একগুচ্ছ কর্মসূচী নিয়ে দিনভর নদিয়ার রানাঘাট ও কল্যাণীতে ঘুরে গেলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পঞ্চায়েত দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার সকালে রানাঘাটের কুপার্স ক্যাম্পে পঞ্চাশ শয্যার একটি প্রস্তাবিত হাসপাতালের জায়গা দেখতে আসেন মন্ত্রী। ১৯৩৮ সালে এখানে একটি হাসপাতাল তৈরি হয়েছিল। তবে দীর্ঘ দিন ধরে বন্ধ সেই হাসপাতালটির এখন ভগ্নদশা। গত ৭ ফেব্রুয়ারি নদিয়া জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী আস্বাস দিয়ে গিয়েছিলেন ওই ভগ্নপ্রায় হাসপাতালটির জায়গায় গড়ে তোলা হবে নতুন একটি হাসপাতাল। এ দিন সুব্রতবাবু বলেন, ‘‘উদ্বাস্তু ও ত্রাণ দফতরের জমি ছিল এটি। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে হস্তান্তর করা হয়েছে সম্প্রতি। আগামী আট মাসের মধ্যেই এখানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া হাসপাতাল তৈরির কাজ শেষ হবে। তারপর তা স্বাস্থ্য দফতরকে হস্তান্তর করা হবে।” গড়া হবে চিকিসকদের জন্য আবাসনও। এমনই জানান সুব্রতবাবু। আগামী সপ্তাহে আট বিঘা দু’কাঠা জমিতে এই হাসপাতালের শিলান্যাস করা হবে বলেও মন্ত্রী জানিয়ে গিয়েছেন। রানাঘাট থেকে মন্ত্রী যান হরিণঘাটায় নির্মীয়মাণ জল প্রকল্পটি দেখতে। সেখান থেকে কল্যাণীর বুদ্ধপার্কে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের আর্সেনিক মুক্ত জল প্রকল্প ঘুরে দেখেন সুব্রতবাবু। সেখানে তিনি বলেন, ‘‘কল্যাণীতে আন্তর্জাতিক মানের জল গবেষণাকেন্দ্র তৈরি করা হবে। টাকা অনুমোদন হয়ে গিয়েছে। জায়গা দেখে কাজ শুরু হবে শিগগিরই।’’ এরপর মন্ত্রী যান কল্যাণী ২নম্বর বাজারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ দফতরের সদর কার্যালয়ে। শিক্ষকদের সঙ্গে কথা বলার পরে ডব্লিউবিসিএস-এর শিক্ষানবিসদের সঙ্গেও পঞ্চায়েতে প্রশাসনিক কাজকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
|
মণ্ডলপুর উদয় সঙ্ঘের উদ্যোগে শুক্রবার বিনা খরচে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হল জামুড়িয়ায়। ৫ জন চিকিৎসক দু’শো জনের স্বাস্থ্যপরীক্ষা করেন। |