অস্ত্রোপচার মানেই বেশ একটা ভয়ের ব্যাপার। কখন কী হয় ভাব। মাইক্রোসার্জারির মাধ্যমে অনেক সহজেই কম কাটাছেঁড়ায় সেই অস্ত্রোপচার সম্ভব হলেও একটা ছোট ফুটো তো করতেই হয়। কিন্তু ত্বকে কোনও আঁচড় না কেটে অ্যাপনডিক্স বা পিত্তথলির পাথর যদি বাদ দেওয়া যেতে পারে তা হলে ঝুঁকি অনেকটাই কমে যায়। আর সেটাই করে দেখিয়েছেন লন্ডনের কয়েকজন চিকিৎসক। তাঁদের দাবি, একটি বিশেষ নলের মাধ্যমে মুখ, পায়ু ছিদ্র এবং মূত্র নালীর মাধ্যমে অ্যাপেনডিক্স বা পিত্তথলির পাথরকে বের করে আনছেন তাঁরা। অন্তত এক হাজার রোগীকে এই উপায়ে সুস্থ করে তুলেছেন বলেও তাঁদের দাবি।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এক চিকিৎসক জুলিয়ান টেরে জানালেন, এটা একটা উন্নত পদ্ধতি। এক্ষেত্রে একটা নরম নল মুখ দিয়ে দেহের ভিতরে প্রবেশ করানো হয়। নলের সামনে লাগানো থাকে একটা ছোট ক্যামেরা, ব্লেড, বেলুন ও আলো। প্রথমে ব্লেড দিয়ে নির্দিষ্ট অঞ্চলটা কাটা হয়। এর পরে বাইরে থেকে বেলুনটিকে হাওয়া দিয়ে ফোলানো হয়। অ্যাপেনডিক্স বা পাথরগুলিকে টুকরো করে কেটে বেলুনের ভিতরে নেওয়া হয়। তার পর বেলুনটিকে মুখ দিয়েই বাইরে বার করে আনা হয়। জুলিয়ানের দাবি, এই পদ্ধতি অনেক উন্নত। এর ফলে যন্ত্রণা হয় না বা অস্ত্রোপচার পরবর্তী কোনও অসুবিধে থাকে না বলেও জানান তিনি। |