিকেল বা সন্ধ্যায় আলোচনায় বসতে। চুক্তি সই করিয়ে নিতে। তিনি এসএমএস করে সে কথা জানান টোলগেকে। রাতে ইস্টবেঙ্গল ফুটবল সচিব বললেন, “টোলগে বলেছে আজ বসবে না। সোমবার আই লিগ ম্যাচের পর কোনও এক দিন বসবে। ও যা চেয়েছিল তাই ইউবি দিতে রাজি হয়েছে। পরে যখন বসতে চাইছে বসব।” শনিবার সকালে দলবদল নিয়ে অবশ্য কোনও কথা বলতে চাননি টোলগে। বলে দেন, “কোচের নির্দেশ আছে। কথা বলা যাবে না।” |