বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় সচিন তেন্ডুলকরের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা তাঁর চেয়ে এতটাই পিছিয়ে যে, কারও পক্ষে একশোটা আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডের ধারেকাছে আসা প্রায় অসম্ভব। এমনটাই মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। ওয়ান ডে থেকে সদ্য অবসর নেওয়া রিকি পন্টিংয়ের সঙ্গে সচিনের তুলনা টেনে গিলক্রিস্ট জানিয়েছেন, সচিনের চেয়ে ২৯টা আন্তর্জাতিক সেঞ্চুরি কম করেছেন পন্টিং। “এই পরিসংখ্যান থেকেই জানা যায় সচিন কত বড় মাপের ব্যাটসম্যান। বাকিদের চেয়ে অনেক এগিয়ে সচিন। ওর রেকর্ড কেউ ভাঙতে পারে বলে মনে হয় না,” এ দিন বলেছেন গিলক্রিস্ট। সঙ্গে যোগ করেছেন, “সচিনের রেকর্ডটা অসাধারণ। গত বাইশ বছর ধরে একই রকম তীব্রতা নিয়ে খেলে যাচ্ছে ও।” |
ভারতীয় ক্রিকেটকে এগোতে হলে আগামী দিনে ধৈর্য ধরতে হবে বলে মনে করছেন গিলক্রিস্ট। তাঁর বক্তব্য, “রাহুল দ্রাবিড় সবে অবসর নিয়েছে। এখন সিনিয়রদের মধ্যে শুধু সচিন আর লক্ষ্মণ খেলছে। সচিন চলে গেলে ওর জায়গাটা ভরাট করা খুব কঠিন হবে। আমরাও অতীতে এ রকম সময়ের মধ্য দিয়ে গিয়েছি। ভারতীয় সমর্থকদের এখন ধৈর্য ধরতে হবে।” সঙ্গে যোগ করেছেন, “ভারতে যে প্রতিভার অভাব নেই সেটা নিয়ে আমি নিঃসন্দেহ। প্রচুর প্রতিভা আছে। তবে আমি বলব, বিরাট কোহলির মতো তরুণদের নিয়ে সমর্থকদের একটু ধৈর্য ধরা দরকার।” দ্রাবিড়ের পরে টেস্ট দলে তিন নম্বর জায়গাটা কি কোহলি নিজের করে নিতে পারবেন? গিলক্রিস্ট বলছেন, “কোহলি উঠতি ক্রিকেটার। আমি জানি না ও টেস্ট ক্রিকেট নিয়ে কী ভাবে। তাই ওর বিচার করতে চাই না। কিন্তু হ্যাঁ, নতুন বলের মোকাবিলায় প্রচণ্ড আত্মবিশ্বাস দেখিয়েছে কোহলি।” |