শিক্ষক নিয়োগ এবং তাঁদের পদোন্নতির দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ফলে সমস্যা হচ্ছে পঠন-পাঠন চালাতে। শিক্ষক সমিতি সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম পাল বলেন, “বিশ্ববিদ্যালয়ে ২৯৭ জন শিক্ষক থাকার কথা। সেখানে আছেন মাত্র ১৮২ জন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একাদশতম পঞ্চম বার্ষিক পরিকল্পনায় ৩৬ জন শিক্ষক নিয়োগ করার অনুমতি দিয়েছে। ৩১ মার্চ এর মেয়াদ শেষ হয়ে যাবে। অথচ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।” তিনি আরও বলেন, “গত প্রায় ৪ বছর ধরে শিক্ষকদের কোনও পদোন্নতি হয় নি। বারবার জানানো সত্ত্বেও কাজ না হওয়ায় আমরা লাগাতার কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দোপাধ্যায় বলেন, “২৫ জন শিক্ষক নিয়োগ করার ব্যাপারে সিলেকশন কমিটির কাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলে বিষয়টি নিয়ে আরও নতুন নিয়ম তৈরি হয়। সেই কারণেই বিষয়টি ঝুলে আছে। এছাড়া শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে।”
|
ছ’ জন শিক্ষকের মধ্যে শুক্রবার স্কুলে এসেছিলেন মাত্র এক জন। সেই ক্ষোভে রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের কলাবাগ মসজিদপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চার দিন ধরে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। শিকেয় ওঠে মিড-ডে মিলও। স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ২১৮ জন। আর শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ হয়নি। কাশিয়াডাঙা পঞ্চায়েতের শিক্ষাবন্ধু জাহাঙ্গির রেজা বলেন, “শুক্রবার ওই স্কুলে গিয়ে দেখি ৬ জনের মধ্যে মাত্র এক জন শিক্ষক এসেছেন। রিপোর্ট দিই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে।” শুক্রবার দুপুরেই দরজায় তালা ঝুলিয়ে দেন তাঁরা। মঙ্গলবারও সেই তালা খোলেননি গ্রামবাসীরা। এ দিন অবশ্য ৬ জন শিক্ষকও স্কুলে আসেন। ভিতরে ঢুকতে না দিয়ে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। বিডিও পার্থপ্রতিম সাধুখাঁ বলেন, “অবর বিদ্যালয় পরিদর্শককে তদন্ত করতে বলা হয়েছে।” স্কুলের প্রধান শিক্ষিকা সুসীতা রায় বলেন, “শুক্রবার আমি ছুটিতে ছিলাম। ২ জন শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পার্শ্ব শিক্ষকেরা গ্রামে কাজে গিয়েছিলেন। এক জন ছাড়া কেউ হাজির ছিলেন না। ফাঁকির অভিযোগ মিথ্যা।”
|
দু’টি অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে ২৯টি বাড়ি। মঙ্গলবার দুপুরে ডোমকলের হরিশঙ্করপুরে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়। এ দিন দুপুর ৩টে নাগাদ জলঙ্গির উদয়নগর কলোনিতে ২২টি বাড়িতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পুলিশ ও দমকল কর্মীদের অনুমান, জলঙ্গিতে রান্নার আগুন থেকে দুর্ঘটনা ঘটে। তবে হরিশঙ্করপুরে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল আসার আগেই গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার খবর দেওয়ার ঘণ্টাখানেক পরে দমকল আসে। জলঙ্গির সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি-র নিখিল বিশ্বাস বলেন, “কলোনির সব বাড়ি পাটকাঠি ও টিনের হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।” জলঙ্গির বিডিও শুভেন্দু রায় বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল, কম্বল ও ধুতি পৌঁছে দেওয়া হয়েছে। তদন্ত হচ্ছে। আগামী কালও ত্রাণ পাঠানো হবে।” অন্য দিকে মঙ্গলবার দুপুরে করিমপুরের কীতর্নীয়াতলায় ভস্মীভূত হয়ে গেল বিঘা কয়েক জমির গম।
|
বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে বেআইনি ভাবে গ্যাস বের করে বাজারে বিক্রি করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বহরমপুরের খাগড়া ঘাটবন্দরের কাছে নিতাইবাবু লেনের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ ছোট-বড় মিলিয়ে ৪২টি সিলিন্ডারও উদ্ধার করে।
|
ডাকাতিতে জড়িত থাকার সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে চাকদহের বিভিন্ন এলাকা থেকে পুলিশ এদের গ্রেফতার করে। ধৃতদের নাম, শ্যামল সরকার, রবীন রায় চৌধুরী, সমীর কর্মকার, আকাশ দাস এবং অরূপ দাস। কিছুদিন আগে চাকদহের নরেন্দ্রপল্লীতে অশোক রায় নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির অভিযোগে আকাশকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
|
ইস্টার্ন রেলওয়ে জেলা কংগ্রেসের রানাঘাট শাখার রেল কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রদীপ শ্রীবাস্তব, সহকারি সভাপতি পরেশ সরকার-সহ বিশিষ্টেরা। |