স্থায়ীকরণ, বেতন বৃদ্ধির দাবিতে রায়গঞ্জ জেলা হাসপাতালে কর্মরত চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল চত্বরে ৮ জন অস্থায়ী কর্মী আমরণ অনশনে বসেছেন। হাসপাতালে মোট ১৬ জন চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মী আছেন। তবে আন্দোলনকে সমর্থন করলেও হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার কথা মাথায় রেখে বাকি ৮ জন অবশ্য কাজ করেছেন। তাঁদের অভিযোগ, ১০ বছর হলেও স্থায়ীকরণ করা হচ্ছে না। সরকারি পরিচয়পত্রও দেওয়া হয়নি। রাজ্য সরকার একাধিকবার নির্দেশ জারি করলেও স্বাস্থ্য দফতর বেতন বৃদ্ধি করছে না। রাজ্য স্বাস্থ্য দফতরের মুখপাত্র অসিত বিশ্বাস বলেন, “অস্থায়ী কর্মীদের আন্দোলনের কথা শুনেছি। তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সরকারি নিয়মে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগী কল্যাণ সমিতির সিদ্ধান্তে ২০০২ সাল থেকে ওই কর্মীরা হাসপাতালে কাজ করছেন। প্রথমে ৭০০ টাকার দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরে ওই কর্মীরা একটি সোসাইটি তৈরি করেন। ২০১১ সাল থেকে সোসাইটিকে মাসে ৩৬ হাজার টাকা দিচ্ছে স্বাস্থ্য দফতর। সেই টাকা ১৬ জন ভাগ করে নেন। অস্থায়ী কর্মীদের বক্তব্য, ২০১০ সালের ২৩ এপ্রিল রাজ্য সরকার স্বাস্থ্য দফতরকে ১০ বছর ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের মাসিক বেতন ৬ হাজার ৬০০ টাকা দেওয়ার নির্দেশ দেয়। ২০১১ সালের ৯ জুন নতুন রাজ্য সরকার ওই নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, ১০ বছরের কম অস্থায়ী কর্মী হিসাবে কর্মরতদেরর মাসিক বেতন ৬ হাজার ৬০০ টাকার ৭৫ শতাংশ দেওয়ার কথাও বলে। কিন্তু কিছুই কার্যকর হচ্ছে না।
|
হেমকুমারী এলাকার সিঞ্জারহাটের সঙ্গে হলদিবাড়ির সরাসরি বাস যোগাযোগের দাবি জানাল কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে হলদিবাড়ির বিডিওর কাছে স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, একসময়ে সিঞ্জার হাট থেকে হলদিবাড়ি রুটে দিনে ১৪টি বাস চলাচল করত। এখন একটি বাসও চলে না। কোচবিহার যেতে বাস ধরার জন্য বাসিন্দাদের ভ্যানরিকশায় সাত কিলোমিটার দূরে দেওয়ানগঞ্জে যেতে হয়। হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস সভাপতি এন্দাদূল হক প্রামাণিক বলেন, “সবকটি বাসের সিঞ্জারহাট পর্যন্ত রুট পারমিট আছে। এক বছর হল বাসগুলি ঢোকা বন্ধ করায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।” হলদিবাড়ি বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “সমস্যা নিয়ে মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে।” বাস মালিকদের সংগঠন নর্থ বেঙ্গল মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ সিংহ বলেন, “যথেষ্ঠ যাত্রী মেলে না বলে আমরা সিঞ্জারহাট পর্যন্ত বাস চালানো বন্ধ করে দিয়েছি। হেমকুমারীর অন্য রাস্তায় দিয়াবাড়ি পর্যন্ত বাস চলাচল হচ্ছে।”
|
দুই সপ্তাহের উপর নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে শিশুর দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বিকালে গোয়ালপোখর থানার খরকা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত ওই শিশুর নাম বিক্রম রায়। বয়স দেড় বছর। তার বাড়ি মালকুন্ডা এলাকায়। বিক্রমের মা প্রমীলাদেবী স্থানীয় একটি পরিবারের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে জেনেছে, বিক্রমের পরিবারের সঙ্গে অভিযুক্ত পরিবারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। চলতি মাসেই বিক্রমদের বাড়িতে অভিযুক্তরা হামলা চালায় বলে অভিযোগ। বিক্রমকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে পুলিশে অভিযোগও জানানো হয়। দুই জনকে পুলিশ গ্রেফতারও করে। খরকা এলাকায় একটি শিশুর হাত মাটির উপরে দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেয়। বিডিও সুব্রত বর্মনের উপস্থিতিতে দেহটি মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ।
