ধুলাগড়ি ও ডেবরায় ফের শুরু টোল আদায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাস চারেক বন্ধ থাকার পর আজ রবিবার থেকে ফের চালু হচ্ছে ধুলাগড়ি এবং ডেবরা ‘টোল-প্লাজা’। টোল আদায়ও শুরু হচ্ছে। ডানকুনি থেকে খড়্গপুর পর্যন্ত মুম্বই রোড ছয় লেন সম্প্রসারণের কাজের বরাত পাওয়া ঠিকা সংস্থাকেই শনিবার সন্ধ্যায় টোল-প্লাজা দু’টির দায়িত্ব দেয় জাতীয় সড়ক সংস্থা (এনএইচএআই)। ‘টোল’ আদায় করেই রাস্তা সম্প্রসারণের খরচ তোলা হবে। সরকারিভাবে এ দিন থেকেই মুম্বই রোড সম্প্রসারণের কাজ শুরু হল।
আগে অন্য একটি সংস্থার মাধ্যমে ‘এনএইচএআই’ টোল আদায় করত। |
|
ধুলাগড়ি টোল প্লাজা। ছবি: হিলটন ঘোষ। |
গত অক্টোবর মাসে রাজ্যের অন্য পাঁচটি টোল প্লাজার সঙ্গে ধুলাগড়ি এবং ডেবরার প্লাজা দু’টির ‘টোল’ আদায়ের দায়িত্ব দেওয়া হয় মুম্বই এবং পুণের দু’টি এজেন্সিকে। কিন্তু প্লাজার পুরনো কর্মীদের সকলকে বহাল করার দাবি তোলে তৃণমূলের শ্রমিক সংগঠন। এজেন্সি দু’টি দাবি না মেনে রণে ভঙ্গ দেয়। ফলে গত ২৯ নভেম্বর থেকে ওই দু’টি প্লাজায় টোল আদায় বন্ধ হয়ে যায়। দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা।
পরে মুম্বই রোড সম্প্রসারণের বরাত পায় মুম্বইয়ের একটি ঠিকা সংস্থা। কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠন ফের পুরনো দাবি তোলে। এনএইচএআই-এর কর্তারা শেষে মহাকরণে এসে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করার পরে সমস্যা মেটে। ঠিকা সংস্থা কিছু পুরনো কর্মীকে বহাল করে। পুরনো কর্মীদের বহালের দাবি যিনি করেছিলেন, শনিবার ধুলাগড়ি টোল প্লাজা চালু করতে এসে রাজ্যের সেই কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায় বলেন, “রাজ্য প্রশাসনের সব্বোচ্চস্তরের উদ্যোগ এবং সহযোগিতায় উন্নয়নের স্বার্থে টোল প্লাজা চালু হল।” |
|