চিনা গ্রাঁ প্রি-র যোগ্যতা পর্বে বাকিদের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল মার্সিডিজ দল। রবিবারের রেসে জীবনের প্রথম পোল পজিশন পেলেন মার্সিডিজের নিকো রোজবার্গ। এর আগে ১১০টি রেসে নামলেও এ পর্যন্ত কখনও পোল নিতে পারেননি যিনি। ছাব্বিশ বছরের জার্মান তরুণ বলেছেন, “অসাধারণ অনুভূতি। রেসে আমরা এখনও খুব ভাল করতে পারিনি ঠিকই, কিন্তু যোগ্যতা অর্জনের ফলই বলে দিচ্ছে যে আমাদের দল যে ঠিক দিকেই এগোচ্ছে।” এ দিকে, যোগ্যতা পর্বে তৃতীয় স্থান পেলেও রেসে দু’নম্বর থেকে শুরু করবেন মার্সিডিজের তেতাল্লিশ বছরের তারকা, সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার।
|
আই লিগ দ্বিতীয় ডিভিশনে ওএনজিসির সঙ্গে গোলশূন্য ড্র করে তৃতীয় স্থানে মহমেডান (২০)। ইউনাইটেড সিকিম এবং ওএনজিসি দু’দলেরই ১১ ম্যাচে ২১ পয়েন্ট। মঙ্গলবার কার্যত ফাইনাল ম্যাচ মহমেডান ও সিকিমের।
|
শ্যামবাজার আয়োজিত মেয়েদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভবানীপুরকে (১১০-৯) ৭ উইকেটে হারাল শ্যামবাজার (১১৪-৩)। ফাইনালের অতিথি ওয়াসিম আক্রম।
|
আই লিগ দ্বিতীয় ডিভিশনে ওএনজিসির সঙ্গে গোলশূন্য ড্র করে তৃতীয় স্থানে মহমেডান (২০)। ইউনাইটেড সিকিম এবং ওএনজিসি দু’দলেরই ১১ ম্যাচে ২১ পয়েন্ট। মঙ্গলবার কার্যত ফাইনাল ম্যাচ মহমেডান ও সিকিমের।
|
যুবভারতীতে এয়ার ইন্ডিয়ার কাছে ০-২ হারল পৈলান অ্যারোজ। জোড়া গোল করেন প্রকাশ থোরাট। অন্য ম্যাচে অবনমনের কাছে থাকা দুই দলের লড়াইয়ে মুম্বই এফ সি ৫-১ হারাল হ্যালকে। মুম্বই এফ সির হয়ে চার গোল করেন ফ্রাইডে। একটি গোল অভিষেক যাদবের। |