|
নাগরিক মঞ্চের ডাকা পরিবহণ ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়ল মালদহের চাঁচলে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (এনবিএসটিসি) সংস্থার চাঁচল ডিপো রক্ষার দাবিতে মঙ্গলবার ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সকাল ৬টা থেকে ৮ ঘণ্টার ধর্মঘট হয়। গাড়ি, ভ্যান চলাচল করেনি। রিকশার সংখ্যাও ছিল হাতে গোনা। গোটা চাঁচলের বাজারঘাট, দোকান ফাঁকা ছিল। ভারপ্রাপ্ত মহকুমাশাসক অশোক সরকার বলেছেন, “নাগরিক মঞ্চের আন্দোলনের গতিবিধির বিষয় সব কিছু জেলা প্রশাসনকে জানানো হচ্ছে।” এনবিএসটিসি চাঁচল ডিপো সরানোর প্রতিবাদে অরাজনৈতিক মঞ্চ গড়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মাঝেই কর্তৃপক্ষের নির্দেশ মেনে ডিপোর ৬৬ কর্মী মালদহে কাজে যোগ দেন। গত ২৯ ফেব্রুয়ারি থেকে ডিপোর সামনে মঞ্চ বেঁধে লাগাতার আন্দোলন শুরু হয়। সেদিন থেকেই ডিপো থেকে আর কোনও বাস বার হতে পারেনি।
|
সাহায্যকারী নিয়ে ক্লাস চালাতে রাজি না হওয়ায় প্রধান শিক্ষিকা হেনস্থা করছেন বলে এক দৃষ্টিহীন শিক্ষিকা অভিযোগ জানানোয় তদন্তে নামল কোচবিহার জেলা শিক্ষা দফতর। মঙ্গলবার পূর্ব গুড়িয়াহাটি গার্লস স্কুলের দৃষ্টিহীন ইংরেজি শিক্ষিকা সোনালি অধিকারী স্কুল পরিদর্শকের দফতরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওই লিখিত অভিযোগ জমা দেন। সোমবার সোনালি দেবী জেলা বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকের সঙ্গে দেখা করে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে মৌখিক অভিযোগ করেন। এদিন ওই দুই দফতরেই লিখিত অভিযোগ জমা দেন তিনি। তারপরেই স্কুল পরিদর্শক মহাদেব শৈব-সহ ৩ জন পদস্থ কর্তা ওই স্কুলে যান। ওই আধিকারিকরা প্রধান শিক্ষিকা-সহ অন্য শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন।
|
দুই সপ্তাহের উপর নিখোঁজ থাকার পর মাটি খুঁড়ে শিশুর দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বিকালে গোয়ালপোখর থানার খরকা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃত ওই শিশুর নাম বিক্রম রায়। বয়স দেড় বছর। তার বাড়ি মালকুন্ডা এলাকায়। বিক্রমের মা প্রমীলাদেবী স্থানীয় একটি পরিবারের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে জেনেছে, বিক্রমের পরিবারের সঙ্গে অভিযুক্ত পরিবারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। চলতি মাসেই বিক্রমদের বাড়িতে অভিযুক্তরা হামলা চালায় বলে অভিযোগ। বিক্রমকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে পুলিশে অভিযোগও জানানো হয়। দুই জনকে পুলিশ গ্রেফতারও করে। খরকা এলাকায় একটি শিশুর হাত মাটির উপরে দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেয়। বিডিও সুব্রত বর্মনের উপস্থিতিতে দেহটি মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ।
|
বাড়িতে একা পেয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের রতুয়ার বাহারালে সোমবার ঘটনার পর অভিযোগ পেয়ে মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ রাইসুদ্দিন। |