ঝড়বৃষ্টি চলছেই উত্তরবঙ্গে। বৃহস্পতিবার রাতে ফের ঝড় ও শিলাবৃষ্টি হয় উত্তর দিনাজপুরের চোপড়ায়। সন্ধ্যা থেকে বৃষ্টি হয় শিলিগুড়ি ও লাগোয়া এলাকায়। রাত ৯টা নাগাদ চোপড়ায় ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। আধ ঘণ্টার ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ক্ষতি হয়েছে ফসলেরও। গত ৬ এপ্রিল প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে চোপড়া-সহ উত্তরবঙ্গের নানা এলাকায় প্রচুর ক্ষতক্ষতি হয়। ৪ জনের মৃত্যু হয়। তার পরে এদিন ফের ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা হচ্ছে। শিলিগুড়িতে এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে বৃষ্টি চলে। রাত সাড়ে ৯টা থেকে ফের বৃষ্টি শুরু হয়। গোটা উত্তরবঙ্গেই বৃষ্টিতে ব্যাহত হয় পয়লা বৈশাখের কেনাকাটা।
|
বিষক্রিয়ায় এক বধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভক্তিপুর থেকে বৃহস্পতিবার ভোরে ওই বধূর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম বিজলি বিবি (২৯)। এই ঘটনায় বধূ নির্যাতন-সহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ ৬ জনের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। হরিশ্চন্দ্রপুরের আইসি বিপুল বন্দোপাধ্যায় বলেন, “অভিযুক্তরা পলাতক। পণের দাবিতে মৃতার উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ।” হরিশ্চন্দ্রপুরের বিদ্যানন্দপুরের বাসিন্দা বিজলি বিবির সঙ্গে ২০০১ সালে ভক্তিপুরের সুলতান আলির বিয়ে হয়। তাঁদের ৭ ও ৩ বছরের দুই ছেলে-মেয়েও রয়েছে। সুলতান রাজস্থানের জয়পুরে রাজমিস্ত্রির কাজ করেন। |