নারী পাচারের অভিযোগে গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
নারী পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারে রাতে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারিশরিফ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে ঘুটিয়ারিশরিফের হালদার পাড়ার দুই কিশোরীকে কাজ দেওয়ার নাম করে বিহারে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়। কিছুদিন পরে তাদের মধ্যে একজন কোনওক্রমে পালিয়ে এসে পুলিশকে খবর দেয়। তার কাছ থেকেই জানা যায়, মাকালতলার বাসিন্দা আরমান শেখ, আফরিন সেখ ও জোরিনা বিবি তাদের বিহারে নিয়ে যায়। ওই কিশোরী সমস্ত ঘটনা তার সঙ্গে যাওয়ার আর কিশোরীর মাকেও জানায়। এর পরেই ওই কিশোরীর মা পুলিশের কাছে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। |
ফের ডাকাতি, ধৃত ২ বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দোকানের দরজা ভেঙে লুঠপাটের ঘটনা ঘটল বসিরহাটে। সোমবার রাতে ঘটনাটি ঘটে বসিরহাট থানার পুরাতন বাজার এলাকায় পাগড়াতলায় একটি বাসনের দোকানে। ওই ব্যবসায়ীর অভিযোগ, দুষ্কৃতীরা তালা ভেঙে দোকানে ঢুকে নগদ প্রায় ২ লক্ষ টাকা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। অন্যদিকে, সম্প্রতি বসিরহাটের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে দেবব্রত মণ্ডল নামে একজনকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া গত শনিবার দেগঙ্গায় একটি পেট্রোল পাম্পে এবং কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছৈলুদ্দিন বৈদ্য নামে এক দুষ্কৃতীকে এ দিন সন্ধ্যায় হাড়োয়া থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় ছৈলুদ্দিন স্বীকার করেছে দেগঙ্গা, হাড়োয়ো, বারাসত।, দত্তপুকুর ইত্যাদি এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। |
ভেড়ি নিয়ে সংঘর্ষে ধৃত ১২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় একটি মেছো ভেড়ির দখলকে কেন্দ্র করে গণ্ডগোলের ঘটনায় গত দু’দিনে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি সামাল দিতে আমড়াডেঙ্গি গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। সংঘর্ষের জেরে গ্রাম থেকে পালানো আতঙ্কিত বাসিন্দাদের গ্রামে ফিরিয়ে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত রবিবার হাড়োয়ার গোপালপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার নতুনপাড়া গ্রামে একটি মেছোভেড়িতে মাছ চাষ করাকে কেন্দ্র করে সিপিএম এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নতুনপাড়া ও আমড়াডেঙ্গি এলাকা। চলে বোমা-গুলি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। |