আজ গোয়ায় আই লিগে দুই বাঙালি কোচের লড়াই। সুভাষ ভৌমিকের চার্চিল বনাম সঞ্জয় সেনের প্রয়াগ ইউনাইটেড। তার আগের দিনই আর এক বাঙালি কোচ সুব্রত ভট্টাচার্যর মোহনবাগানকে লিগ তালিকায় টপকে গেলেন সবুজ মেরুনের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা।
সালগাওকর সুয়োকার গোলে এয়ার ইন্ডিয়াকে ১-০ হারিয়ে উঠে এল তিনে। তাদের ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট। মোহনবাগান নেমে গেল চারে। স্পোর্টিং ক্লুব গোয়া শিলংয়ে ১-০ হারিয়েছে লাজংকে। গোল করে ম্যাচের সেরা মোহনবাগানের নজরে থাকা আদিল খান।
কলকাতায় আজ হারলে সুব্রতর লিগ জয়ের স্বপ্ন মোটামুটি শেষ। মারগাওতে হারলে সুভাষেরও লিগ জয়ের স্বপ্ন শেষ। মোহনবাগান-ডেম্পো ম্যাচ নিয়ে অবশ্য চার্চিল ও প্রয়াগ কোচ দুই মেরুতে। সুভাষের কথায়, “আমি মনে করি না কালকের ম্যাচ ডেম্পো জিতলেই ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে।” সঞ্জয়ের বক্তব্য, “মোহনবাগান হারা মানে ডেম্পোর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। আর কেউ ওদের ধরতে পারবে বলে মনে হয় না।”
চার্চিলের পয়েন্ট এখন ২০ ম্যাচে ৩৫। একই পয়েন্টে প্রয়াগ রয়েছে ২১ ম্যাচ খেলে। লিগ তালিকায় দু’নম্বরে থাকা ইস্টবেঙ্গল ২২ ম্যাচে ৪১। দু’টি ম্যাচ জিতলে চার্চিল তাই ইস্টবেঙ্গলের সঙ্গে একই বিন্দুতে চলে আসবে। খাতায় কলমে সুভাষের দলও রয়েছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে। সুভাষ যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ইয়াকুবুদের। মারগাও থেকে ফোনে বলছিলেন, “প্রয়াগ দল হিসাবে খুবই সংগঠিত। তবে আগের ম্যাচে আমার ফুটবলাররা বেশ ভাল খেলেছে। প্রচুর গোল মিস করাতেই ম্যাচটা ড্র হয়েছে।” বেটো-লালরিন্ডিকারা থাকলেও সুভাষ এই ম্যাচে পাচ্ছেন না লেফট ব্যাক রাভাননকে। স্টপার আন্তুন কোভাচিচও চোটের জন্য অনিশ্চিত।
আজ প্রয়াগে নেই অর্ণব মণ্ডল, জাস্টিন স্টিফেন ও গৌরাঙ্গ বিশ্বাস। ইয়াকুবু-ভিনসেন্ট-বেলো রজ্জাক-জোসিমার চার বিদেশিই অবশ্য আছেন। সঞ্জয় বলছিলেন, “যথেষ্ট কঠিন ম্যাচ। আই লিগের প্রথম লেগে ওদের সঙ্গে ড্র করেছি। ডেম্পোকে গোয়ায় হারিয়েছিলাম প্রথম লেগে। সেই আত্মবিশ্বাস নিয়েই ছেলেরা মাঠে নামবে।” |