অলিম্পিকের যুদ্ধে নামার আগে নিজের অস্ত্রে ঠিকঠাক শান রয়েছে কি না, সেটা ইংল্যান্ড থেকে পরীক্ষা করিয়ে আজ দেশে ফিরলেন কলকাতার শুটার জয়দীপ কর্মকার। এবং ফিরেই এখানে এক অনুষ্ঠানে এসে জানিয়ে দিলেন, অলিম্পিককে পাখির চোখ করে ভালভাবেই এগোচ্ছে তাঁর প্রস্তুতি। অলিম্পিকের শুটিং রেঞ্জ দেখে সেখানকার আবহাওয়ার সঙ্গে সড়গড় হয়ে উঠতে আগামী সপ্তাহে পাড়ি দিচ্ছেন ইউরোপ। অংশ নেবেন শুটিং বিশ্বকাপে। এ দিন দিল্লি বিমান বন্দরে পুলিশ প্রথমে আটকে দিয়েছিল জয়দীপের রাইফেলটি। কাগজপত্র দেখিয়ে অস্ত্র ছাড়াতে ৪০-৪৫ মিনিট লেগে যায়। পরে মিত্তল চ্যাম্পিয়ন ট্রাস্টের অনুষ্ঠানে আনন্দবাজারকে বললেন “প্রস্তুতি ভালই চলছে। নতুন রাইফেল আর সরঞ্জাম পরীক্ষা করিয়ে নিতে ইংল্যান্ড গিয়েছিলাম।” তার পর যোগ করলেন, “বিশ্বকাপের পর জামার্নিতে অভিনব বিন্দ্রার কোচ হেঞ্জ রেনকেমিয়ের কাছে কিছুদিন ট্রেনিং নেব। তারপর সুইজারল্যান্ডে গিয়ে বিশ্ব রেকর্ড হোল্ডার মার্সে বার্জের কাছে ট্রেনিংও নেব।”
|
পঞ্চম আইপিএলে বল মাঠে পড়তে আর দিন চারেক বাকি। তার আগেই বাড়তে শুরু করেছে উত্তাপ। এক দিকে হুঙ্কার দিচ্ছেন বীরেন্দ্র সহবাগ। আবার লন্ডনে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে দেশে ফিরে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন সচিন তেন্ডুলকর। গত বারের আইপিএলে জঘন্য খেললেও সহবাগ কিন্তু এ বার আত্মবিশ্বাসী, তাঁর দল ভাল খেলবে। আজ স্পনসরদের এক অনুষ্ঠানে এসে সহবাগ বলেন, “আমাদের দল এ বার যথেষ্ট ব্যালান্সড এবং শক্তিশালী।” তাঁদের এক গোপন অস্ত্রের কথাও এ দিন বলেছেন সহবাগ, “উমেশ যাদবকে আমরা এর আগে তুলেছিলাম। এ বারও আমাদের দলে এক তরুণ পেসার থাকছে। ছেলেটা কিন্তু ভবিষ্যতে ভারতের হয়ে খেলতে পারে।” জানা যাচ্ছে, এ হল বরোদার ১৯ বছরের পেসার জাসিফ পটেল।
|
প্রত্যাশা মতোই সন্তোষ ট্রফির জন্য বাংলার কোচ থেকে গেলেন সাব্বির আলি। গত বারের মতো থাকছেন গোলকিপার কোচ দেবাশিস মুখোপাধ্যায়-ও। সাব্বিরের সহকারী কোচ নিয়োগ করার যে কথা হয়েছিল তা হচ্ছে না। আগামী দু’-তিন দিনের মধ্যে ঠিক হবে কোন মাঠে ফুটবলারদের শিবির হবে। ৩০ থেকে ৩৫ জন ফুটবলারকে ডাকা হবে এই শিবিরে। টিভিতে যে সব প্রাক্তন ফুটবলাররা নিয়মিত ধারাভাষ্য করেন বা বিশেষজ্ঞের মত দেন ফুটবলার বাছার কাজে তাঁদের মতামত নেওয়ার কথাও ভাবা হচ্ছে। যেহেতু আই লিগের প্রথম ডিভিশনের ফুটবলাররা সন্তোষ ট্রফিতে খেলতে পারবেন না, তাই কলকাতা প্রিমিয়ার লিগ এবং প্রথম ডিভিশন থেকে ফুটবলার বাছা হবে।
|
বার্বেডোজের খবর, ভারত যেদিন ডাকওয়ার্থ-লুইস নিয়মে টি-টোয়েন্টিতে হারল দক্ষিণ আফ্রিকার কাছে, সে দিনই ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে হারাল অস্ট্রেলিয়াকে। ফলে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র রইল। ওয়েস্ট ইন্ডিজ ডোয়েইন স্মিথের ৩৪ বলে ৬৩-তে ভর করে ২০ ওভারে তোলে ১৬০। জবাবে অস্ট্রেলিয়া করে ১৪৬-৯।
|
সারা বাংলা যোগিন্দর সিংহ স্কুল হকি প্রতিযোগিতা শুরু আজ। ফাইনাল মঙ্গলবার। বাঘাযতীন শ্রীকলোনী মাঠে। |