হাতিঘিষার গিরামনি গ্রামের উন্নয়ন নিয়ে দাবিপত্র তৈরি করল কংগ্রেস। মঙ্গলবার বিকালে নকশালবাড়ি ব্লকের প্রত্যন্ত ওই গ্রামে কয়েকশো কংগ্রেস কর্মীকে নিয়ে ওই সভা হয়। কংগ্রেসের অভিযোগ, গত এক দশকে ওই গ্রামে কোনও উন্নতি হয়নি। বাম আমলে বিদ্যুতের খুঁটি পোঁতা হলেও সংযোগ দেওয়া হয়নি। আদিবাসী বিকাশ পরিষদ গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এলেও উন্নয়নের কোনও পরিকল্পনা নেয়নি। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ ততা কংগ্রেস নেতা সুনীল ঘোষ বলেন, “এদিনের বৈঠকে এলাকার উন্নয়ন নিয়ে দাবিপত্র তৈরি করা হয়। ওই দাবিপত্র প্রশাসনের কাছে পেশ করে এলাকার উন্নয়নের দাবিতে আন্দোলনে নামা হবে।” আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে মহকুমা পরিষদ, কেউই এলাকার উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না-করায় সমস্যা হচ্ছে।
|
ভুটানের ৫ লক্ষ টাকা পাল্টাতে গিয়ে প্রতারিত হলেন ধূপগুড়ির পাঁচ ব্যবসায়ী। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গত সোমবার গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ। গত রবিবার সন্ধ্যায় বিন্নাগুড়ি এলাকায় টাকা পাল্টে দেওয়ার কথা টাকা নিয়ে বলে চম্পট দেয় তিন যুবক। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ পাণ্ডে বলেন, “ধৃত দুই জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। আরও একজনকে খোঁজা হচ্ছে।” পুলিশ সূত্রে জানাগেছে, ভুটান সরকারের নতুন নিয়মের পর ডুয়ার্সে ভুটান টাকা লেনদেন বন্ধ হয়েছে। গত রবিবার ওই পাঁচ ব্যবসায়ী টাকা পাল্টানোর খবর পেয়ে ৫ লক্ষ ভুটান টাকা নিয়ে বিন্নাগুড়ি যান। পাঁচ হাজার টাকার বিনিময়ে ধৃতেরা তাঁদের ভারতীয় টাকা দেওয়ার কথা বলে। তার পরে টাকার ব্যাগটি নিয়ে পালায় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ নাথুয়াহাট এবং তেলিপাড়া থেকে দুই জনকে ধরে।
|
বিভিন্ন দাবি-দাওয়া পূরণে মঙ্গলবার তৃণমূল সমর্থিত কর আদায়কারী সংগঠনের তরফে রাজগঞ্জ বিডিও কাছে একটি স্মারকলিপি দেওয়া হল। সংগঠনের জেলা কার্যকরী নজরুল ইসলাম বলেন, “আমরা রাজগঞ্জের ১২ টি গ্রাম পঞ্চায়েতে ১৪ জন কর আদায়কারী রয়েছি। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে ২ জন সরকারী অনুমোদিত কর আদায়কারী রয়েছেন। শিকারপুরের বদলে ডাবগ্রাম-২ গ্রাম সরকারী অনুমোদিত হওয়া না সত্ত্বেও কী করে সরকারী অনুমোদিত করা হল সেই প্রশ্ন তুলেছে ওই সংগঠন।
|
চুরির অপবাদ দিয়ে বালককে পিটিয়ে খুনের পর গাছে ঝুলিয়ে দেবার ঘটনায় অভিযুক্তদের মঙ্গলবারও গ্রেফতার করতে পারল না পুলিশ। গত রবিবার ফালাকাটা থানা এলাকার কাদম্বিনী চা বাগানের মনোহারি দোকান থেকে আতরের শিশি ও ১৫০ টাকা চুরির অপবাদ দিয়ে ১২ বছরের শিবরাজ ওঁরাও পিটিয়ে খুনের পরে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দোকান মালিক-সহ ৬ জনের নামে। সোমবার অভিযোগ দায়ের করেন শিবরাজের বাবা।
|
জলপাইগুড়ির মোহিতনগরে কৃষি দফতরের কেন্দ্রীয় গবেষণাগারে মঙ্গলবার কিসান মেলা অনুষ্ঠিত হয়। দফতরের অতিরিক্ত অধিকর্তা নারায়ণচন্দ্র সামন্ত উদ্বোধন করেন। জলপাইগুড়ি সদর মহকুমা-সহ কোচবিহার থেকেও কৃষকেরা যোগ দেন। নারকেল, সুপারির বৈজ্ঞানিক চাষ নিয়ে কর্মশালা হয়। গবেষণাগারের বিজ্ঞানী অরুণ শিট জানান, কৃষকদের নিয়ে প্রশ্নোত্তর পর্বও ছিল।
|
কোচবিহার গ্রেটার পিপলস পার্টি রাজগঞ্জ শাখার তরফে মঙ্গলবার রাজগঞ্জ বিডিও অফিস ও মহকুমা অফিসে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনের ব্লকের সম্পাদক সুনীল রায় বলেন, “জেলা ও ব্লকে পুকুর-নদী-খাল-বিল লিজের প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয়।” |