টুকরো খবর |
ভোজালিতে আহত মহিলা
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
স্বামীর ভোজালির আঘাতে গুরুতর জখম হয়েছেন সারথী মোদক নামে এক মহিলা। তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনার পরেই স্বামী পেশায় রং মিস্ত্রি সুশান্ত মোদক বাড়ি ছেড়ে পালায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বলরামপুরে। বহরমপুর থানার পুলিশ জানায়, পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে। তবে অভিযুক্ত পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশান্তবাবু কলকাতায় রং মিস্ত্রির কাজ করেন। সেখানেই স্ত্রী ও দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন। কিন্তু স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্য হওয়ায় বছর দুয়েক আগে ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বলরামপুরে এসে থাকতে শুরু করেন সারথীদেবী। স্বামী মাঝে-মধ্যে বলরামপুরে এসে থাকতেন। এদিন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ওই বিবাদ চলাকালীন স্বামী এলোপাথাড়ি ভোজালি চালায়। ওই মহিলার হাতে-পিঠে ভোজালির আঘাত লাগে।
|
জল প্রকল্পের জমির চেক বিলি চাকদহে
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পানীয় জল প্রকল্পের জন্য নদিয়ার চাকদহের পলাগাছাতে অধিগৃহীত জমির ক্ষতিপূরণের চেক বিলি শুরু হল বৃহস্পতিবার। পলাগাছার ৫৯ জন কৃষকের হাতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে এই দিন মোট এক কোটি ৩৮ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এই প্রকল্পের জন্য ৫৮ বিঘা কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে। ১০৩ জন এই জমির মালিক। বিঘা প্রতি ৫ লাখ ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঠিক করা হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ বলেন, “ওই প্রকল্প তৈরির জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগী হয়েছিল। কিন্তু জমি মালিকেরা সরকার নির্ধারিত ক্ষতিপূরণের অঙ্কের চেয়ে বেশি দাম চাওয়ায় সমস্যা হয়। যদিও পরে তৎকালীন মন্ত্রী গৌতম দেব এই কৃষকদের দাবি অনুসারে জমি কিনতে রাজি হয়েছিলেন। তবে তার মধ্যে সরকার পরিবর্তন হয়ে যায়।” তাঁর কথায়, “তবে শুনেছি ওই জমি নিয়ে জট কেটেছে। কাজও শুরু হয়েছে।” তৃণমূল বিধায়ক নরেশ চাকী বলেন, “আমরা ক্ষমতায় আসার পরে এলাকার মানুষ ও সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেই জমির দাম নির্ধারণ করা হয়েছে। মাস ছ’য়েক আগে জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে।” তিনি জানান, এ ব্যাপারে এলাকার মানুষ সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন। মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী জানান, এই প্রকল্পে গঙ্গার জল পরিশ্রুত করে কল্যাণী মহকুমার বিরাট অংশে সরবরাহ করা হবে।
|
মহিলার মৃত্যু, খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
শ্বশুরবাড়িতে এক তরুণীর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। সামশেরগঞ্জ থানার হাসুপুর গ্রামে বুধবার রাতে মারা যান পঞ্চমী মণ্ডল (১৮) নামে ওই তরুণী। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীর পরিবারের অভিযোগ। গোটা বিষয়টি জানিয়ে সামশেরগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেন তাঁরা। পুলিশ অবশ্য জানায়, মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তাতে কীটনাশক খেয়ে মৃত্যুর কথা বলা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাত্র তিন মাস আগে হাসুপুর গ্রামের পেশায় রাজমিস্ত্রি পবন মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ওই থানা এলাকারই বাসিন্দা পঞ্চমীর। পঞ্চমীর বাবা বাবলু সিংহের অভিযোগ, “বিয়ের সময়ে কিছু টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু জামাই এখন ২০ হাজার টাকা দাবি করছে। কিন্তু ওই টাকা দিতে পারিনি। এত দিন মেয়ে বাড়িতে থাকলেও মঙ্গলবার জামাই এসে নিয়ে যায়। এর পরেই শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার শুরু করে। বুধবার রাতে মারধরের পরে শ্বাসরোধ করে খুন করে।”
|
বোমায় জখম
নিজস্ব সংবাদদদাতা • ডোমকল |
ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল দখল করা নিয়ে বচসা হয়েছিল। সেই থেকে হাতাহাতি। হল বোমাবাজিও। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে জলঙ্গির সাহেবনগর গ্রামে। বোমায় জখম হয়েছেন হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় একটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির মধ্যে ওই ডালটি দখল করা নিয়ে বচসা বাধে। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “গণ্ডগোলের সময়ে দু’পক্ষের বোমাবাজি হয়। জখম ব্যক্তিকে সাদিখাঁড়দেয়ার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মামার বাড়ি বেড়াতে এসে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। নাম শম্পা বিশ্বাস (১৫)। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। দিন পনেরো আগে মা পূর্ণিমা বিশ্বাসের সঙ্গে মামার বাড়ি কৃষ্ণগঞ্জের চৌগাছা গ্রামে বেড়াতে আসে ওই ছাত্রী। বুধবার বিকালে তাকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।
|
সরকারি অফিসে চুরি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
তিনটি সরকারি অফিসের তালা ভেঙে নগদ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কল্যাণীর একটি ভবনের জনস্বাস্থ্য কারিগরি দফতরের তিনটি অফিসে, পূর্ত দফতরের একটি অফিস এবং এস্টেট ম্যানেজারের আবাসনে হানা দেয় দুষ্কৃতীরা। বুধবার সকালে অফিসে এসে প্রধান দরজার তালা ভাঙা দেখতে পান কর্মীরা। আলমারি ভাঙা, লণ্ডভণ্ড কাগজপত্র। জনস্বাস্থ্য কারিগরি দফতরের নদিয়া শাখার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চম্পক ভট্টাচার্য বলেন, “কোনও গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছে কি না তা দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
|
প্রৌঢ়ের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রেল লাইনের ধার থেকে কমলেশ বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রানাঘাটের মিলপাড়া রেললাইনের ধার থেকে দেহটি উদ্ধার করে রেল পুলিশ। কমলেশবাবুর বাড়ি রানাঘাটের ঘটকপাড়ায়। প্রাথমিক ভাবে রেল পুলিশের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বার্ষিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রানাঘাট-বনগাঁ রেলযাত্রী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, “আমরা গাংনাপুর এবং গোপালনগর স্টেশনে ক্রসিংয়ের ব্যবস্থা করা এবং সকালে ও রাতে আরও ট্রেনের দাবি করেছি।”
|
মৃতদেহ উদ্ধার |
রেল লাইনের ধার থেকে কমলেশ বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রানাঘাটের মিলপাড়া রেললাইনের ধার থেকে দেহটি উদ্ধার করে রেল পুলিশ। |
|