আরএসপি-র সর্বভারতীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির লিফলেটে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম সদস্য হিসাবে ছাপাকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে আলিপুরদুয়ার শহরে আরএসপির ওই সম্মেলন শুরু হচ্ছে। ঘটনাটি শুনে দুঃখ প্রকাশ করেছেন দলের জেলা কমিটির সম্পাদক সুনীল বনিক। তিনি বলেন, “অভ্যর্থনা কমিটির সদস্যদের নামের তালিকার দায়িত্ব প্রাক্তন বিধায়ক নির্মল দাসকে দেওয়া ছিল। লিফলেটে অন্য কোনও রাজনৈতিক দলের সদস্যদের নাম ছাপানো হয়ে থাকলে আমরা দুঃখিত।” আর আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মলবাবু বলেন, “সবার অনুমতি নিয়ে নাম ছাপা হয়েছে।” প্রদেশ কংগ্রসের সাধারন সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “আরএসপি’র সর্বভারতীয় সম্মেলনের লিফলেট সক্রিয় কংগ্রেস কর্মীদের নাম ছাপানো হয়েছে। ওই কংগ্রেস কর্মীদের কাছে বিষয়টি জানতে চাইব।” তৃণমূলের আলিপুরদুয়ারের সাংগঠনিক জেলা সভাপতি অনিল অধিকারী বলেন, “ওই তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলব।” দলীয় সূত্রের খবর, ওই লিফলেটে কর্মী সক্রিয় কংগ্রেস কর্মী কনজবল্লভ গোস্বামী, তৃণমূল শিক্ষা সেলের নেতা নীলকন্ঠ সরকার ও সুচেতা চক্রবর্তীর মত নেতানেত্রীদের নাম রয়েছে। সুচেতাদেবী যুব তৃণমূলের রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী’র মা। কনজবাবু বলেন, “আমি ভেবেছিলাম নির্মলবাবুর কোনও ব্যক্তিগত অনুষ্ঠান। আমাকে আরএসপি’র সম্মেলনের কথা বলা হয়নি। ” একই ভাবে তৃণমূলের নীলকন্ঠবাবু বলেন, “আমন্ত্রণ করার কথা বলা হলেও নাম ছাপানোর কথা বলা হয়নি।” আর তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন সুচেতাদেবী। তিনি বলেন, “কোনও রকম আলোচনা না করেই ওই কাজ করা হয়েছে।”
|
মহকুমা জুড়ে রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধ করতে কঠোর পদক্ষেপ দাবি করে আন্দোলনে নামল তৃণমূল যুব কংগ্রেস। বৃহস্পতিবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সভাপতি প্রবীর রায়, ধীমান বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অয়েল সংস্থার মাটিগাড়া দফতরে বিক্ষোভ দেখানো হয়। যুব তৃণমূলের অভিযোগ, রান্নার গ্যাস পেতে বৈধ গ্রাহকদের এক মাস লেগে যাচ্ছে। অথচ কালোবাজারে গ্যাসের অঢেল জোগান। গ্যাস সরবরাহকারীরা সম্প্রতি এসএমএসে বুকিং চালু করলেও অধিকাংশ গ্রাহক নয়া প্রযুক্তি রপ্ত করতে পারেননি। যুব তৃণমূল জেলা সভাপতি বলেন, “নয়া প্রযুক্তিকে যত দিন না গ্রাহক অভ্যস্ত হচ্ছেন, পুরানো ব্যবস্থা চালুর জন্য বলা হয়েছে। কালোবাজারি বন্ধ করা না-হলে আন্দোলনে নামা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।” ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
কলকাতায় সংগঠনের কর্মীদের উপর হামলার প্রতিবাদে সরব হল এপিডিআরের শিলিগুড়ির সদস্যরা। আজ, শুক্রবার বিকালে শিলিগুড়িতে মিছিল করা হবে বলে সংগঠনের পক্ষে জানান অভিরঞ্জন ভাদুড়ি। ওই মিছিলে সিপিআই (এমএল) সহ বেশ কয়েকটি গণ সংগঠনের সদস্যরা যোগ দেবেন। অভিবাবু বলেন, “নোনাডাঙ্গায় বস্তি উচ্ছেদের প্রতিবাদে এপিডিআরের কর্মীরা জড়ো হন। সেই সময় পুলিশের সামনে দুষ্কৃতীরা সংগঠনের সদস্যদের উপরে হামলা চালায়। রাজনৈতিক উদ্দেশ্যে হামলা করা হয়েছে।”
|
মদন তামাং খুনে অভিযুক্ত নারী মোর্চার নেত্রী ববিতা গাঙ্গুলিকে জামিন দিল আদালত। বৃহস্পতিবার দার্জিলিং সেশন জজ তাকে জামিনে মুক্তি দেন। আদালত সূত্রে এই দিন জানা গিয়েছে, মদন তামাং হত্যাকাণ্ডে সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করেছিল সেখানে ববিতা দেবীর নাম ছিল। তার ভিত্তিতেই কয়েক মাস আগে দার্জিলিং থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সে সময় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় আদালত। এ দিন তাঁকে জামিন দেওয়া হয়েছে। |
এক মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলছে কালচিনির মধু চা বাগান। বৃহস্পতিবার কালচিনি বিডিও অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। বিডিও থেন্ডুপ শেরপা জানান, ৩ মার্চ বাগান ছেড়ে চলে যান বাগান কর্তৃপক্ষ। ডিসেম্বর মাস থেকে থাকা বকেয়া মিটিয়ে দেবে বাগান কর্তৃপক্ষ। দোলের বকেয়া মেটানোর দাবিতে ২ মার্চ বাগানের পাঁচ আধিকারিককে ৫ কিমি হাঁটিয়ে হাঁসিমারা ফাঁড়িতে নিয়ে যান। |