দুটি ট্রাকে মোটরের যন্ত্রাংশের প্যাকেটে কাশির সিরাপের বোতল পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ঘোষপুকুরের বিজলিমণি চা বাগানে। গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম উজাগর সিংহ, রামভির সিংহ পাওয়ার এবং অনিল যাদব। প্রথম দুজন ট্রাকের চালক এবং তৃতীয় জন খালাসি। তাদের তিন জনের বাড়ি উত্তরপ্রদেশে। ট্রাক দুটি উদ্ধার করা কাশির সিরাপের মূল্য প্রায় এক কোটি টাকা। গত মাসেই ঘোষপুকুরে একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণ কাশির সিরাপ উদ্ধার করে গোয়েন্দা দফতর। সেগুলি অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশ এবং সীমান্ত এলাগুলিতে কাশির সিরাপের ব্যপক চাহিদা রয়েছে। গোয়েন্দাদের ধারণা, কাশির সিরাপ পাচারের পেছনে একটি চক্র রয়েছে। ওই চক্রে কারা যুক্ত তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এদিন কেন্দ্রীয় শুল্ক দফতরের শিলিগুড়ির কমিশনার সুনীল দাস একটি তথ্য দিয়ে জানান, গত বছর প্রায় ১৯ লক্ষ টাকার কাশির সিরাপ আটক করা হয়। একজনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, “কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল আটক করা হয়।” কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বণিক জানান, দিল্লি থেকে মোটরের যন্ত্রাংশ, তার, ফ্যান বোঝাই করে দুটি ট্রাক অসমে যাচ্ছিল। একটি ট্রাক গুয়াহাটি এবং অপরটি বঙ্গাইগাঁও যাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কাছে খবর ছিল, ওই ট্রাক দুটিতে প্রচুর পরিমাণ কাশির সিরাপের বোতল রয়েছে। মঙ্গলবার সকালে বিজলিমনি চা বাগানের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রাক দুটিকে আটক করেন গোয়েন্দারা। ট্রাকে তল্লাশি চালিয়ে ৯২ হাজার ২৫৯০ বোতল কাশির সিরাপ আটক করা হয়। বিভিন্ন প্যাকেটে যন্ত্রাংশ ও ফ্যানের বদলে সিরাপ বোতল রাখা ছিল। এর পরেই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। ট্রাক দুটিকে আটক করা হয়েছে। |