সৌগত রায়কে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে তাঁকে ওই পদে আনার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। এতদিন মুকুল রায় জাহাজ প্রতিমন্ত্রীর পদে ছিলেন। এখন তিনি রেলমন্ত্রী হওয়ায় ওই পদটি খালি হয়েছে। জোট সরকারের প্রথা অনুযায়ী, ওই মন্ত্রকটিও তৃণমূলেরই পাওয়ার কথা। এখনই মন্ত্রিসভায় কোনও রদবদলের ইঙ্গিত নেই। রদবদল হলে নতুন কেউ মন্ত্রী হিসেবে শপথ নিতেন। কিন্তু সে পথে না হেঁটে সৌগত রায়কেই বাড়তি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে প্রতিমন্ত্রী পদের দাবিদার ছিলেন অনেকেই। কিন্তু আপাতত নতুন কোনও সাংসদকে মন্ত্রী করছেন না তৃণমূল নেত্রী। বিষয়টি সৌগতবাবুকে মমতা জানিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
তৃণমূল সূত্রের খবর, দলের মধ্যেও সৌগত রায়ের গুরুত্ব বাড়ছে। এত দিন দীনেশ ত্রিবেদীই ছিলেন দিল্লিতে দলের প্রধান মুখ। কিন্তু রেলমন্ত্রীর পদ থেকে তিনি সরে যাওয়ায় সেই ভূমিকায় সৌগতবাবুকে তুলে আনতে চাইছেন মমতা। কারণ সৌগতবাবু শিক্ষিত, অধ্যাপনা করেছেন। তাঁর শহুরে ছাপ রয়েছে। ফলে জাতীয় সংবাদমাধ্যমের সামনেও তিনি কার্যকরী ভূমিকা নেবেন। রাজনীতিতেও তাঁর অভিজ্ঞতা অনেকের থেকে বেশি। সাতের দশকেই তিনি প্রথম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তখনও কিছু দিনের জন্য কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছিলেন। রাজ্য বিধানসভাতেও বেশ কয়েক বার নির্বাচিত হয়েছেন তিনি।
রাজ্য মন্ত্রিসভায় এখন অভিজ্ঞ সুব্রত মুখোপাধ্যায়ের উপরে অনেকটাই ভরসা করছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সারতে ও কেন্দ্রের কাছ থেকে অর্থ আদায় করতে তাঁকে পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। একই ভাবে কেন্দ্রেও অভিজ্ঞ সৌগত রায়ের উপরেই ভরসা রাখতে চাইছেন তৃণমূল নেত্রী। |